কলকাতা, 20 জুন: কলকাতা মেট্রোর (Kolkata Metro Railway) উত্তর-দক্ষিণ রুটের বিভিন্ন স্টেশনে বেশ কিছু সংস্কারের কাজ চলছে ৷ তারই আওতায় গিরিশ পার্ক (Girish Park Metro Station) মেট্রো স্টেশনে বসানো হয়েছে নতুন এসকেলেটর (Escalator) ৷ পুরনো এসকেলেটরের জায়গাতেই এটি বসানো হয়েছে ৷ কর্তৃপক্ষের দাবি, এই চলমান সিঁড়িটি আগের তুলনায় অনেক বেশি নিরাপদ ৷
মেট্রোর পক্ষ থেকে আধিকারিকরা জানিয়েছেন, যে এসকেলেটরগুলির বয়স 30 বছর বা তার থেকেও বেশি, ধাপে ধাপে সেগুলিকেই বদল করা হচ্ছে ৷ ওটিস (Otis) নামে একটি সংস্থাকে এই কাজের বরাত দেওয়া হয়েছে ৷ তারাই নতুন এসকেলেটরগুলি তৈরি করছে ৷
আরও পড়ুন: ICF Medha Rake: মেট্রোর নর্থ-সাউথ করিডরে যাত্রী পরিষেবায় আরও এক ‘মেধা রেক’
মেট্রো কর্তৃপক্ষের দাবি, নতুন এসকেলেটরগুলি তৈরি করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ৷ এগুলি চালাতে প্রায় 50 শতাংশ বিদ্যুতের সাশ্রয় হবে ৷ ফলে খরচ অনেকটাই কমবে ৷ এই চলমান সিঁড়ির ধাপগুলি তুলনায় অনেক বেশি চওড়া ৷ তাই শিশু ও প্রবীণদের বাড়তি সুবিধা হবে ৷