ETV Bharat / city

Conjoined Twins Operated in NRS: এক যকৃৎ দুই প্রাণ, এনআরএসে বিরল অস্ত্রোপচারে আলাদা হল যমজ শিশু - বিরল অস্ত্রপচারে লিভর জোড়া দুই শিশুকে আলাদা করল এলআরএস

বিরল অস্ত্রোপচারের মাধ্যমে দুই শিশুর লিভার আলাদা করে নজির গড়ল এনআরএসে ৷ দুই শিশুই সমলিঙ্গের ৷ সফল অস্ত্রোপচারের পর আপাতত চিকিৎসকদের তত্বাবধানে আছে দুই শিশু (NRS Hospital doctors separate conjoined twins in a rare operation in Kolkata) ৷

Conjoined Twins Operated in NRS
বিরল অস্ত্রপচারে লিভার জোড়া দুই শিশুকে আলাদা করল এলআরএস
author img

By

Published : Jul 9, 2022, 8:19 AM IST

Updated : Jul 9, 2022, 1:01 PM IST

কলকাতা, 9 জুলাই: বয়স মাত্র 18 দিন ৷ সমলিঙ্গ ৷ তবে জুড়ে রয়েছে দুই দেহ ৷ কীভাবে ? এই দুই নবজাতকের মাথা, শরীরের অন্য অংশ আলাদা থাকলেও, কিন্তু একই যকৃতের কারণে পেট একসঙ্গে জুড়ে ছিল ৷ জটিল এবং বিরল অস্ত্রোপচারের মাধ্য়মে দু'জনের যকৃৎ আলাদা করে দৃষ্টান্ত গড়লেন এনআরএস হাসপাতালের চিকিৎসকেরা ৷ দু'জনের শরীরে দু'টি যকৃৎ স্থাপন করা হয়েছে ৷ আপাতত তারা সুস্থ থাকলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে (Conjoined Twins Operated in NRS) ৷

Conjoined Twins Operated in NRS
বিরল অস্ত্রপচারে লিভার জোড়া দুই শিশুকে আলাদা করল এলআরএস

এই অস্ত্রোপচার প্রসঙ্গে চিকিৎসক নিরূপ বিশ্বাস বলেন, "জুন মাসের শেষের দিকে দক্ষিণ দিনাজপুর থেকে দুই নবজাতকের বাবা-মা হাসপাতালের আউটডোরে দেখাতে নিয়ে এসেছিলেন । সেই সময় দুই নবজাতক সুস্থই ছিল । আমরা ভর্তি করে তাদের প্রাথমিক চিকিৎসা করি । কোনও অঙ্গ-প্রত্যঙ্গ শেয়ার করা আছে কি না, তা দেখার জন্য পরীক্ষা করা হয় । জানা যায়, বাচ্চা দু'টির লিভার শেয়ার করা আছে । পরে আমরা অন্য অঙ্গপ্রত্যঙ্গগুলিরও পরীক্ষা করি । তাতে দেখা যায়, ওদের বাকি সব কিছু ঠিকঠাকই আছে। এরপর আমরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই । প্রায় দু'ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয় । শেষে আমরা সফল হয়েছি ৷"

এনআরএসে বিরল অস্ত্রোপচারে আলাদা হল যমজ শিশু

দু'জন নবজাতককে নজরে রাখতে কমিটি গঠন করা হয়েছে । সেই চিকিৎসক কমিটিতে আছেন, ডা: নিরূপ বিশ্বাস, ডা: দীপক ঘোষ, ডা:পার্থ জানা, ডা: ঋষিন দত্ত, অ্যানাসথেটিস্ট ডা: মৌসুমী খাড়া এবং ডা: মীরা মল্লিক ৷

অস্ত্রোপচারের পরে বর্তমানে ওই দু’জন নবজাতক সুস্থই রয়েছে, জানিয়েছেন চিকিৎসকরা । তবে শুক্রবার সকালে একজন নবজাতকের কার্ডিয়াক অ্যারেস্ট দেখা দিয়েছিল । বিষয়টি নজরে আসতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এখনই ছুটি মিলছে না দু'জনের । আরও 5-6 দিন তাদের পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসক দল । তবে আগামী ক'দিনে কোনও সমস্যা দেখা না দিলে ছুটি দেবেন চিকিৎসকেরা ।

আরও পড়ুন: জটিল অস্ত্রোপচারে জন্ম হল 'কনজয়েন্ট টুইন বেবি'র

কেন হয় এই কনজয়েন্ট টুইন ?

