ETV Bharat / city

Covid Restriction : আপাতত বন্ধ লোকাল ট্রেন, রাজ্যে বিধিনিষেধ বাড়ল 15 দিন - Covid Restriction in West Bengal

কলকাতা লাগোয়া জেলাগুলিতে 50 শতাংশ টিকাকরণ হয়ে গেলে লোকাল ট্রেন চালানোর বিষয়ে ভাবা হবে ৷ বিশেষজ্ঞদের মতে, করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা সেপ্টেম্বরে ৷ ফলে কোনওরকম ঝুঁকি নিতে চান না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

s
s
author img

By

Published : Aug 12, 2021, 4:47 PM IST

Updated : Aug 12, 2021, 5:38 PM IST

কলকাতা, 12 অগস্ট : আরও 15 দিন বাড়ল রাজ্যের করোনা বিধিনিষেধ (Covid Restriction) ৷ অগস্ট মাসের শেষ পর্যন্ত বন্ধ থাকছে লোকাল ট্রেন ৷ নাইট কার্ফু কিছুটা শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

বিধিনিষেধ বাড়ানোর পাশাপাশি এদিন টিকাকরণের উপর জোর দেন মুখ্যমন্ত্রী । জানান, কলকাতা লাগোয়া জেলাগুলিতে 50 শতাংশ টিকাকরণ হয়ে গেলে লোকাল ট্রেন চালানোর কথা ভাবা হবে ৷ তবে বেশ কিছু বিষয়ে নতুন করে ছাড় দেওয়া হয়েছে এদিন ৷ তার মধ্যে অন্যতম নাইট কার্ফু ৷ এবার থেকে রাত 9টার বদলে রাত 11টা থেকে লাগু হবে কার্ফু ৷ জারি থাকবে পরদিন ভোর 5টা অবধি ৷ এছাড়াও 50 শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দেওয়া হয়েছে এই পর্বে ৷ পাশাপাশি 50 শতাংশ উপস্থিতিতে সুইমিংপুল খোলা যাবে ৷

মুখ্যমন্ত্রী বলেন, "আমি জানি লোকাল ট্রেন না চলার জন্য কিছু মানুষের খুব অসুবিধা হচ্ছে। কিন্তু এটা মানুষের জীবনের প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন সেপ্টেম্বরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। সে কারণেই বাড়তি সর্তকতা নেওয়া হচ্ছে।" আরও বলেন, "আমি চেষ্টা করছি কলকাতা লাগোয়া জেলাগুলিতে অন্তত 50 শতাংশ ভ্যাকসিনেশন দ্রুত করিয়ে নিতে। এটা সম্ভব হলে ট্রেন চালানোর বিষয়ে ভেবে দেখা হবে ।" উল্লেখ্য, আগের পর্বের বিধিনিষেধ 15 অগস্ট পর্যন্ত লাগু রয়েছে ৷

আরও পড়ুন: West Bengal Corona Update : রাজ্যে দৈনিক সংক্রমণ বেড়ে 700, মৃত্যু কমে 6

মুখ্যমন্ত্রী এদিন কিছু সংবাদমাধ্যমের রাজ্যের করোনা সংক্রমণ সংক্রান্ত তথ্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, "কোনও কোনও সংবাদমাধ্যম প্রকাশ করছে, আমাদের রাজ্যে না-কি করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে । এই তথ্য সত্যি নয়। অন্য রাজ্যে যখন 23-24 হাজার করে সংক্রমণ হচ্ছে। সেখানে এরাজ্যে সংক্রমণ মাত্র 6০০ থেকে 800।"

কলকাতা, 12 অগস্ট : আরও 15 দিন বাড়ল রাজ্যের করোনা বিধিনিষেধ (Covid Restriction) ৷ অগস্ট মাসের শেষ পর্যন্ত বন্ধ থাকছে লোকাল ট্রেন ৷ নাইট কার্ফু কিছুটা শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

বিধিনিষেধ বাড়ানোর পাশাপাশি এদিন টিকাকরণের উপর জোর দেন মুখ্যমন্ত্রী । জানান, কলকাতা লাগোয়া জেলাগুলিতে 50 শতাংশ টিকাকরণ হয়ে গেলে লোকাল ট্রেন চালানোর কথা ভাবা হবে ৷ তবে বেশ কিছু বিষয়ে নতুন করে ছাড় দেওয়া হয়েছে এদিন ৷ তার মধ্যে অন্যতম নাইট কার্ফু ৷ এবার থেকে রাত 9টার বদলে রাত 11টা থেকে লাগু হবে কার্ফু ৷ জারি থাকবে পরদিন ভোর 5টা অবধি ৷ এছাড়াও 50 শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দেওয়া হয়েছে এই পর্বে ৷ পাশাপাশি 50 শতাংশ উপস্থিতিতে সুইমিংপুল খোলা যাবে ৷

মুখ্যমন্ত্রী বলেন, "আমি জানি লোকাল ট্রেন না চলার জন্য কিছু মানুষের খুব অসুবিধা হচ্ছে। কিন্তু এটা মানুষের জীবনের প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন সেপ্টেম্বরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। সে কারণেই বাড়তি সর্তকতা নেওয়া হচ্ছে।" আরও বলেন, "আমি চেষ্টা করছি কলকাতা লাগোয়া জেলাগুলিতে অন্তত 50 শতাংশ ভ্যাকসিনেশন দ্রুত করিয়ে নিতে। এটা সম্ভব হলে ট্রেন চালানোর বিষয়ে ভেবে দেখা হবে ।" উল্লেখ্য, আগের পর্বের বিধিনিষেধ 15 অগস্ট পর্যন্ত লাগু রয়েছে ৷

আরও পড়ুন: West Bengal Corona Update : রাজ্যে দৈনিক সংক্রমণ বেড়ে 700, মৃত্যু কমে 6

মুখ্যমন্ত্রী এদিন কিছু সংবাদমাধ্যমের রাজ্যের করোনা সংক্রমণ সংক্রান্ত তথ্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, "কোনও কোনও সংবাদমাধ্যম প্রকাশ করছে, আমাদের রাজ্যে না-কি করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে । এই তথ্য সত্যি নয়। অন্য রাজ্যে যখন 23-24 হাজার করে সংক্রমণ হচ্ছে। সেখানে এরাজ্যে সংক্রমণ মাত্র 6০০ থেকে 800।"

Last Updated : Aug 12, 2021, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.