কলকাতা, 13 মার্চ : শহরের রাস্তায় নামতে চলেছে প্রথম বেসরকারি AC বাস । দীর্ঘদিনের পরিকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতার পথে আগামী মাসেই চালু হতে পারে প্রথম বেসরকারি AC বাস পরিষেবা । 15 নম্বর সরকারি বাসস্ট্যান্ড ছাড়া হবে এই বেসরকারি AC বাস । হাড়কোর মোড় থেকে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি হয়ে সাপুরজি পর্যন্ত এই বাস চলবে ।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বিশ্ব বাংলা AC বাস পরিষেবার সভাপতি টিটু সাহা বলেন, "প্রথম পর্যায়ে 15টি AC বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । অনান্য সরকারি AC বাসের যা ভাড়া সেই ভাড়া ধার্য করা হয়েছে ।"
বেসরকারি AC বাস পরিষেবার ক্ষেত্রে পরিবহন সচিব নারায়ণ সউক নিগম বলেন, "যাত্রীদের মধ্যে চাহিদা ছিল বলেই বেসরকারি AC বাসের পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরিকল্পনা চলছিল দীর্ঘ দিন ধরেই, কিন্তু বিভিন্ন নিয়ম মেনে এবার বাস্তবায়িত হতে চলেছে ।"
একদিকে যেমন হাডকোর মোড় থেকে নিউটাউনের দিকে যেতে পর্যাপ্ত বাস নেই । তেমনি অপর দিকে অটো থাকলেও ভাড়া অত্যাধিক । সাপুরজি পর্যন্ত অটোও নেই । সাধারণ মানুষের চাহিদার দিকে লক্ষ্য করেই চালু হতে চলেছে 15 টি বেসরকারি AC বাস, জানালেন নারায়ণবাবু ।