কলকাতা, 9 জুন : আনলকের প্রথম দফায় খুলছে শপিং মল ৷ তবে, শিথিল হয়নি লকডাউনের নিয়মকানুন ৷ বরং তা মেনে চলা হচ্ছে কঠোরভাবে ৷ পরিসংখ্যান বলছে শপিংমলে ক্রেতার থেকে উইন্ডোশপারের সংখ্যা বেশি ৷ আর এই সব লোকেদের মলে প্রবেশ করা থেকে আটকাতে তৎপর নরেন্দ্রপুরের একটি শপিং মল কর্তৃপক্ষের । নরেন্দ্রপুরের ওই মলটিতে প্রবেশ করতে হলেই কাটতে হচ্ছে এন্ট্রি কুপন ৷ 100 টাকার কুপন কাটার পরই মিলছে প্রবেশের সুযোগ ৷ মূলত, ভিড় এড়াতেই এই বিশেষ উদ্যোগ ৷ যদিও , কোনও কিছু কেনার পর ওই টাকা বাদ দেওয়া হচ্ছে । পাশাপাশি মলের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নজর দেওয়া হচ্ছে ৷
প্রবেশ করার নিয়ম ছাড়াও বিশেষভাবে নজর রাখা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ৷ প্রবেশ করানোর আগে খদ্দের ও তাঁদের গাড়িগুলিকে স্যানিটাইজ় করা হচ্ছে ৷ মলের গেটে থার্মাল গ্যান দিয়ে মাপা হচ্ছে তাপমাত্রা । লিফটে তিনজনের বেশি উঠতে দেওয়া হচ্ছে না । মলের সর্বত্র সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে ৷ ক্রেতাদের এই ব্যাপারে সর্তক করতে লাগানো হচ্ছে প্রয়োজনীয় পোস্টার । এসকেলেটরে ওঠার সময় সকলে যাতে দূরত্ব বজায় রাখেন তার জন্য নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দেওয়া হয়েছে হলুদ সিম্বল । প্রতিনিয়ত স্যানিটাইজ করা হচ্ছে সর্বত্র । মলের কর্মীদের নিয়মিত কো-ভিড টেস্ট করা হচ্ছে । সবদিক থেকে শারীরিকভাবে সুস্থ কর্মীদের হাতে পরানো হচ্ছে সবুজ ব্যান্ড ।