ETV Bharat / city

কৌশিক চন্দের বেঞ্চে নন্দীগ্রাম ভোটের মামলা, নিরপেক্ষতার প্রশ্নে তুলে আপত্তি তৃণমূলের

বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে নন্দীগ্রাম বিধানসভার ভোট গণনায় কারচুপির মামলা ৷ যা নিয়ে প্রবল আপত্তি তুলেছে তৃণমূলের আইনজীবী সেল ৷ তাঁদের দাবি একসময় বিচারপতি চন্দ বিজেপির সদস্য ছিলেন ৷ তাই তাঁর বেঞ্চে এই মামলা শুনানি হলে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যাবে ৷ এ নিয়ে টুইটারে কৌশিক চন্দের একটি ছবি পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷

author img

By

Published : Jun 18, 2021, 5:21 PM IST

Updated : Jun 19, 2021, 8:06 AM IST

nandigram election case tmc protest against the justice kaushik chanda on past bjp link
কৌশিক চন্দের বেঞ্চে নন্দীগ্রাম ভোটের মামলা, নিরপেক্ষতার প্রশ্নে তুলে আপত্তি তৃণমূলের

কলকাতা, 18 জুন : নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের গণনায় কারচুপির অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে মামলার শুনানি হবে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে ৷ যা আপাতত আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে ৷ কারণ প্রধান মামলাকারী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতে হাজির থাকতে বলা হয়েছে ৷ কিন্তু, সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায় ৷ এই মামলার বিচারপতি অশোক চন্দকে নিয়ে আপত্তি তুলেছে তৃণমূলের আইনজীবী সেল ৷ তাঁরা প্ল্যাকার্ড হাতে হাইকোর্টে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে শুরু করেন আজ ৷ আর এই বিক্ষোভের মূল কারণ, আইনজীবী থাকাকালীন বিজেপির একটি অনুষ্ঠানে দিলীপ ঘোষের সঙ্গে কৌশিক চন্দকে দেখা গিয়েছিল ৷ সোশ্যাল মিডিয়ায় তেমনি একটি ছবি প্রকাশ্যে এসেছে ৷

প্রসঙ্গত, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ৷ যেখানে বিচারপতি কৌশিক চন্দকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা যাচ্ছে ৷ সূত্রের খবর, সেটি বিজেপির কোনও এক অনুষ্ঠান ছিল ৷ ছবিটি টুইট করে কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, ‘‘বিচারপতি কৌশিক চন্দ বিজেপিদরদী । নন্দীগ্রাম মামলা তাঁর হাতে নিরপেক্ষ থাকবে কি? অনুরোধ, বিচারপতি চন্দ মামলাটি ছেড়ে দিন’’ ৷

  • বিচারপতি কৌশিক চন্দ বিজেপিদরদী। নন্দীগ্রাম মামলা তাঁর হাতে নিরপেক্ষ থাকবে কি? অনুরোধ, বিচারপতি চন্দ মামলাটি ছেড়ে দিন।@MamataOfficial @abhishekaitc @AITCofficial #nandigram pic.twitter.com/zvCHjWPI61

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) June 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে, শুধু কুণাল ঘোষ নন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা নেতা ডেরেক ও’ব্রায়েন দু’টি ছবি তাঁর টুইটারে শেয়ার করেছেন ৷ যেখানে 2012 সাল থেকে একাধিক মামলার তালিকা রয়েছে ৷ যে মামলাগুলি বিজেপি বনাম রাজ্য সরকার বা সরকারি কোনও প্রতিষ্ঠানের মধ্যে ৷ সেই সব মামলায় বিজেপির আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন কৌশিক চন্দ ৷ এমনকি ইমাম ভাতা নিয়ে বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে যে মামলা করেছিল ৷ সেই মামলায বিজেপির তরফে থাকা আইনজীবী এস কে কাপুরের জুনিয়র ছিলেন কৌশিক চন্দ ৷ তৃণমূলের দাবি, বর্তমানে কৌশিক চন্দ বিচারপতি হলেও, এক সময় তিনি বিজেপি ঘনিষ্ঠ ছিলেন ৷ এমনকি বিজেপির লিগাল সেলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন ৷ তাই এই পরিস্থিতিতে বিচারপতি চন্দের বেঞ্চে এই মামলার শুনানি হলে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে ৷

  • See what we found👇

    Matters where Justice Kaushik Chanda has appeared for the Bharatiya Janata Party before the Calcutta High Court.

    And now he has been assigned to hear the Nandigram election case.

