ETV Bharat / city

KK Primary Postmortem Report : কে কে-র মৃত্যুতে অস্বাভাবিকতার লক্ষণ নেই, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ - Singer KK Died after a Programme in Kolkata

কলকাতার এসএসকেএম হাসপাতালে কে কে-র দেহের ময়নাতদন্ত হয় ৷ প্রাথমিক রিপোর্টে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি বলে খবর (No foul play found in KK Primary Postmortem Report) ৷ ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে 72 ঘণ্টা পর ৷ সেই সময় মৃত্যুর কারণ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে ৷

no-unnatural-evidence-found-in-kk-primary-postmortem-report
KK Primary Postmortem Report : কে কে-র মৃত্যুতে অস্বাভাবিকতার লক্ষণ নেই, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ
author img

By

Published : Jun 1, 2022, 4:58 PM IST

কলকাতা, 1 জুন : সঙ্গীত শিল্পীর কে কে-র ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি (No foul play found in KK Primary Postmortem Report) ৷ কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) তাঁর দেহের ময়নাতদন্ত হয় ৷ তার পরই এই প্রাথমিক রিপোর্ট পাওয়া গিয়েছে বলে কলকাতা পুলিশের (Kolkata Police) একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷ তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে 72 ঘণ্টা পর ৷ তখন মৃত্যুর কারণ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত সোমবার থেকে কলকাতায় ছিলেন সঙ্গীতশিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ ৷ পরপর দু‘দিন নজরুল মঞ্চেই ছিল তাঁর অনুষ্ঠান ৷ গতকাল, মঙ্গলবার অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় (Singer KK Died after a Programme in Kolkata) ৷

এই মৃত্যু নিয়ে ইতিমধ্য়েই বিতর্ক দানা বেঁধেছে ৷ নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সেখানে গান করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ ৷ পরে তা বড় আকার ধারণ করে ৷ সেখান থেকেই এই মর্মান্তিক পরিণতি বলে অভিযোগ ৷ তাই তাঁর দেহের ময়নাতদন্ত রিপোর্টে ঠিক কী আসে, তা নিয়ে কৌতুহল ছড়িয়েছিল সর্বত্র ৷

প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট থেকে চাঞ্চল্যকর কোনও তথ্য মেলেনি ৷ বরং মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা ছিল না বলেই জানা যাচ্ছে ৷ এখন অপেক্ষা পূর্ণাঙ্গ ময়নাতদন্ত রিপোর্ট আসার ৷

আরও পড়ুন : Sidhu on KK : গান গাইতে গাইতে চলে গেলেন কে কে, শিল্পীর জন্য় এর চেয়ে ভাল আর হয় না: সিধু

কলকাতা, 1 জুন : সঙ্গীত শিল্পীর কে কে-র ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি (No foul play found in KK Primary Postmortem Report) ৷ কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) তাঁর দেহের ময়নাতদন্ত হয় ৷ তার পরই এই প্রাথমিক রিপোর্ট পাওয়া গিয়েছে বলে কলকাতা পুলিশের (Kolkata Police) একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷ তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে 72 ঘণ্টা পর ৷ তখন মৃত্যুর কারণ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত সোমবার থেকে কলকাতায় ছিলেন সঙ্গীতশিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ ৷ পরপর দু‘দিন নজরুল মঞ্চেই ছিল তাঁর অনুষ্ঠান ৷ গতকাল, মঙ্গলবার অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় (Singer KK Died after a Programme in Kolkata) ৷

এই মৃত্যু নিয়ে ইতিমধ্য়েই বিতর্ক দানা বেঁধেছে ৷ নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সেখানে গান করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ ৷ পরে তা বড় আকার ধারণ করে ৷ সেখান থেকেই এই মর্মান্তিক পরিণতি বলে অভিযোগ ৷ তাই তাঁর দেহের ময়নাতদন্ত রিপোর্টে ঠিক কী আসে, তা নিয়ে কৌতুহল ছড়িয়েছিল সর্বত্র ৷

প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট থেকে চাঞ্চল্যকর কোনও তথ্য মেলেনি ৷ বরং মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা ছিল না বলেই জানা যাচ্ছে ৷ এখন অপেক্ষা পূর্ণাঙ্গ ময়নাতদন্ত রিপোর্ট আসার ৷

আরও পড়ুন : Sidhu on KK : গান গাইতে গাইতে চলে গেলেন কে কে, শিল্পীর জন্য় এর চেয়ে ভাল আর হয় না: সিধু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.