ETV Bharat / city

পাখির চোখ 2024, তাওয়া গরম থাকতেই বিজেপিকে আঘাতের রণকৌশল মমতার - Mamata Banerjee's strategy

লোকসভা নির্বাচনের আর মাত্র 2 বছর বাকি ৷ তাই এখন থেকেই বিজেপিকে পরাস্ত করার কাজ শুরু করে দিয়েছে তৃণমূল ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রণকৌশল, তাওয়া গরম থাকতে থাকতেই আঘাত হানতে হবে বিজেপিতে ৷

Mukul Roy rejoins TMC, Mamata Banerjee's strategy to strike while the iron is hot
পাখির চোখ 2024, তাওয়া গরম থাকতেই বিজেপিকে আঘাতের রণকৌশল মমতার
author img

By

Published : Jun 11, 2021, 7:21 PM IST

Updated : Jun 11, 2021, 8:11 PM IST

কলকাতা, 11 জুন : তাওয়া গরম থাকতে থাকতেই আঘাত হানো বিজেপির দিকে ৷ রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রণকৌশল নিয়েছিলেন বলে খবর রাজনৈতিক মহলের ৷ সেই অভিযানেরই প্রথম সাফল্য মুকুল রায়ের (Mukul Roy) প্রত্যাবর্তন ৷ প্রায় সাড়ে তিন বছর গেরুয়া শিবিরে ঘুরে ঘর ওয়াপসি হল বিজেপির বিদায়ী সহ-সভাপতির ৷ আবার তৃণমূলে ফিরলেন বর্ষিয়ান নেতা ৷

রাজ্যে বিধানসভা নির্বাচনের পর মেরুদণ্ড প্রায় ভেঙে গিয়েছে বঙ্গ বিজেপির ৷ তারা আর যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না-পারে, সে জন্য ক্ষমতায় আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় নয়া রণকৌশল নিয়েছেন ৷ এবং তা নিঃসন্দেহে 2024-এর সাধারণ নির্বাচনের দিকে তাকিয়ে ৷ যার মাত্র বাকি আর আড়াই বছর ৷ এখনও রাজ্যে লোকসভার 18 জন সাংসদ রয়েছে বিজেপির ৷ কাজেই সে কথা মাথায় রেখে লোকসভা ভোটের জন্য এখন থেকেই ঝাঁপাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ রাজ্যে বর্তমান বিজেপিবিরোধী হাওয়াকে কাজে লাগাতে চাইছে তৃণমূল ৷ আর এই অভিযানে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রভাবশালী দলবদলু নেতাদের ঘর ওয়াপসিতে ৷ এ ভাবে সংগঠন মজবুত করার পাশাপাশি বঙ্গ বিজেপিকে তাসের ঘরের মতো ভেঙে দিতে চাইছে তারা ৷ ভেঙে দিতে চাইছে তাদের আত্মবিশ্বাস ৷

আরও পড়ুন: মুকুল তুমি ফিরলে কেন? ওটা দুষ্টু লোক; মিমের বন্যা নেটমাধ্যমে

যদিও এই প্রচেষ্টা নিয়ে এখনই তারা মুখ খুলতে নারাজ ৷ মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায় আজ তৃণমূল ভবনে উপস্থিত হয়ে ঘরে ফিরেছেন ৷ তাঁদের হাত ধরে একে একে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, মালদার সরলা মুর্মু-সহ আরও অনেককে তৃণমূলে ফেরানো নিয়ে কথাবার্তা চলছে বলে খবর ৷ শুধু তাই নয়, বর্তমান বেশ কয়েকজন বিজেপি বিধায়কও ঘর ওয়াপসিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে ৷ রাজনৈতিক মহলের দাবি, এ ভাবে বিজেপিকে টুকরো টুকরো করে দেওয়াই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের ৷

আরও পড়ুন : Mukul Roy : পদ্ম ঘুরে ফের ঘাস-ফুলেই ফুটল মুকুল, একনজরে ঘর ওয়াপসির সফরনামা

