ETV Bharat / city

পৌর নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে ঝগড়া বরদাস্ত করা হবে না : মমতা - selection of candidates on basis of credibility

দলের নেতা কর্মীদের উদ্দেশে তৃণমূল নেত্রীর বার্তা, " যোগ্য মানুষকেই পৌরসভার টিকিট দেওয়া হবে । প্রার্থী হওয়া নিয়ে দলের মধ্যে কোনও ঝগড়া বরদাস্ত করা হবে না ।"

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 25, 2020, 3:53 AM IST

কলকাতা, 25 জানুয়ারি : কয়েকমাস বাদেই পৌর নির্বাচন ৷ আর নির্বাচনে যোগ্য ব্যক্তিকেই করা হবে প্রার্থী ৷ দেওয়া হবে টিকিট ৷ গতকাল তৃণমূল ভবনে দলের জেলা সভাপতি এবং পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক তৃণমূল নেত্রী ৷ সেখানে দলের নেতা কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, " যোগ্য মানুষকেই পৌরসভার টিকিট দেওয়া হবে । প্রার্থী হওয়া নিয়ে দলের মধ্যে কোনও ঝগড়া বরদাস্ত করা হবে না ।"

এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, প্রার্থী বাছাই নিয়ে যাতে কোনও প্রকার স্বজনপোষণ না হয় তারজন্য দলীয় নেতাদের আগেভাগেই বার্তা দিয়ে রাখলেন নেত্রী ৷ পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন জেলা স্তরের পৌরসভাগুলির প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রেও সরাসরি হস্তক্ষেপ করবে শীর্ষ নেতৃত্ব ।

লোকসভা ভোটে বিপর্যয়ের পরে তৃণমূলকে নির্বাচনী বৈতরণী পার করাতে মাঠে নেমে পড়েছেন পলিটিক্যাল স্ট্যাটেজিস্ট প্রশান্ত কিশোর । তাঁর রণকৌশলে গত তিনটি বিধানসভা উপনির্বাচনে জয় পেয়েছে তৃণমূল । তারপর থেকেই প্রশান্ত কিশোরের ওপর দলের শীর্ষ নেতৃত্বের ভরসা বেড়েছে ৷ সামনের পৌর নির্বাচনের প্রার্থী তালিকা থেকে শুরু করে খুঁটিনাটি বিষয় গুলিতে প্রশান্ত কিশোরের ভূমিকা থাকবে বলে গতকাল দলীয় বৈঠকে ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেইসঙ্গে এখন যারা কাউন্সিলর পদে রয়েছেন, স্বচ্ছ ভাবমূর্তি না থাকলে যে তাঁদের প্রার্থী করা নাও হতে পারে তাও বুঝিয়ে দিলেন ৷ তবে প্রার্থী তালিকা নিয়ে অশান্তি হওয়ার বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন না নেত্রী । তাঁর মতে, BJP চক্রান্ত করে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব তৈরির চেষ্টা করবে । তাই BJP-র পাতা ফাঁদে পা না দিতেও সতর্ক করেছেন তিনি । জেলা সভাপতি এবং পর্যবেক্ষকদের তিনি নির্দেশ দেন, "টিকিট না পাওয়া কাউন্সিলররা যেন ঝামেলা না করেন । সেদিকে লক্ষ্য রাখতে হবে । দলের সিদ্ধান্তকে চূড়ান্ত মর্যাদা দিতে হবে । ব্যক্তি বড় নয়, সবার উপরে দল । দলগতভাবে সকলকে কাজ করতে হবে ।"

কলকাতা, 25 জানুয়ারি : কয়েকমাস বাদেই পৌর নির্বাচন ৷ আর নির্বাচনে যোগ্য ব্যক্তিকেই করা হবে প্রার্থী ৷ দেওয়া হবে টিকিট ৷ গতকাল তৃণমূল ভবনে দলের জেলা সভাপতি এবং পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক তৃণমূল নেত্রী ৷ সেখানে দলের নেতা কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, " যোগ্য মানুষকেই পৌরসভার টিকিট দেওয়া হবে । প্রার্থী হওয়া নিয়ে দলের মধ্যে কোনও ঝগড়া বরদাস্ত করা হবে না ।"

এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, প্রার্থী বাছাই নিয়ে যাতে কোনও প্রকার স্বজনপোষণ না হয় তারজন্য দলীয় নেতাদের আগেভাগেই বার্তা দিয়ে রাখলেন নেত্রী ৷ পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন জেলা স্তরের পৌরসভাগুলির প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রেও সরাসরি হস্তক্ষেপ করবে শীর্ষ নেতৃত্ব ।

