কলকাতা, 11 জুন : বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায় (Mukul Roy) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মতে, ঘরের ছেলে ঘরে ফিরেছেন ৷ এ বার বাকিদের ঘরে ফেরার পালা ! স্বাভাবিকভাবেই মুকুলের ঘরওয়াপসির সঙ্গে সঙ্গে দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া আরও অনেকের ঘরে ফেরার গান বাজছে রাজনীতির অন্দরমহলে ৷ কারা ফিরবেন ? তাই নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা চলছে ৷ তবে এই নিয়ে তৃণমূল নেত্রীর ঘোষণায় জল্পনা বেড়েছে আদৌ কাদের ফেরানো হবে, তা নিয়ে ৷
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই মুকুল রায় জানিয়ে দিয়েছেন, ঘর ওয়াপসি হবে দলবদল করা আরও অনেক নেতার ৷ তবে সেই তালিকায় কারা রয়েছেন, তা স্পষ্ট করেননি তিনি ৷ এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনিও মুকুলের কথাতেই সায় দেন ৷ জানিয়ে দেন, কেউ ফিরতে চাইলে দলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে যাঁরা ভোটের ঠিক আগেই দলের সঙ্গে গদ্দারি করে বিজেপিতে যোগ দিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে গলা চড়িয়েছেন, তাঁদের আর স্থান হবে না তাঁর দলে ৷
আরও পড়ুন: মুকুল তুমি ফিরলে কেন? ওটা দুষ্টু লোক; মিমের বন্যা নেটমাধ্যমে
মমতার কথায়, "মুকুল বিজেপিতে গেলেও ভোটের সময় তিনি দলের বিরুদ্ধে কোনও কথা বলেননি ৷ যাঁরা নির্বাচনের ঠিক আগে বিজেপির হাত শক্ত করতে গদ্দারি করে নিম্নরুচির পরিচয় দিয়ে বিজেপিতে গিয়েছেন, যাঁরা দলের বিরুদ্ধে কুত্সা করেছেন, তাঁদের আর দলে ফেরাবে না তৃণমূল ৷" তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় টুইটে দাবি করেছেন, "শিগগিরই তাসের ঘরের মতো ভেঙে পড়বে বঙ্গ বিজেপি ৷ আজকের ঘটনা তাদের শেষের শুরু ৷"
-
BJP is destined to fall like a house of cards in Bengal very shortly. Today's development is beginning of that end. Shall be difficult to count the numbers of camp deserters. Come and call again Didi O Didi... And get again a good rebuff...BHAI.
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) June 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">BJP is destined to fall like a house of cards in Bengal very shortly. Today's development is beginning of that end. Shall be difficult to count the numbers of camp deserters. Come and call again Didi O Didi... And get again a good rebuff...BHAI.
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) June 11, 2021BJP is destined to fall like a house of cards in Bengal very shortly. Today's development is beginning of that end. Shall be difficult to count the numbers of camp deserters. Come and call again Didi O Didi... And get again a good rebuff...BHAI.
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) June 11, 2021
2017 সালের 25 সেপ্টেম্বরের পরে আজ প্রথম তৃণমূল ভবনে পা রাখেন মুকুল রায় । তাঁর সঙ্গে ছিলেন পুত্র শুভ্রাংশুও । তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে মুকুলের ভূমিকা নতুন করে বলার অপেক্ষা রাখে না । তাঁর ঘর ওয়াপসি তাই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । মুকুল রায় তৃণমূল ছাড়ার পর কীভাবে ধাপে ধাপে তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরে এবং দলের নেতাকর্মীরা একে একে গেরুয়া শিবিরে নাম লেখান, সে কথা কারও অজানা নয় । মুকুল রায় ফিরে আসার পর একইভাবে উল্টো স্রোত বইবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।
আরও পড়ুন : Mukul Roy : পদ্ম ঘুরে ফের ঘাস-ফুলেই ফুটল মুকুল, একনজরে ঘর ওয়াপসির সফরনামা
বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সরাসরি দলে মুকুল রায়ের গুরুত্বের কথা স্বীকার করে নিয়েছেন । এ বার বিজেপির অন্দরে জোর গুঞ্জন মুকুলের পরবর্তীতে কে দল ছাড়বেন ? যদিও এই মুহূর্তে নানা নাম হাওয়ায় ভাসছে । যার প্রথম সারিতে রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়, সোনালী গুহ, অমল আচার্য, দীপেন্দু বিশ্বাস-সহ একাধিক নাম । এ ছাড়াও মুকুল রায়ে আস্থা রেখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের প্রত্যাবর্তনের সংখ্যাটাও বেশ দীর্ঘ ৷ সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, জিতেন তিওয়ারি, সরলা মুর্মু-সহ অনেকের নামই আলোচনায় উঠে আসছে ৷ ফিরে আসতে পারেন তারকা জগতেরও কেউ কেউ ৷
আরও পড়ুন: পদ্মাসনে বসা মুকুল ফুটল ঘাসফুলে, যে পথে তৃণমূলে মুকুলায়ণ
ধাপে ধাপে সর্বস্তরের একাধিক বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসের যোগ দিতে পারে বলে মনে করা হচ্ছে । একটা সূত্র বলছে, এ বার মুকুল রায়ের পিছু পিছু বিধায়কদের একটা বড় দলে যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে । পরিস্থিতি এমনও হতে পারে বিধানসভায় বিরোধী দলনেতার পদও হারাতে পারে বিজেপি । একইসঙ্গে শোনা যাচ্ছে একাধিক সাংসদের নামও । তবে আগেভাগে ঢাক পিটিয়ে গোটা পরিস্থিতি নষ্ট করতে চাইছেন না দুঁদে রাজনীতিক মুকুল রায় । শুধু মুকুল ঘনিষ্ঠ এক নেতা বলেছেন, "আগে আগে দেখিয়ে হোতা হ্যায় কেয়া।"