ETV Bharat / city

Firecracker : বাজি বন্ধের দাবি জানিয়ে ফের কলকাতা হাইকোর্টে মামলা

author img

By

Published : Nov 2, 2021, 1:06 PM IST

পরিবেশ বান্ধব বাজি ব্যবহারে ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ কিন্তু ফের বাজি বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মামলাকারী ৷ আগামিকাল শুনানি ৷

new petition filed in calcutta hc to impose ban on firecracker
Firecracker : বাজি বন্ধের দাবি জানিয়ে ফের কলকাতা হাইকোর্টে মামলা

কলকাতা, 2 নভেম্বর : এবার দীপাবলি-সহ বছরের অন্য উৎসবগুলিতে কি বাজির ব্যবহার করা যাবে ? এই প্রশ্নের উত্তর আইনের আবর্তে ঘুরেই চলেছে ৷ এই নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মামলাকারী ৷

মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীর আর্জি, হাসপাতালের কাছে বা লোকালয়ের কাছে বাজি ফাটানো যাবে না । পাশাপাশি পেসো বা পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশনের ট্যাগ ছাড়া বাজি বিক্রি করা যাবে না ।

আরও পড়ুন : Supreme Court : হাইকোর্টের রায় খারিজ, পরিবেশ বান্ধব বাজিতে ছাড় সুপ্রিম কোর্টের

এখানে উল্লেখ করা প্রয়োজন যে আসন্ন কালীপুজো , দীপাবলি, জগদ্ধাত্রী পুজো থেকে সমস্ত উৎসবে গত 29 অক্টোবর কলকাতা হাইকোর্ট সব ধরনের বাজি ফাটানো বন্ধ করার নির্দেশ দিয়েছিল । কিন্তু সেই নির্দেশ গতকাল, সোমবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট । পরিবেশ বান্ধব বাজি ব্যবহারে অনুমতি দেয় শীর্ষ আদালত ৷

তবে বিষয়টি খতিয়ে দেখা, পরিকাঠামোগত সমস্যা ও অন্যান্য বিষয় নিয়ে প্রয়োজনে কলকাতা হাইকোর্টে আবেদন করা যাবে বলে নির্দেশে জানিয়েছিল সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্টের এই নির্দেশের কথা জানিয়ে আজ মামলাটি দ্রুত শুনানির আর্জি নিয়ে মামলাকারীর আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । ডিভিশন বেঞ্চ মামলাটি আগামীকাল শুনবে বলে জানিয়েছে ।

আরও পড়ুন : Green Firecracker : বাজি নিয়ে সুপ্রিম-রায়ে খুশি ব্যবসায়ীরা, উদ্বিগ্ন পরিবেশবিদরা

সুপ্রিম কোর্ট গতকাল নির্দেশে জানায়, পরিবেশ বান্ধব বাজি ফাটানো যাবে এবং তা অমান্য হলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে । যদিও এই নিয়ে রায় দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের যুক্তি ছিল, পরিবেশ বান্ধব বাজি ফাটানোয় ছাড়পত্র দেওয়া মানে সেই ফাঁক গলে সব ধরনের বাজি ফাটবে । কারণ, কোন বাজি পরিবেশ বান্ধব আর কোন বাজি পরিবেশ বান্ধব নয়, তা খতিয়ে দেখার মতো মেকানিজম এই রাজ্য পুলিশ-প্রশাসনের হাতে পর্যাপ্ত মাত্রায় নেই ।

পাশাপাশি করোনা পরিস্থিতি সঙ্গে সঙ্গে বহু মানুষের নানারকম বয়সজনিত সমস্যা থাকে, শ্বাসকষ্টের সমস্যা থাকে, অ্যাজমার সমস্যা থাকে ৷ সেই সমস্ত লোকজনের পক্ষে যে কোনও ধরনের বাজির ধোঁয়া প্রাণঘাতী হতে পারে ।

আরও পড়ুন : #BringBackCycle : আতশবাজি নয়, আলোয় সেজে উঠুক শহর ; তিলোত্তমাবাসীকে বার্তা দিলেন ভিন রাজ্যের সাইক্লিস্টরা

তাছাড়া সামগ্রিক পরিবেশের কথা মাথায় রেখেই সব ধরনের বাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য পর্যবেক্ষণে জানিয়েছিলেন ব্যবসার থেকে জীবন আগে ।

কিন্তু কলকাতা হাইকোর্ট যখন এই রায় দেয়, তখনও সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসেনি ৷ পরে সুপ্রিম কোর্ট পরিবেশ বান্ধব বাজি ব্যবহারের পক্ষে রায় দেয় ৷ সেই রায়ের প্রতিফলন গতকালের নির্দেশেও ছিল ৷ এবার দেখার কলকাতা হাইকোর্ট এই নিয়ে কী নির্দেশ দেয় ৷

