ETV Bharat / city

Covid19 New Variant : রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ

author img

By

Published : Jun 25, 2022, 1:41 PM IST

রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওমিক্রনের মতোই নয়া এই ভ্যারিয়েন্ট (New Variant Of Corona in WB)।

Covid19 New Variant
রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ

কলকাতা, 25 জুন : রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওমিক্রনের মতোই সংক্রামক নয়া এই ভ্যারিয়েন্ট । যদিও কোনও নামকরণ করা হয়নি করোনার এই প্রজাতির। আগামী সপ্তাহে নামকরণ করা হতে পারে করোনার নতুন ভ্যারিয়েন্ট (Covid-19 New Variant) ।

এক নয়, রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত বেশ কয়েকজনের হদিশ মিলেছে ৷ ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিক্সের তরফ থেকে স্বাস্থ্য দফতরকে এমনটাই জানানো হয়েছে । ওমিক্রনের মতোই এই সমক্রামক নয়া ভ্যারিয়েন্ট (New Variant Of Corona in WB) ৷

তবে স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকলেও অসুস্থ হওয়া বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা কম থাকছে । ক্রমেই রাজ্যজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ । রাজ্যের করোনা গ্রাফের তালিকায় শীর্ষে কলকাতা । ইতিমধ্যেই মেডিক্যাল কলেজের 4 পড়ুয়া করোনা আক্রান্ত হয়ে ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতালে । আরও বেশকিছু পড়ুয়ার মধ্যে দেখা গিয়ে উপসর্গ । বর্তমানে তারা হোস্টেলে হোম আইসোলেশনে আছেন । এছাড়াও রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দু’জনের । করোনার গ্রাফ ক্রমেই চিন্তা ধরাচ্ছে । চিকিৎসকদের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের উপর জোরও দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : দৈনিক সংক্রমণ কমে প্রায় 16 হাজার, মৃত 20

কলকাতা, 25 জুন : রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওমিক্রনের মতোই সংক্রামক নয়া এই ভ্যারিয়েন্ট । যদিও কোনও নামকরণ করা হয়নি করোনার এই প্রজাতির। আগামী সপ্তাহে নামকরণ করা হতে পারে করোনার নতুন ভ্যারিয়েন্ট (Covid-19 New Variant) ।

এক নয়, রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত বেশ কয়েকজনের হদিশ মিলেছে ৷ ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিক্সের তরফ থেকে স্বাস্থ্য দফতরকে এমনটাই জানানো হয়েছে । ওমিক্রনের মতোই এই সমক্রামক নয়া ভ্যারিয়েন্ট (New Variant Of Corona in WB) ৷

তবে স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকলেও অসুস্থ হওয়া বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা কম থাকছে । ক্রমেই রাজ্যজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ । রাজ্যের করোনা গ্রাফের তালিকায় শীর্ষে কলকাতা । ইতিমধ্যেই মেডিক্যাল কলেজের 4 পড়ুয়া করোনা আক্রান্ত হয়ে ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতালে । আরও বেশকিছু পড়ুয়ার মধ্যে দেখা গিয়ে উপসর্গ । বর্তমানে তারা হোস্টেলে হোম আইসোলেশনে আছেন । এছাড়াও রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দু’জনের । করোনার গ্রাফ ক্রমেই চিন্তা ধরাচ্ছে । চিকিৎসকদের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের উপর জোরও দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : দৈনিক সংক্রমণ কমে প্রায় 16 হাজার, মৃত 20

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.