ETV Bharat / city

মুকুল তুমি ফিরলে কেন? ওটা দুষ্টু লোক; মিমের বন্যা নেটমাধ্যমে - মুকুল রায়কে নিয়ে মিম

মুকুল তুমি ফিরলে কেন? ওটা দুষ্টু লোক ৷ সোনার কেল্লার দৃশ্যকে নিয়ে তৈরি হল মিম ৷ মুকুল রায়ের ঘরওয়াপসি ঘিরে দিনভর রসিকতার পোস্ট চলল নেটমাধ্যমে ৷

Mukul roy returns to TMC, social media flooded with political memes
মুকুল তুমি ফিরলে কেন? ওটা দুষ্টু লোক; মিমের বন্যা নেটমাধ্যমে
author img

By

Published : Jun 11, 2021, 6:23 PM IST

কলকাতা, 11 জুন : তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এক সময়ের একনিষ্ঠ সেনানী ৷ সেই মুকুল রায়ই 2017 সালে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন ৷ বিজেপি প্রার্থী হয়ে জয়ীও হয়েছেন তিনি ৷ তবে গেরুয়া শিবিরের সঙ্গে 3 বছর 9 মাসের মধুচন্দ্রিমা কাটিয়ে আবারও "ঘরের ছেলে ঘরে ফিরল ৷" ঘাস-ফুলে ফুটল মুকুল ৷ এই নিয়ে সংবাদিকদের নানা প্রশ্ন এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায় ৷ তবে মুকুলকে নিয়ে রসিকতা করায় এতটুকু সময় নষ্ট করেননি নেটিজেনরা ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রকমারি মিম ৷ কোথায় দলবদলু নেতাদের আক্রমণ করে, কোথাও আবার মোদি-শাহের পরিস্থিতিকে কটাক্ষ করে উঠে এসেছে নানা পোস্ট ৷

মুকুলকে নিয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছে "সোনার কেল্লা" ছবির দৃশ্য নিয়ে পোস্ট ৷ যেখানে তুলে ধরা হয়েছে সেই বিখ্যাত দৃশ্য ৷ তবে তার সংলাপে সামান্য পরিবর্তন ঘটিয়ে লেখা হয়েছে, "মুকুল তুমি ফিরলে কেন?" উত্তরে বলা হয়েছে, "ওটা দুষ্টু লোক ৷"

আরও পড়ুন: পদ্মাসনে বসা মুকুল ফুটল ঘাসফুলে, যে পথে তৃণমূলে মুকুলায়ণ

মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনে বঙ্গ বিজেপি তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন ৷ মুকুলের হাত ধরেই দলে দলে ঘরে ফিরতে পারেন দলবদলু বহু নেতা ৷ কাজেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে নরেন্দ্র মোদির দলের ৷ সেই ছবিও তুলে ধরা হয়েছে মিমে ৷ যেখানে অসহায় রূপে দেখা গিয়েছে মোদি-শাহকে ৷

ভোটের আগে চার্টার্ড ফ্লাইটে চেপে দিল্লি উড়ে গিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন অনেক নেতানেত্রী ৷ তাই মিমের বিষয় হিসেবে উঠে এসেছে তাও ৷ দেখানো হয়েছে বিমান আবারও আকাশ থেকে ফিরে আসছে ৷

আরও পড়ুন : Mukul Roy : পদ্ম ঘুরে ফের ঘাস-ফুলেই ফুটল মুকুল, একনজরে ঘর ওয়াপসির সফরনামা

আর বিমানে চেপে বিজেপিতে কয়েকজন যোগ দিয়েছিলেন, এ বার এক ট্রেন বোঝাই করে বিজেপির বহু নেতাকে মুকুল তৃণমূলে ফিরিয়ে আনবেন, উঠে এসেছে এমন মিমও ৷

