ETV Bharat / city

PAC : পিএসির চেয়ারম্যান মুকুল রায়, প্রতিবাদে ওয়াকআউট বিজেপির - BJP latest news today

পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন মুকুল রায় ৷ মুকুল রায়ের নাম ঘোষণা হতেই হইচই পড়ে বিধানসভায় ৷ বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন ৷

mukul roy name announced as west bengal pac chairman
পিএসির চেয়ারম্যান মুকুল রায়, প্রতিবাদে ওয়াকআউট বিজেপির
author img

By

Published : Jul 9, 2021, 6:51 PM IST

Updated : Jul 9, 2021, 7:09 PM IST

কলকাতা, 9 জুলাই : জল্পনার অবসান ৷ শেষ পর্যন্ত মুকুল রায়ই (Mukul Roy) হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান ৷ শুক্রবার বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে এই দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেন ৷

প্রসঙ্গত, সরকারের সমস্ত কাজের হিসেব রাখার দায়িত্ব থাকে পিএসি-র ৷ সেই কারণেই সংসদীয় প্রথা হল এই কমিটির চেয়ারম্যান করা হয় বিরোধী দলের কোনও জনপ্রতিনিধিকে ৷ লোকসভায় যেমন এখন ওই কমিটির চেয়ারম্যান কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷

আরও পড়ুন : মমতাকে চাপে রাখতেই কি অমিতের ডেপুটি করা হল নিশীথকে ?

কিন্তু পশ্চিমবঙ্গে এই নিয়ে তৃতীয়বার এমন একজনকে পিএসি-র মাথায় বসানো হল, যিনি খাতায়-কলমে বিরোধী দলের বিধায়ক হলেও শাসক দলের সঙ্গে রয়েছেন ৷ এর আগে কংগ্রেস বিধায়ক হিসেবে মানস ভুঁইয়া ও শঙ্কর সিংকে এই পদ দেওয়া হয়েছিল ৷ কিন্তু তাঁরা ততদিনে তৃণমূলে যোগদান করে ফেলেছেন ৷

এবার মুকুল রায়ের ক্ষেত্রেও তাই হল ৷ তিনি খাতায়-কলমে বিজেপি (BJP) বিধায়ক ৷ কিন্তু ইতিমধ্যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ৷ ফলে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক টানাপোড়েন আবার চরমে পৌঁছাল ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : শুভেন্দুর দেহরক্ষীর মৃত্য়ুতে এফআইআর, প্রতিহিংসার রাজনীতি দেখছে বিজেপি

বিধানসভা সূত্রে জানা গিয়েছে যে, প্রথম অধিবেশনের শেষে সমস্ত কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করেন অধ্যক্ষ ৷ শুক্রবার সেই মতো ঘোষণা করার আগে বিমান বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে ডাকেন বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে ৷ বিজেপির তরফে কোন কোন কমিটিতে কাকে চেয়ারম্যান চাওয়া হচ্ছে, সেই বিষয়টি জানাতে চাওয়া হয় ৷ কিন্তু মুকুল রায়ের ইস্যুতে বিজেপি সব কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ৷ আর সেই কথা জানিয়ে দেওয়া হয় অধ্যক্ষ ৷

এর পরই বিধানসভায় সব কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করেন ৷ মুকুল রায়ের নাম পিএসি-র চেয়ারম্যান হিসেবে ঘোষণা হতেই হইচই পড়ে বিধানসভায় ৷ বিজেপি বিধায়করা বিক্ষোভ শুরু করেন ৷ যদিও অধ্যক্ষ সেদিকে কোনও গুরুত্ব দেননি ৷ ফলে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন বিধানসভা থেকে ৷

আরও পড়ুন : বাম-কংগ্রেসহীন বিধানসভায় ভাল লাগছে না সুব্রতর

পরে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করেন যে বিজেপির তরফে ছ’জনের নাম দেওয়া হয়েছিল ৷ তার পরও সপ্তম বিরোধী সদস্য হিসেবে মুকুল রায়ের নাম উল্লেখ করে তাঁকে পিএসি-র চেয়ারম্যান করা হয়েছে ৷ শাসক দল তৃণমূল কংগ্রেস সংসদীয় রীতিনীতি ভাঙছে ৷ নিজেদের অনৈতিক কাজ চাপা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