লোকসভা ভোটে বিপর্যয়ের পরে তৃণমূলকে নির্বাচনী বৈতরণী পার করাতে মাঠে নেমে পড়েছেন পলিটিক্যাল স্ট্যাটেজিস্ট প্রশান্ত কিশোর । তাঁর রণকৌশলে গত তিনটি বিধানসভা উপনির্বাচনে জয় পেয়েছে তৃণমূল । তারপর থেকেই প্রশান্ত কিশোরের ওপর দলের শীর্ষ নেতৃত্বের ভরসা বেড়েছে ৷ সামনের পৌর নির্বাচনের প্রার্থী তালিকা থেকে শুরু করে খুঁটিনাটি বিষয় গুলিতে প্রশান্ত কিশোরের ভূমিকা থাকবে বলে গতকাল দলীয় বৈঠকে ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেইসঙ্গে এখন যারা কাউন্সিলর পদে রয়েছেন, স্বচ্ছ ভাবমূর্তি না থাকলে যে তাঁদের প্রার্থী করা নাও হতে পারে তাও বুঝিয়ে দিলেন ৷ তবে প্রার্থী তালিকা নিয়ে অশান্তি হওয়ার বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন না নেত্রী । তাঁর মতে, BJP চক্রান্ত করে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব তৈরির চেষ্টা করবে । তাই BJP-র পাতা ফাঁদে পা না দিতেও সতর্ক করেছেন তিনি । জেলা সভাপতি এবং পর্যবেক্ষকদের তিনি নির্দেশ দেন, "টিকিট না পাওয়া কাউন্সিলররা যেন ঝামেলা না করেন । সেদিকে লক্ষ্য রাখতে হবে । দলের সিদ্ধান্তকে চূড়ান্ত মর্যাদা দিতে হবে । ব্যক্তি বড় নয়, সবার উপরে দল । দলগতভাবে সকলকে কাজ করতে হবে ।"

Intro:কলকাতা, ২৪ জানুয়ারি: "যোগ্য মানুষকেই পুরসভার টিকিট দেওয়া হবে। প্রার্থী হওয়া নিয়ে দলের মধ্যে কোন ঝগড়া বরদাস্ত করা হবে না। " আজ তৃণমূল ভবনে দলের জেলা সভাপতি এবং পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করে ঠিক এভাবেই সতর্ক করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছেন, প্রার্থী বাছাই করা নিয়ে যাতে কোনও প্রকার স্বজন পোষণ না হয় তার জন্য আজকের বৈঠক থেকে দলীয় নেতাদের আগেভাগেই বার্তা দিয়ে রাখলেন তৃণমূল নেত্রী। পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন জেলা স্তরের পৌরসভা গুলির প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রেও সরাসরি হস্তক্ষেপ করবে শীর্ষ নেতৃত্ব।


Body:লোকসভা ভোট বিপর্যয়ের পরে তৃণমূলকে নির্বাচনী বৈতরণী পার করাতে মাঠে নেমে পড়েছেন পলিটিক্যাল স্ট্যাটোজিস্ট প্রশান্ত কিশোর। তার রণকৌশলে গত তিনটি বিধানসভা উপনির্বাচনে বড় জয় পেয়েছে তৃণমূল। তারপর থেকেই প্রশান্ত কিশোরের ওপর দলের শীর্ষ নেতৃত্ব নির্ভরতা বেড়েছে বহু গুণ বেশি। সামনের পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা থেকে শুরু করে খুঁটিনাটি বিষয় গুলিতে প্রশান্ত কিশোরের ভূমিকা থাকবে বলে আজ দলীয় বৈঠকে ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে যারা কাউন্সিলর রয়েছেন স্বচ্ছ ভাবমূর্তি না থাকলে তাদের প্রার্থী করা নাও হতে পারে বলে আজ বার্তা দিলেন তিনি। তবে প্রার্থী তালিকা নিয়ে অশান্তি হওয়ার বিষয়টিকে উড়িয়ে দিচ্ছে না তৃণমূল নেত্রী। তার মতে, বিজেপি চক্রান্ত করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করবে। বিজেপির পাতা ফাঁদে পা না দিতেও সতর্ক করেছেন তিনি। জেলা সভাপতি ও এবং পর্যবেক্ষকদের মমতা জানিয়ে নিদান দেন, টিকিট না পাওয়া কাউন্সিলরেরা যেন ঝামেলা না করেন। সেদিকে লক্ষ্য রাখতে হবে। দলের সিদ্ধান্তকে চূড়ান্ত মর্যাদা দিতে হবে। ব্যক্তি বড় নয়, সবার
ঊর্ধ্বে দল। দলগতভাবে সকলকে কাজ করতে হবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.