গত কয়েকদিনে সংবাদের শিরোনামে থাকা নুসরত জাহান প্রসঙ্গকেও মুকুলকে নিয়ে তৈরি মিমে টেনে এনেছেন অনেকে ৷ বিবৃতি দিয়ে নুসরত বলেছিলেন, তাঁর নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয়নি ৷ তাঁরা লিভ-ইন করতেন ৷ কাজেই তাঁদের বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না ৷ সেই মন্তব্যেরই সামান্য পরিবর্তন করে মিমে লেখা হয়েছে, "বিজেপিতে আমি এতদিন যোগদান করিনি । বিজেপির সাথে লিভ-ইন এ ছিলাম । তাই বিজেপি ছাড়ার কোনও প্রশ্ন ওঠে না । ইতি মুকুল রায় ৷"

কলকাতা, 11 জুন : তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এক সময়ের একনিষ্ঠ সেনানী ৷ সেই মুকুল রায়ই 2017 সালে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন ৷ বিজেপি প্রার্থী হয়ে জয়ীও হয়েছেন তিনি ৷ তবে গেরুয়া শিবিরের সঙ্গে 3 বছর 9 মাসের মধুচন্দ্রিমা কাটিয়ে আবারও "ঘরের ছেলে ঘরে ফিরল ৷" ঘাস-ফুলে ফুটল মুকুল ৷ এই নিয়ে সংবাদিকদের নানা প্রশ্ন এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায় ৷ তবে মুকুলকে নিয়ে রসিকতা করায় এতটুকু সময় নষ্ট করেননি নেটিজেনরা ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রকমারি মিম ৷ কোথায় দলবদলু নেতাদের আক্রমণ করে, কোথাও আবার মোদি-শাহের পরিস্থিতিকে কটাক্ষ করে উঠে এসেছে নানা পোস্ট ৷

মুকুলকে নিয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছে "সোনার কেল্লা" ছবির দৃশ্য নিয়ে পোস্ট ৷ যেখানে তুলে ধরা হয়েছে সেই বিখ্যাত দৃশ্য ৷ তবে তার সংলাপে সামান্য পরিবর্তন ঘটিয়ে লেখা হয়েছে, "মুকুল তুমি ফিরলে কেন?" উত্তরে বলা হয়েছে, "ওটা দুষ্টু লোক ৷"

আরও পড়ুন: পদ্মাসনে বসা মুকুল ফুটল ঘাসফুলে, যে পথে তৃণমূলে মুকুলায়ণ

মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনে বঙ্গ বিজেপি তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন ৷ মুকুলের হাত ধরেই দলে দলে ঘরে ফিরতে পারেন দলবদলু বহু নেতা ৷ কাজেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে নরেন্দ্র মোদির দলের ৷ সেই ছবিও তুলে ধরা হয়েছে মিমে ৷ যেখানে অসহায় রূপে দেখা গিয়েছে মোদি-শাহকে ৷

ভোটের আগে চার্টার্ড ফ্লাইটে চেপে দিল্লি উড়ে গিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন অনেক নেতানেত্রী ৷ তাই মিমের বিষয় হিসেবে উঠে এসেছে তাও ৷ দেখানো হয়েছে বিমান আবারও আকাশ থেকে ফিরে আসছে ৷

আরও পড়ুন : Mukul Roy : পদ্ম ঘুরে ফের ঘাস-ফুলেই ফুটল মুকুল, একনজরে ঘর ওয়াপসির সফরনামা

আর বিমানে চেপে বিজেপিতে কয়েকজন যোগ দিয়েছিলেন, এ বার এক ট্রেন বোঝাই করে বিজেপির বহু নেতাকে মুকুল তৃণমূলে ফিরিয়ে আনবেন, উঠে এসেছে এমন মিমও ৷

গত কয়েকদিনে সংবাদের শিরোনামে থাকা নুসরত জাহান প্রসঙ্গকেও মুকুলকে নিয়ে তৈরি মিমে টেনে এনেছেন অনেকে ৷ বিবৃতি দিয়ে নুসরত বলেছিলেন, তাঁর নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয়নি ৷ তাঁরা লিভ-ইন করতেন ৷ কাজেই তাঁদের বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না ৷ সেই মন্তব্যেরই সামান্য পরিবর্তন করে মিমে লেখা হয়েছে, "বিজেপিতে আমি এতদিন যোগদান করিনি । বিজেপির সাথে লিভ-ইন এ ছিলাম । তাই বিজেপি ছাড়ার কোনও প্রশ্ন ওঠে না । ইতি মুকুল রায় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.