ETV Bharat / city

New Chancellor Bill : বিধানসভায় পাস মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিল - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল ৷ কিন্তু এবার আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসাতে বিল পাস হল বিধানসভায় (New Chancellor Bill Passed In Bengal Assembly) ৷ এই বিল আইনে পরিণত হলে আচার্য হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Bengal CM Mamata Banerjee) ৷

New Chancellor Bill Passed In Bengal Assembly
New Chancellor Bill : বিধানসভায় পাস মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিল
author img

By

Published : Jun 13, 2022, 8:25 PM IST

কলকাতা, 13 জুন : পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালগুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসাতে বিল পাস হল বিধানসভায় (New Chancellor Bill Passed In Bengal Assembly) ৷ সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনই এই বিল পাস হয় ৷ এদিন বিল নিয়ে বিধানসভার অধিবেশনে আলোচনাও হয় ৷

সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল ৷ পদাধিকার বলে এখন ওই পদে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ কিন্তু এই বিল যদি আইনে পরিণত হয়, তাহলে আচার্য হবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Bengal CM Mamata Banerjee) ৷ এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷

যদিও এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও (Education Minister Bratya Basu) বিতর্কের জবাব দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘কেশরী নাথ ত্রিপাঠী রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও আমরা আনিনি ৷ কিন্তু এখন আনছি কেন, সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন । যিনি আমাদের রাজ্যপাল হলেন, তিনি সাংবিধানিক পদে বসেও প্রশ্ন রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন ।’’

কিন্তু বিধানসভায় বিল পাস হলেও সেই বিল কি আইনে পরিণত হবে ? এই প্রশ্ন থেকেই যাচ্ছে৷ কারণ, রাজ্যপাল সই না করলে এই বিল আইনে পরিণত হবে না ৷ যদিও ব্রাত্য বসুর বক্তব্য, রাজ্যপাল সই না করলে বিল পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে ৷

বিধানসভায় পাস মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিল

এদিন শাসক দলের তরফে পার্থ চট্টোপাধ্যায়, রফিকুল মণ্ডল, পার্থ ভৌমিক, মানিক ভট্টাচার্য বিধানসভায় এই বিল নিয়ে আলোচনায় অংশ নেন ৷ অন্যদিকে বিজেপির তরফে আলোচনায় অংশ নেন বিশ্বনাথ কারক, বিশাল লামা, অম্বিকা রায়, অগ্নিমিত্রা পাল, সুমন কাঞ্জিলাল, বিষ্ণুপ্রসাদ শর্মা ৷

আরও পড়ুন : Bill to make CM chancellor: সংঘাত নয়, দায়িত্ব কমাতেই রাজ্যপালের পরিবর্তে আচার্য মমতা !

কলকাতা, 13 জুন : পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালগুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসাতে বিল পাস হল বিধানসভায় (New Chancellor Bill Passed In Bengal Assembly) ৷ সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনই এই বিল পাস হয় ৷ এদিন বিল নিয়ে বিধানসভার অধিবেশনে আলোচনাও হয় ৷

সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল ৷ পদাধিকার বলে এখন ওই পদে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ কিন্তু এই বিল যদি আইনে পরিণত হয়, তাহলে আচার্য হবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Bengal CM Mamata Banerjee) ৷ এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷

যদিও এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও (Education Minister Bratya Basu) বিতর্কের জবাব দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘কেশরী নাথ ত্রিপাঠী রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও আমরা আনিনি ৷ কিন্তু এখন আনছি কেন, সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন । যিনি আমাদের রাজ্যপাল হলেন, তিনি সাংবিধানিক পদে বসেও প্রশ্ন রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন ।’’

কিন্তু বিধানসভায় বিল পাস হলেও সেই বিল কি আইনে পরিণত হবে ? এই প্রশ্ন থেকেই যাচ্ছে৷ কারণ, রাজ্যপাল সই না করলে এই বিল আইনে পরিণত হবে না ৷ যদিও ব্রাত্য বসুর বক্তব্য, রাজ্যপাল সই না করলে বিল পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে ৷

বিধানসভায় পাস মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিল

এদিন শাসক দলের তরফে পার্থ চট্টোপাধ্যায়, রফিকুল মণ্ডল, পার্থ ভৌমিক, মানিক ভট্টাচার্য বিধানসভায় এই বিল নিয়ে আলোচনায় অংশ নেন ৷ অন্যদিকে বিজেপির তরফে আলোচনায় অংশ নেন বিশ্বনাথ কারক, বিশাল লামা, অম্বিকা রায়, অগ্নিমিত্রা পাল, সুমন কাঞ্জিলাল, বিষ্ণুপ্রসাদ শর্মা ৷

আরও পড়ুন : Bill to make CM chancellor: সংঘাত নয়, দায়িত্ব কমাতেই রাজ্যপালের পরিবর্তে আচার্য মমতা !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.