ETV Bharat / city

নারদ মামলায় চার্জশিট পেশে বিধানসভার অধ্যক্ষকে অনুমতির আর্জি দেয়নি সিবিআই, জানালো রাজ্য

সিবিআই এর তরফে জানানো হয়েছে নারদ মামলা তদন্তে চার্জশিট জমা দিতে না পারার কারণ লোকসভা স্পিকার ও বিধানসভার স্পিকারের অনুমতি মেলেনি। তবে, সিবিআইয়ের সেই দাবি উড়িয়ে দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী । সেই মামলার শুনানিতে রাজ্যের তরফে এই বক্তব্য জানানো হয়।

No application submitted by cbi to speaker of assembly on narad case charge sheet
নিরুদা মামলার চার্জশিট পেশে দেরি নিয়ে শুনানি হাইকোর্টে
author img

By

Published : Jan 5, 2021, 3:21 PM IST

কলকাতা, 5 জানুয়ারি: নারদ তদন্তের চার্জশিট জমা দিতে প্রয়োজন বিধানসভা অধ্যক্ষের অনুমতি। সেই অনুমতির আর্জিই জানায়নি সিবিআই । নারদকাণ্ডে চার্জশিট পেশে দেরি নিয়ে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে এমনটাই জানালেন রাজ্য অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার।

প্রসঙ্গত, সিবিআই এর তরফে জানানো হয়েছে নারদ মামলা তদন্তে চার্জশিট জমা দিতে না পারার কারণ লোকসভা স্পিকার ও বিধানসভার স্পিকারের অনুমতি মেলেনি। তবে, সিবিআইয়ের সেই দাবি উড়িয়ে দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী । সেই মামলার শুনানিতে রাজ্যের তরফে এই বক্তব্য জানানো হয়।

প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আজ মামলার শুনানিতে মামলাকারী তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন ,"স্পিকারের কোনও অনুমতি না নিয়েই এই ধরনের মামলার ক্ষেত্রে চার্জশিট জমা দিতে পারে সিবিআই।" যদিও সিবিআইয়ের তরফের আইনজীবী চান্দ্রেয়ী আলম জানান ,"আইন অনুযায়ী এই অনুমতি প্রয়োজন। তখন রাজ্যের তরফে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার জানান ,"অনুমতির প্রশ্ন পরে, অনুমতি চাওয়া হয়নি সিবিআই এর তরফ ।" তখন প্রধান বিচারপতি সিবিআইকে দু'সপ্তাহ সময় দেন। পুরো বিষয়টি দু'সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।


প্রসঙ্গত, গত 24 নভেম্বর স্পিকারের অনুমতি ছাড়াই নারদ মামলায় চার্জশিট পেশ করুক সিবিআই আরজি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয় । মামলা করেন অমিতাভ চক্রবর্তী নামে এক প্রাক্তন কংগ্রেস নেতা। অমিতাভবাবুর বক্তব্য হচ্ছে যেহেতু হাইকোর্টের নির্দেশে এই মামলায় তদন্ত চলছে। চার্জশিট পেশ করার জন্য স্পিকারের অনুমতির কি আদৌ প্রয়োজন আছে? আদালত সিবিআইকে নির্দেশ দিক অবিলম্বে এই মামলার চার্জশিট পেশ করতে।

হাইকোর্টের নির্দেশে নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করার জন্য আমেরিকার অ্যাপেল কোম্পানিতে পাঠিয়েছে সিবিআই 2018 সালের মাঝামাঝি। পাশাপাশি ভয়েস টেস্টের জন্য পাঠানো হয়েছে গুজরাতের গান্ধিনগরে। তবে, সেই সমস্ত রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি। পাশাপাশি লোকসভার সাংসদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা গ্রহণের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিল। কিন্তু সিবিআই আইনজীবী সূত্রে জানা যাচ্ছে, সেই অনুমতি তারা এখনও পায়নি। অমিতাভ বাবুর বক্তব্য হাইকোর্টের নির্দেশে যখন এই মামলার তদন্ত চলছে তখন হাইকোর্টে সিবিআই চার্জশিট পেশ করার নির্দেশ দিক স্পিকারের অনুমতির অপেক্ষা না করে।

