কলকাতা, 21 এপ্রিল : রাজধানী এক্সপ্রেসকে পণবন্দি করার ঘটনায় গ্রেফতার হলেও প্রবীর মাহাত খুনের মামলায় 12 মে পর্যন্ত বাড়ানো হল ছত্রধর মাহাতর অন্তর্বর্তী সুরক্ষা ৷ নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণ ও বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের ৷
উল্লেখ্য, জঙ্গলমহলের ভোট মিটে যাওয়ার পরই 29 মার্চ রাতে, রাজধানী এক্সপ্রেসকে পণবন্দি করার ঘটনায় ছত্রধর মাহাতকে গ্রেফতার করে এনআইএ ৷ তাদের যুক্তি ছিল, রাজধানী এক্সপ্রেসকে যেভাবে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল, তা পণবন্দি করে রাখারই সমান ৷ এই ব্যাপারে তাই ছত্রধরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে ৷
যদিও ছত্রধরের এই গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই অভিযোগ তাঁর আইনজীবীর ৷ বুধবার ছত্রধরের আইনজীবী দেবাশিস রায় আদালতের সামনে এই অভিযোগ তুলে ধরেন ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এদিন মামলার শুনানি চলাকালীন তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ থাকার সত্বেও 12 বছর আগের একটি ঘটনায় তাঁর মক্কেলকে গ্রেফতার করা হল ৷
সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি জানান, ছত্রধরকে গ্রেফতার করা হয়েছে রাজধানী এক্সপ্রেস সংক্রান্ত মামলায় ৷ প্রবীর মাহাত খুনের মামলায় নয় ৷ এই ব্যাপারে আদালতের কিছু করার নেই ৷ কিন্তু সিপিএম নেতা প্রবীর মাহাত খুনের মামলায় আপাতত তাঁকে গ্রেপ্তার করা চলবে না ৷ 12 মে পর্যন্ত এই রক্ষাকবচ থাকবে ছত্রধরের ৷ ওইদিনই ফের ওই মামলার শুনানি হবে ৷
আরও পড়ুন : ছত্রধর মাহাত কাণ্ডে রাজ্য পুলিশকে চিঠি দিচ্ছে এনআইএ
প্রসঙ্গত, জঙ্গল মহলের নেতা ছত্রধর মাহাতর বিরুদ্ধে অভিযোগ ছিল 2009 সালে বাঁশপাহাড়িতে রাজধানী এক্সপ্রেসকে পণবন্দি করার ৷ পাশাপাশি, ঝাড়গ্রামে সিপিএম নেতা প্রবীর মাহাতকে খুনের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে ৷ এই দু’টি মামলায় গত বছরের 30 মার্চ এনআইএ তদন্তের নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ সঙ্গে সঙ্গে ছত্রধর মাহাত আগাম জামিনের আবেদন করেন এনআইএ-র বিশেষ আদালতে ৷ বিশেষ আদালত তাঁকে গ্রেফতার না করার নির্দেশ দেয় ৷
এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানায় এনআইএ ৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তার নির্দেশে জানায়, সপ্তাহে তিনদিন এনআইএ-র সটলেকের অফিসে গিয়ে হাজিরা দিতে হবে ছত্রধরকে ৷ কিন্তু এনআইএ তাঁকে গ্রেফতার করতে পারবে না ৷ তারপরও এনআইএ তাঁকে গ্রেফতার করে গত 29 মার্চ রাতে ৷ এনআইএর বক্তব্য ছিল, হাইকোর্ট যে রক্ষাকবচ ছত্রধরকে দিয়েছিল, সেটা প্রবীর মাহাত খুনের মামলায় ৷ রাজধানী এক্সপ্রেসকে পণবন্দি করার মামলায় নয় ৷