ETV Bharat / city

Maternal Death in Bengal: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের গাফিলতিতে মাতৃত্বকালীন মৃত্যু ! কড়া পদক্ষেপের ভাবনা নবান্নের - Maternal Death in Bengal

নবান্ন সূত্রে খবর, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গাফিলতিতে মাতৃত্বকালীন মৃত্যুর ঘটনা মেনে নেওয়া হবে না (Maternal Death in Bengal) ৷

Maternal Death
মাতৃত্বকালীন মৃত্যুর ঘটনা
author img

By

Published : Aug 8, 2022, 9:31 PM IST

কলকাতা, 8 অগস্ট: মাতৃত্বকালীন মৃত্যুতে কিছু নির্দিষ্ট সরকারি ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের ভূমিকায় রীতিমত ক্ষুব্ধ নবান্ন । রাজ্যের স্বাস্থ্য সচিবকে মুখ্য সচিবের পরামর্শ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ।

সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলার জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছিল নবান্ন । এই বৈঠকের বিষয়বস্তু ছিল রাজ্যে মাতৃত্বকালীন মৃত্যুর হার কীভাবে আরও কমিয়ে আনা যায় ৷ এ বিষয়ে স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রত্যেক জেলাকে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছিল । একইসঙ্গে এই বৈঠক থেকে বিভিন্ন জেলার মাতৃত্বকালীন মৃত্যুর পরিসংখ্যান সংগ্রহ করে নবান্ন (Maternal Death Cases) । এক্ষেত্রে প্রত্যেক জেলার জেলাশাসকের কাছে জানতে চাওয়া হয়, যে মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে তার কারণ কী?

সম্প্রতি উত্তরবঙ্গের একটি জেলার জেলাশাসক যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে নড়েচড়ে বসেছে নবান্ন । কারণ ওই রিপোর্টে দেখা গিয়েছে, এখনও পর্যন্ত সেখানে মাতৃত্বকালীন মৃত্যুর সংখ্যা 12। তাৎপর্যপূর্ণ বিষয় হল জেলাশাসক যে রিপোর্ট দিয়েছেন, তাতে স্পষ্টতই দেখানো হয়েছে কিছু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে ।

আরও পড়ুন: কলকাতায় গ্রেফতার দুই ভুয়ো ডব্লুবিসিএস অফিসার

সূত্রের খবর, এই রিপোর্ট হাতে আসতেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এই ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যাবে না । কী ধরণের গাফিলতির ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখতে হবে । যারা এই গাফিলতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে । এক্ষেত্রে মুখ্যসচিব লিখেছেন, এদের বিরুদ্ধে যদি এখনই ব্যবস্থা না-নেওয়া যায় তাহলে মাতৃত্বকালীন মৃত্যুর ক্ষেত্রে গাফিলতির ঘটনা আরও বাড়তে পারে ৷ তাই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷

কলকাতা, 8 অগস্ট: মাতৃত্বকালীন মৃত্যুতে কিছু নির্দিষ্ট সরকারি ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের ভূমিকায় রীতিমত ক্ষুব্ধ নবান্ন । রাজ্যের স্বাস্থ্য সচিবকে মুখ্য সচিবের পরামর্শ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ।

সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলার জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছিল নবান্ন । এই বৈঠকের বিষয়বস্তু ছিল রাজ্যে মাতৃত্বকালীন মৃত্যুর হার কীভাবে আরও কমিয়ে আনা যায় ৷ এ বিষয়ে স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রত্যেক জেলাকে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছিল । একইসঙ্গে এই বৈঠক থেকে বিভিন্ন জেলার মাতৃত্বকালীন মৃত্যুর পরিসংখ্যান সংগ্রহ করে নবান্ন (Maternal Death Cases) । এক্ষেত্রে প্রত্যেক জেলার জেলাশাসকের কাছে জানতে চাওয়া হয়, যে মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে তার কারণ কী?

সম্প্রতি উত্তরবঙ্গের একটি জেলার জেলাশাসক যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে নড়েচড়ে বসেছে নবান্ন । কারণ ওই রিপোর্টে দেখা গিয়েছে, এখনও পর্যন্ত সেখানে মাতৃত্বকালীন মৃত্যুর সংখ্যা 12। তাৎপর্যপূর্ণ বিষয় হল জেলাশাসক যে রিপোর্ট দিয়েছেন, তাতে স্পষ্টতই দেখানো হয়েছে কিছু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে ।

আরও পড়ুন: কলকাতায় গ্রেফতার দুই ভুয়ো ডব্লুবিসিএস অফিসার

সূত্রের খবর, এই রিপোর্ট হাতে আসতেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এই ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যাবে না । কী ধরণের গাফিলতির ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখতে হবে । যারা এই গাফিলতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে । এক্ষেত্রে মুখ্যসচিব লিখেছেন, এদের বিরুদ্ধে যদি এখনই ব্যবস্থা না-নেওয়া যায় তাহলে মাতৃত্বকালীন মৃত্যুর ক্ষেত্রে গাফিলতির ঘটনা আরও বাড়তে পারে ৷ তাই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.