প্রসঙ্গত নারদ স্টিং অপারেশনে রাজ্যের বর্তমান শাসক দলের একাধিক নেতা-নেত্রীকে টাকা নিতে দেখা গেছিল। বিধানসভা ভোটের আগে সিবিআই যদি এই সমস্ত নেতা-নেত্রীদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে তাহলে সমস্যায় পড়বেন অনেকেই।

কলকাতা, 5 জানুয়ারি: নারদ তদন্তের চার্জশিট জমা দিতে প্রয়োজন বিধানসভা অধ্যক্ষের অনুমতি। সেই অনুমতির আর্জিই জানায়নি সিবিআই । নারদকাণ্ডে চার্জশিট পেশে দেরি নিয়ে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে এমনটাই জানালেন রাজ্য অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার।

প্রসঙ্গত, সিবিআই এর তরফে জানানো হয়েছে নারদ মামলা তদন্তে চার্জশিট জমা দিতে না পারার কারণ লোকসভা স্পিকার ও বিধানসভার স্পিকারের অনুমতি মেলেনি। তবে, সিবিআইয়ের সেই দাবি উড়িয়ে দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী । সেই মামলার শুনানিতে রাজ্যের তরফে এই বক্তব্য জানানো হয়।

প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আজ মামলার শুনানিতে মামলাকারী তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন ,"স্পিকারের কোনও অনুমতি না নিয়েই এই ধরনের মামলার ক্ষেত্রে চার্জশিট জমা দিতে পারে সিবিআই।" যদিও সিবিআইয়ের তরফের আইনজীবী চান্দ্রেয়ী আলম জানান ,"আইন অনুযায়ী এই অনুমতি প্রয়োজন। তখন রাজ্যের তরফে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার জানান ,"অনুমতির প্রশ্ন পরে, অনুমতি চাওয়া হয়নি সিবিআই এর তরফ ।" তখন প্রধান বিচারপতি সিবিআইকে দু'সপ্তাহ সময় দেন। পুরো বিষয়টি দু'সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।


প্রসঙ্গত, গত 24 নভেম্বর স্পিকারের অনুমতি ছাড়াই নারদ মামলায় চার্জশিট পেশ করুক সিবিআই আরজি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয় । মামলা করেন অমিতাভ চক্রবর্তী নামে এক প্রাক্তন কংগ্রেস নেতা। অমিতাভবাবুর বক্তব্য হচ্ছে যেহেতু হাইকোর্টের নির্দেশে এই মামলায় তদন্ত চলছে। চার্জশিট পেশ করার জন্য স্পিকারের অনুমতির কি আদৌ প্রয়োজন আছে? আদালত সিবিআইকে নির্দেশ দিক অবিলম্বে এই মামলার চার্জশিট পেশ করতে।

হাইকোর্টের নির্দেশে নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করার জন্য আমেরিকার অ্যাপেল কোম্পানিতে পাঠিয়েছে সিবিআই 2018 সালের মাঝামাঝি। পাশাপাশি ভয়েস টেস্টের জন্য পাঠানো হয়েছে গুজরাতের গান্ধিনগরে। তবে, সেই সমস্ত রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি। পাশাপাশি লোকসভার সাংসদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা গ্রহণের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিল। কিন্তু সিবিআই আইনজীবী সূত্রে জানা যাচ্ছে, সেই অনুমতি তারা এখনও পায়নি। অমিতাভ বাবুর বক্তব্য হাইকোর্টের নির্দেশে যখন এই মামলার তদন্ত চলছে তখন হাইকোর্টে সিবিআই চার্জশিট পেশ করার নির্দেশ দিক স্পিকারের অনুমতির অপেক্ষা না করে।

প্রসঙ্গত নারদ স্টিং অপারেশনে রাজ্যের বর্তমান শাসক দলের একাধিক নেতা-নেত্রীকে টাকা নিতে দেখা গেছিল। বিধানসভা ভোটের আগে সিবিআই যদি এই সমস্ত নেতা-নেত্রীদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে তাহলে সমস্যায় পড়বেন অনেকেই।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.