ETV Bharat / city

নভেম্বরে তিন বার পশ্চিমবঙ্গ সফরে প্রধানমন্ত্রী - sekh hasina

নভেম্বর মাসে তিনবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী । খবর BJP সূত্রে। ৫ নভেম্বর পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে, ১১ নভেম্বর শান্তিনিকেতন বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে ও 22 নভেম্বর কলকাতায় ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মোদির ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Oct 25, 2019, 9:16 AM IST

Updated : Oct 25, 2019, 9:21 AM IST

কলকাতা, ২৫ অক্টোবর : নভেম্বর মাসে তিনবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । BJP সূত্রে খবর এমনই ৷ তবে প্রধানমন্ত্রীর এই সফরের সঙ্গে কোনও রাজনৈতিক কর্মসূচি নেই বলেই শোনা যাচ্ছে ।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, আগামী ৫ নভেম্বর পোর্ট ট্রাস্টের সার্ধশতবর্ষের অনুষ্ঠান উপলক্ষ্যে তিনি কলকাতায় আসছেন । এরপর ১১ নভেম্বর শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসাবে উপস্থিত থাকবেন তিনি । ফের কলকাতায় প্রধানমন্ত্রীর আসার কথা ২২ নভেম্বর । ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা । ওইদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা রয়েছে ।

এবিষয়ে BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "এই রাজ্য সফর সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচির অংশ । শোনা যাচ্ছে, BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ।

কলকাতা, ২৫ অক্টোবর : নভেম্বর মাসে তিনবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । BJP সূত্রে খবর এমনই ৷ তবে প্রধানমন্ত্রীর এই সফরের সঙ্গে কোনও রাজনৈতিক কর্মসূচি নেই বলেই শোনা যাচ্ছে ।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, আগামী ৫ নভেম্বর পোর্ট ট্রাস্টের সার্ধশতবর্ষের অনুষ্ঠান উপলক্ষ্যে তিনি কলকাতায় আসছেন । এরপর ১১ নভেম্বর শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসাবে উপস্থিত থাকবেন তিনি । ফের কলকাতায় প্রধানমন্ত্রীর আসার কথা ২২ নভেম্বর । ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা । ওইদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা রয়েছে ।

এবিষয়ে BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "এই রাজ্য সফর সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচির অংশ । শোনা যাচ্ছে, BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ।

Intro:24-10-19


সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: রাজ্যে আগামী মাসে তিন বার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য প্রধনমন্ত্রী এই সফরের সঙ্গে কোনও রাজনৈতিক কর্মসূচি নেই।



প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, আগামী ৫ নভেম্বর কলকাতা বন্দরে সার্ধশতবর্ষ অনুষ্ঠান উপলক্ষে তিনি কলকাতায় আসছেন। এর পর আগামী ১১ নভেম্বর শান্তিনিকেতনে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালের সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসাবে উপস্থিত থাকবে। আবার কলকাতায় প্রধানমন্ত্রীর আসার কথা ২২ নভেম্বর। ভারত- বাংলাদেশ ক্রিকেট টেস্ট ইডেন উদ্যানে টেস্ট ম্যাচের প্রথমদিনে প্রধনমন্ত্রীর উপস্থিত থাকার কথা। ওই দিন ইডেনে থাকার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



এই বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, " এটা সম্পূন প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচিতেই তার রাজ্য সফর। তবে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন"Body:কপিConclusion:
Last Updated : Oct 25, 2019, 9:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.