আরও পড়ুন : Firecrackers Ban : কালীপুজো ও দীপাবলীতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, 2 নভেম্বর : এবার দীপাবলি-সহ বছরের অন্য উৎসবগুলিতে কি বাজির ব্যবহার করা যাবে ? এই প্রশ্নের উত্তর আইনের আবর্তে ঘুরেই চলেছে ৷ এই নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মামলাকারী ৷

মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীর আর্জি, হাসপাতালের কাছে বা লোকালয়ের কাছে বাজি ফাটানো যাবে না । পাশাপাশি পেসো বা পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশনের ট্যাগ ছাড়া বাজি বিক্রি করা যাবে না ।

আরও পড়ুন : Supreme Court : হাইকোর্টের রায় খারিজ, পরিবেশ বান্ধব বাজিতে ছাড় সুপ্রিম কোর্টের

এখানে উল্লেখ করা প্রয়োজন যে আসন্ন কালীপুজো , দীপাবলি, জগদ্ধাত্রী পুজো থেকে সমস্ত উৎসবে গত 29 অক্টোবর কলকাতা হাইকোর্ট সব ধরনের বাজি ফাটানো বন্ধ করার নির্দেশ দিয়েছিল । কিন্তু সেই নির্দেশ গতকাল, সোমবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট । পরিবেশ বান্ধব বাজি ব্যবহারে অনুমতি দেয় শীর্ষ আদালত ৷

তবে বিষয়টি খতিয়ে দেখা, পরিকাঠামোগত সমস্যা ও অন্যান্য বিষয় নিয়ে প্রয়োজনে কলকাতা হাইকোর্টে আবেদন করা যাবে বলে নির্দেশে জানিয়েছিল সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্টের এই নির্দেশের কথা জানিয়ে আজ মামলাটি দ্রুত শুনানির আর্জি নিয়ে মামলাকারীর আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । ডিভিশন বেঞ্চ মামলাটি আগামীকাল শুনবে বলে জানিয়েছে ।

আরও পড়ুন : Green Firecracker : বাজি নিয়ে সুপ্রিম-রায়ে খুশি ব্যবসায়ীরা, উদ্বিগ্ন পরিবেশবিদরা

সুপ্রিম কোর্ট গতকাল নির্দেশে জানায়, পরিবেশ বান্ধব বাজি ফাটানো যাবে এবং তা অমান্য হলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে । যদিও এই নিয়ে রায় দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের যুক্তি ছিল, পরিবেশ বান্ধব বাজি ফাটানোয় ছাড়পত্র দেওয়া মানে সেই ফাঁক গলে সব ধরনের বাজি ফাটবে । কারণ, কোন বাজি পরিবেশ বান্ধব আর কোন বাজি পরিবেশ বান্ধব নয়, তা খতিয়ে দেখার মতো মেকানিজম এই রাজ্য পুলিশ-প্রশাসনের হাতে পর্যাপ্ত মাত্রায় নেই ।

পাশাপাশি করোনা পরিস্থিতি সঙ্গে সঙ্গে বহু মানুষের নানারকম বয়সজনিত সমস্যা থাকে, শ্বাসকষ্টের সমস্যা থাকে, অ্যাজমার সমস্যা থাকে ৷ সেই সমস্ত লোকজনের পক্ষে যে কোনও ধরনের বাজির ধোঁয়া প্রাণঘাতী হতে পারে ।

আরও পড়ুন : #BringBackCycle : আতশবাজি নয়, আলোয় সেজে উঠুক শহর ; তিলোত্তমাবাসীকে বার্তা দিলেন ভিন রাজ্যের সাইক্লিস্টরা

তাছাড়া সামগ্রিক পরিবেশের কথা মাথায় রেখেই সব ধরনের বাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য পর্যবেক্ষণে জানিয়েছিলেন ব্যবসার থেকে জীবন আগে ।

কিন্তু কলকাতা হাইকোর্ট যখন এই রায় দেয়, তখনও সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসেনি ৷ পরে সুপ্রিম কোর্ট পরিবেশ বান্ধব বাজি ব্যবহারের পক্ষে রায় দেয় ৷ সেই রায়ের প্রতিফলন গতকালের নির্দেশেও ছিল ৷ এবার দেখার কলকাতা হাইকোর্ট এই নিয়ে কী নির্দেশ দেয় ৷

আরও পড়ুন : Firecrackers Ban : কালীপুজো ও দীপাবলীতে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.