কলকাতা, 9 জুলাই : জল্পনার অবসান ৷ শেষ পর্যন্ত মুকুল রায়ই (Mukul Roy) হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান ৷ শুক্রবার বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে এই দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেন ৷

প্রসঙ্গত, সরকারের সমস্ত কাজের হিসেব রাখার দায়িত্ব থাকে পিএসি-র ৷ সেই কারণেই সংসদীয় প্রথা হল এই কমিটির চেয়ারম্যান করা হয় বিরোধী দলের কোনও জনপ্রতিনিধিকে ৷ লোকসভায় যেমন এখন ওই কমিটির চেয়ারম্যান কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷

আরও পড়ুন : মমতাকে চাপে রাখতেই কি অমিতের ডেপুটি করা হল নিশীথকে ?

কিন্তু পশ্চিমবঙ্গে এই নিয়ে তৃতীয়বার এমন একজনকে পিএসি-র মাথায় বসানো হল, যিনি খাতায়-কলমে বিরোধী দলের বিধায়ক হলেও শাসক দলের সঙ্গে রয়েছেন ৷ এর আগে কংগ্রেস বিধায়ক হিসেবে মানস ভুঁইয়া ও শঙ্কর সিংকে এই পদ দেওয়া হয়েছিল ৷ কিন্তু তাঁরা ততদিনে তৃণমূলে যোগদান করে ফেলেছেন ৷

এবার মুকুল রায়ের ক্ষেত্রেও তাই হল ৷ তিনি খাতায়-কলমে বিজেপি (BJP) বিধায়ক ৷ কিন্তু ইতিমধ্যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ৷ ফলে এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক টানাপোড়েন আবার চরমে পৌঁছাল ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : শুভেন্দুর দেহরক্ষীর মৃত্য়ুতে এফআইআর, প্রতিহিংসার রাজনীতি দেখছে বিজেপি

বিধানসভা সূত্রে জানা গিয়েছে যে, প্রথম অধিবেশনের শেষে সমস্ত কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করেন অধ্যক্ষ ৷ শুক্রবার সেই মতো ঘোষণা করার আগে বিমান বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে ডাকেন বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে ৷ বিজেপির তরফে কোন কোন কমিটিতে কাকে চেয়ারম্যান চাওয়া হচ্ছে, সেই বিষয়টি জানাতে চাওয়া হয় ৷ কিন্তু মুকুল রায়ের ইস্যুতে বিজেপি সব কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ৷ আর সেই কথা জানিয়ে দেওয়া হয় অধ্যক্ষ ৷

এর পরই বিধানসভায় সব কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করেন ৷ মুকুল রায়ের নাম পিএসি-র চেয়ারম্যান হিসেবে ঘোষণা হতেই হইচই পড়ে বিধানসভায় ৷ বিজেপি বিধায়করা বিক্ষোভ শুরু করেন ৷ যদিও অধ্যক্ষ সেদিকে কোনও গুরুত্ব দেননি ৷ ফলে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন বিধানসভা থেকে ৷

আরও পড়ুন : বাম-কংগ্রেসহীন বিধানসভায় ভাল লাগছে না সুব্রতর

পরে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করেন যে বিজেপির তরফে ছ’জনের নাম দেওয়া হয়েছিল ৷ তার পরও সপ্তম বিরোধী সদস্য হিসেবে মুকুল রায়ের নাম উল্লেখ করে তাঁকে পিএসি-র চেয়ারম্যান করা হয়েছে ৷ শাসক দল তৃণমূল কংগ্রেস সংসদীয় রীতিনীতি ভাঙছে ৷ নিজেদের অনৈতিক কাজ চাপা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

Last Updated : Jul 9, 2021, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.