ভ্রূণ দু'টি পৃথক হওয়ার সময় যদি সম্পূর্ণরূপে আলাদা না হতে পারে, তাহলে এই ধরনের যমজ এবং একসঙ্গে জুড়ে থাকা দুই সন্তানের জন্মগ্রহণের সম্ভাবনা দেখা যায় ।

কলকাতা, 9 জুলাই: বয়স মাত্র 18 দিন ৷ সমলিঙ্গ ৷ তবে জুড়ে রয়েছে দুই দেহ ৷ কীভাবে ? এই দুই নবজাতকের মাথা, শরীরের অন্য অংশ আলাদা থাকলেও, কিন্তু একই যকৃতের কারণে পেট একসঙ্গে জুড়ে ছিল ৷ জটিল এবং বিরল অস্ত্রোপচারের মাধ্য়মে দু'জনের যকৃৎ আলাদা করে দৃষ্টান্ত গড়লেন এনআরএস হাসপাতালের চিকিৎসকেরা ৷ দু'জনের শরীরে দু'টি যকৃৎ স্থাপন করা হয়েছে ৷ আপাতত তারা সুস্থ থাকলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে (Conjoined Twins Operated in NRS) ৷

Conjoined Twins Operated in NRS
বিরল অস্ত্রপচারে লিভার জোড়া দুই শিশুকে আলাদা করল এলআরএস

এই অস্ত্রোপচার প্রসঙ্গে চিকিৎসক নিরূপ বিশ্বাস বলেন, "জুন মাসের শেষের দিকে দক্ষিণ দিনাজপুর থেকে দুই নবজাতকের বাবা-মা হাসপাতালের আউটডোরে দেখাতে নিয়ে এসেছিলেন । সেই সময় দুই নবজাতক সুস্থই ছিল । আমরা ভর্তি করে তাদের প্রাথমিক চিকিৎসা করি । কোনও অঙ্গ-প্রত্যঙ্গ শেয়ার করা আছে কি না, তা দেখার জন্য পরীক্ষা করা হয় । জানা যায়, বাচ্চা দু'টির লিভার শেয়ার করা আছে । পরে আমরা অন্য অঙ্গপ্রত্যঙ্গগুলিরও পরীক্ষা করি । তাতে দেখা যায়, ওদের বাকি সব কিছু ঠিকঠাকই আছে। এরপর আমরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই । প্রায় দু'ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয় । শেষে আমরা সফল হয়েছি ৷"

এনআরএসে বিরল অস্ত্রোপচারে আলাদা হল যমজ শিশু

দু'জন নবজাতককে নজরে রাখতে কমিটি গঠন করা হয়েছে । সেই চিকিৎসক কমিটিতে আছেন, ডা: নিরূপ বিশ্বাস, ডা: দীপক ঘোষ, ডা:পার্থ জানা, ডা: ঋষিন দত্ত, অ্যানাসথেটিস্ট ডা: মৌসুমী খাড়া এবং ডা: মীরা মল্লিক ৷

অস্ত্রোপচারের পরে বর্তমানে ওই দু’জন নবজাতক সুস্থই রয়েছে, জানিয়েছেন চিকিৎসকরা । তবে শুক্রবার সকালে একজন নবজাতকের কার্ডিয়াক অ্যারেস্ট দেখা দিয়েছিল । বিষয়টি নজরে আসতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এখনই ছুটি মিলছে না দু'জনের । আরও 5-6 দিন তাদের পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসক দল । তবে আগামী ক'দিনে কোনও সমস্যা দেখা না দিলে ছুটি দেবেন চিকিৎসকেরা ।

আরও পড়ুন: জটিল অস্ত্রোপচারে জন্ম হল 'কনজয়েন্ট টুইন বেবি'র

কেন হয় এই কনজয়েন্ট টুইন ?

ভ্রূণ দু'টি পৃথক হওয়ার সময় যদি সম্পূর্ণরূপে আলাদা না হতে পারে, তাহলে এই ধরনের যমজ এবং একসঙ্গে জুড়ে থাকা দুই সন্তানের জন্মগ্রহণের সম্ভাবনা দেখা যায় ।

Last Updated : Jul 9, 2022, 1:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.