কলকাতা, 10 ডিসেম্বর: বিল নেই । তবুও নজিরবিহীনভাবে চলছে বিধানসভার অধিবেশন । বিধানসভায় চলতি শীতকালীন অধিবেশন আদৌও শেষ হবে আজ নাকি 12 তারিখ পর্যন্ত চলবে তা কেউই জানেন না।রাজ্যপাল স্বাক্ষর না করায় বিজনেস অ্যাডভাইজ়রি কমিটির মিটিংয়ে শাসক শিবির পেশ করতে পারেনি কোনও বিল । তবুও চলছে বিধানসভার অধিবেশন ।
বছরে 40 দিন বিধানসভার অধিবেশন করার লক্ষ্যমাত্রা পূরণের জন্যই রাজ্যের শাসক দল অধিবেশন চালিয়ে যাচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল । বিল না থাকায় দপ্তর বিশেষে আলোচনা পর্ব রাখা হচ্ছে । সেই মতো আজ ছিল পঞ্চায়েত স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা । যদিও গোটা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বিরোধী দলগুলি । তাঁদের বক্তব্য, বিল নেই । পেঁয়াজ-সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা নেই । ফলে গায়ের জোরে এই অধিবেশন টেনে নিয়ে যাওয়ার কোনও মানে নেই ।
রাজ্যপাল বিলে অনুমোদন না দিলেও শাসক দল অধিবেশন চালিয়ে যাওয়ার সংকল্প নিয়েছে বলেই খবর । বিধানসভার কক্ষে বিধায়কদের সংখ্যাও বেশ কমেছে । গতকালও হাতে গোনা কয়েকজন মাত্র বিধায়ক উপস্থিত ছিলেন বিধানসভায় । তবে রাজ্যপাল বিলে অনুমোদন না দিলেও বিধানসভা সচল রাখতে তৎপর শাসক দল ।