আজ মুকুল রায় তৃণমূলে ফেরার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "ঘরের ছেলে ঘরে ফিরল । মুকুল আমাদের ঘরের ছেলে । মুকুলের সঙ্গে কোনওদিন সমস্যা ছিল না । তৃণমূলে ফিরে মুকুল মানসিক শান্তি পেল ।" তবে অন্য আর কে ফিরছেন, সে প্রসঙ্গে মমতার বক্তব্য, "যাঁরা ভোটের আগে দলের সঙ্গে গদ্দারি করে বিজেপিতে গিয়ে যোগ দিয়েছে, তাঁদের আর দলে ফেরাব না ৷"

কলকাতা, 11 জুন : তাওয়া গরম থাকতে থাকতেই আঘাত হানো বিজেপির দিকে ৷ রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রণকৌশল নিয়েছিলেন বলে খবর রাজনৈতিক মহলের ৷ সেই অভিযানেরই প্রথম সাফল্য মুকুল রায়ের (Mukul Roy) প্রত্যাবর্তন ৷ প্রায় সাড়ে তিন বছর গেরুয়া শিবিরে ঘুরে ঘর ওয়াপসি হল বিজেপির বিদায়ী সহ-সভাপতির ৷ আবার তৃণমূলে ফিরলেন বর্ষিয়ান নেতা ৷

রাজ্যে বিধানসভা নির্বাচনের পর মেরুদণ্ড প্রায় ভেঙে গিয়েছে বঙ্গ বিজেপির ৷ তারা আর যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না-পারে, সে জন্য ক্ষমতায় আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় নয়া রণকৌশল নিয়েছেন ৷ এবং তা নিঃসন্দেহে 2024-এর সাধারণ নির্বাচনের দিকে তাকিয়ে ৷ যার মাত্র বাকি আর আড়াই বছর ৷ এখনও রাজ্যে লোকসভার 18 জন সাংসদ রয়েছে বিজেপির ৷ কাজেই সে কথা মাথায় রেখে লোকসভা ভোটের জন্য এখন থেকেই ঝাঁপাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ রাজ্যে বর্তমান বিজেপিবিরোধী হাওয়াকে কাজে লাগাতে চাইছে তৃণমূল ৷ আর এই অভিযানে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রভাবশালী দলবদলু নেতাদের ঘর ওয়াপসিতে ৷ এ ভাবে সংগঠন মজবুত করার পাশাপাশি বঙ্গ বিজেপিকে তাসের ঘরের মতো ভেঙে দিতে চাইছে তারা ৷ ভেঙে দিতে চাইছে তাদের আত্মবিশ্বাস ৷

আরও পড়ুন: মুকুল তুমি ফিরলে কেন? ওটা দুষ্টু লোক; মিমের বন্যা নেটমাধ্যমে

যদিও এই প্রচেষ্টা নিয়ে এখনই তারা মুখ খুলতে নারাজ ৷ মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায় আজ তৃণমূল ভবনে উপস্থিত হয়ে ঘরে ফিরেছেন ৷ তাঁদের হাত ধরে একে একে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, মালদার সরলা মুর্মু-সহ আরও অনেককে তৃণমূলে ফেরানো নিয়ে কথাবার্তা চলছে বলে খবর ৷ শুধু তাই নয়, বর্তমান বেশ কয়েকজন বিজেপি বিধায়কও ঘর ওয়াপসিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে ৷ রাজনৈতিক মহলের দাবি, এ ভাবে বিজেপিকে টুকরো টুকরো করে দেওয়াই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের ৷

আরও পড়ুন : Mukul Roy : পদ্ম ঘুরে ফের ঘাস-ফুলেই ফুটল মুকুল, একনজরে ঘর ওয়াপসির সফরনামা

আজ মুকুল রায় তৃণমূলে ফেরার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "ঘরের ছেলে ঘরে ফিরল । মুকুল আমাদের ঘরের ছেলে । মুকুলের সঙ্গে কোনওদিন সমস্যা ছিল না । তৃণমূলে ফিরে মুকুল মানসিক শান্তি পেল ।" তবে অন্য আর কে ফিরছেন, সে প্রসঙ্গে মমতার বক্তব্য, "যাঁরা ভোটের আগে দলের সঙ্গে গদ্দারি করে বিজেপিতে গিয়ে যোগ দিয়েছে, তাঁদের আর দলে ফেরাব না ৷"

Last Updated : Jun 11, 2021, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.