    One big coincidence? pic.twitter.com/RGsHkb9Zw1

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) June 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : পিছিয়ে গেল নন্দীগ্রামে ভোট পুনর্গণনা সংক্রান্ত শুনানি

বিশেষ করে যখন মামলাটি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মধ্যে ৷ আর এখানেই প্রবল আপত্তি জানিয়েছে তৃণমূলের আইনজীবী সেল ৷ তাঁরা মামলাটি অন্য বেঞ্চে সরানোর দাবি জানিয়ে সরব হয়েছেন ৷

প্রসঙ্গত, এবারের নির্বাচনে পাখির চোখ ছিল নন্দীগ্রাম ৷ মমতা বনাম শুভেন্দু অধিকারী ৷ দুই হেভিওয়েট প্রার্থীর ভোট লড়াইয়ের অন্তিম পরিণতির দিকে তাকিয়েছিল গোটা দেশ ৷ 2 মে 17 রাউন্ড ভোটগণনার পর খবর আসে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ কিন্তু সন্ধ্যা নামতেই খবর আসে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে 1 হাজার 736 ভোটে হেরেছেন ৷ তারপর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর ৷

কলকাতা, 18 জুন : নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের গণনায় কারচুপির অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে মামলার শুনানি হবে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে ৷ যা আপাতত আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে ৷ কারণ প্রধান মামলাকারী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতে হাজির থাকতে বলা হয়েছে ৷ কিন্তু, সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায় ৷ এই মামলার বিচারপতি অশোক চন্দকে নিয়ে আপত্তি তুলেছে তৃণমূলের আইনজীবী সেল ৷ তাঁরা প্ল্যাকার্ড হাতে হাইকোর্টে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে শুরু করেন আজ ৷ আর এই বিক্ষোভের মূল কারণ, আইনজীবী থাকাকালীন বিজেপির একটি অনুষ্ঠানে দিলীপ ঘোষের সঙ্গে কৌশিক চন্দকে দেখা গিয়েছিল ৷ সোশ্যাল মিডিয়ায় তেমনি একটি ছবি প্রকাশ্যে এসেছে ৷

প্রসঙ্গত, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ৷ যেখানে বিচারপতি কৌশিক চন্দকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা যাচ্ছে ৷ সূত্রের খবর, সেটি বিজেপির কোনও এক অনুষ্ঠান ছিল ৷ ছবিটি টুইট করে কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, ‘‘বিচারপতি কৌশিক চন্দ বিজেপিদরদী । নন্দীগ্রাম মামলা তাঁর হাতে নিরপেক্ষ থাকবে কি? অনুরোধ, বিচারপতি চন্দ মামলাটি ছেড়ে দিন’’ ৷

  • বিচারপতি কৌশিক চন্দ বিজেপিদরদী। নন্দীগ্রাম মামলা তাঁর হাতে নিরপেক্ষ থাকবে কি? অনুরোধ, বিচারপতি চন্দ মামলাটি ছেড়ে দিন।@MamataOfficial @abhishekaitc @AITCofficial #nandigram pic.twitter.com/zvCHjWPI61

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) June 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে, শুধু কুণাল ঘোষ নন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা নেতা ডেরেক ও’ব্রায়েন দু’টি ছবি তাঁর টুইটারে শেয়ার করেছেন ৷ যেখানে 2012 সাল থেকে একাধিক মামলার তালিকা রয়েছে ৷ যে মামলাগুলি বিজেপি বনাম রাজ্য সরকার বা সরকারি কোনও প্রতিষ্ঠানের মধ্যে ৷ সেই সব মামলায় বিজেপির আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন কৌশিক চন্দ ৷ এমনকি ইমাম ভাতা নিয়ে বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে যে মামলা করেছিল ৷ সেই মামলায বিজেপির তরফে থাকা আইনজীবী এস কে কাপুরের জুনিয়র ছিলেন কৌশিক চন্দ ৷ তৃণমূলের দাবি, বর্তমানে কৌশিক চন্দ বিচারপতি হলেও, এক সময় তিনি বিজেপি ঘনিষ্ঠ ছিলেন ৷ এমনকি বিজেপির লিগাল সেলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন ৷ তাই এই পরিস্থিতিতে বিচারপতি চন্দের বেঞ্চে এই মামলার শুনানি হলে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে ৷

  • See what we found👇

    Matters where Justice Kaushik Chanda has appeared for the Bharatiya Janata Party before the Calcutta High Court.

    And now he has been assigned to hear the Nandigram election case.

    One big coincidence? pic.twitter.com/RGsHkb9Zw1

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) June 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : পিছিয়ে গেল নন্দীগ্রামে ভোট পুনর্গণনা সংক্রান্ত শুনানি

বিশেষ করে যখন মামলাটি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মধ্যে ৷ আর এখানেই প্রবল আপত্তি জানিয়েছে তৃণমূলের আইনজীবী সেল ৷ তাঁরা মামলাটি অন্য বেঞ্চে সরানোর দাবি জানিয়ে সরব হয়েছেন ৷

প্রসঙ্গত, এবারের নির্বাচনে পাখির চোখ ছিল নন্দীগ্রাম ৷ মমতা বনাম শুভেন্দু অধিকারী ৷ দুই হেভিওয়েট প্রার্থীর ভোট লড়াইয়ের অন্তিম পরিণতির দিকে তাকিয়েছিল গোটা দেশ ৷ 2 মে 17 রাউন্ড ভোটগণনার পর খবর আসে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ কিন্তু সন্ধ্যা নামতেই খবর আসে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে 1 হাজার 736 ভোটে হেরেছেন ৷ তারপর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর ৷

Last Updated : Jun 19, 2021, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.