কলকাতা, 26 অগাস্ট: স্থায়ী, অস্থায়ী বা চুক্তিভিত্তিক যে কোনও দপ্তরের কর্মী নিয়োগের আগে নিতে হবে অর্থ দপ্তরের অনুমোদন ৷ নিয়ম বহির্ভূতভাবে সরকারি দপ্তরে নিয়োগ রুখতে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দপ্তর ৷
অভিযোগ, রাজ্যের পৌরসভাগুলো নিজেদের মর্জিমাফিক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে থাকে ৷ এবার এসব নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল নবান্নের অর্থ দপ্তর ৷ আজ অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এবার থেকে সরকারি দপ্তরগুলোতে স্থায়ী, অস্থায়ী বা চুক্তিভিত্তিক যে কোনও ধরনের কর্মী নিয়োগের আগে অর্থ দপ্তরের অনুমতি নিতে হবে ৷ তাই এবার থেকে এই নিয়মের গেরোয় পড়ে পৌরসভাগুলো আর কোনও নিয়োগ করতে পারবে না ৷ পৌরসভাগুলোকে সতর্ক করতেই আজ এই বিজ্ঞপ্তি জারি কার হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টমহল ৷
আরও পড়ুন: বছরে 8 লাখের কম আয় ? জেনেরাল ক্যাটেগরির জন্য আর্থিক সংরক্ষণ দিচ্ছে রাজ্য
বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যত পৌরসভাগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, উন্নয়নের টাকায় কর্মীদের বেতন দেওয়া যাবে না ৷ এমন কী পৌরসভার নিজস্ব আয়ের অর্থ দিয়ে বেতন দেওয়াও যাবে না কর্মীদের ৷ তারপরও নিয়ম বহির্ভূতভাবে পৌরসভাগুলো অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করলে পৌর এলাকার উন্নয়নের জন্য নির্দিষ্ট বরাদ্দ অর্থ বন্ধ করে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, দিন কয়েক আগেই হাওড়া জেলার প্রসাশনিক মূল্যায়ন বৈঠকে এই ধরনের নিয়োগ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর ক্ষোভপ্রকাশের পরেই এবারে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে নিয়োগে ক্ষেত্রে রাশ টানার চেষ্টা করল ৷