ETV Bharat / city

দিদির মতো কন্ট্রাক্টচুয়াল নয়, পারফেক্ট PM চায় জনতা : নকভি

BJP প্রার্থীদের সমর্থনে প্রচার করতে কলকাতায় এসেছেন মুক্তার আব্বাস নকভি । আজ BJP-র রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "দিদির যন্তরমন্তর 23 মের ফলাফলের পর ছুমন্তর হয়ে যাবে ।"

মুক্তার আব্বাস নকভি
author img

By

Published : May 12, 2019, 4:20 PM IST

কলকাতা, 12 মে : "পশ্চিমবঙ্গকে গুন্ডা তৈরির কারখানা বানিয়ে ফেলেছে তৃণমূল।" আজ BJP-র রাজ্য দপ্তরে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন মুক্তার আব্বাস নকভি । গতকাল ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে BJP নেতা খুনের বিষয়টি নিয়ে প্রথম থেকেই সরব হন তিনি । বলেন, "আজ ষষ্ঠ দফা নির্বাচনেও গুন্ডারাজ চলছে । BJP-র কর্মকর্তারা আক্রান্ত হচ্ছে । তারা প্রাণ দিয়েছে । আমাদের বুথ সভাপতি রমেন্দ্র মণ্ডল খুন হয়েছে ।"

BJP প্রার্থীদের সমর্থনে কলকাতায় এসেছেন মুক্তার আব্বাস নকভি । প্রচারের ফাঁকে BJP-র রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করেন তিনি । আজকের নির্বাচন নিয়ে তিনি বলেন, "বাংলায় হিংসা রুখতে নির্বাচন কমিশনের যতটা ভূমিকা নেওয়ার কথা ছিল সেটা হয়নি। কারণ রাজ্য প্রশাসন কমিশনকে পুরোপুরি সহযোগিতা করেনি । আজ যে যে বুথে অশান্তি হচ্ছে, সেই বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি ।"

তিনি আরও বলেন, "দিদির যন্তরমন্তর 23 মের ফলাফলের পর ছুমন্তর হয়ে যাবে । সেদিনের পর অধিকাংশ রাজনৈতিক দলের অস্তিত্বই থাকবে না । তারা অস্তিত্ব সংকটে পড়বে । এখন দিদি শুধু মোদিকে নয়, EVM-কেও গালাগাল দিচ্ছে । মমতা একটা মহাজোটের সভা করেছিলেন সেখানে সবাই হাতে হাততুলে দাঁড়িয়ে ছিলেন । এখন দিদির পাশে কেউ নেই । জনতা দিদির মতো কনট্রাক্টচুয়াল PM চায় না । পারফেক্ট PM চায় । আর পারফেক্ট PM হচ্ছে মোদি ।"

কলকাতা, 12 মে : "পশ্চিমবঙ্গকে গুন্ডা তৈরির কারখানা বানিয়ে ফেলেছে তৃণমূল।" আজ BJP-র রাজ্য দপ্তরে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন মুক্তার আব্বাস নকভি । গতকাল ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে BJP নেতা খুনের বিষয়টি নিয়ে প্রথম থেকেই সরব হন তিনি । বলেন, "আজ ষষ্ঠ দফা নির্বাচনেও গুন্ডারাজ চলছে । BJP-র কর্মকর্তারা আক্রান্ত হচ্ছে । তারা প্রাণ দিয়েছে । আমাদের বুথ সভাপতি রমেন্দ্র মণ্ডল খুন হয়েছে ।"

BJP প্রার্থীদের সমর্থনে কলকাতায় এসেছেন মুক্তার আব্বাস নকভি । প্রচারের ফাঁকে BJP-র রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করেন তিনি । আজকের নির্বাচন নিয়ে তিনি বলেন, "বাংলায় হিংসা রুখতে নির্বাচন কমিশনের যতটা ভূমিকা নেওয়ার কথা ছিল সেটা হয়নি। কারণ রাজ্য প্রশাসন কমিশনকে পুরোপুরি সহযোগিতা করেনি । আজ যে যে বুথে অশান্তি হচ্ছে, সেই বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি ।"

তিনি আরও বলেন, "দিদির যন্তরমন্তর 23 মের ফলাফলের পর ছুমন্তর হয়ে যাবে । সেদিনের পর অধিকাংশ রাজনৈতিক দলের অস্তিত্বই থাকবে না । তারা অস্তিত্ব সংকটে পড়বে । এখন দিদি শুধু মোদিকে নয়, EVM-কেও গালাগাল দিচ্ছে । মমতা একটা মহাজোটের সভা করেছিলেন সেখানে সবাই হাতে হাততুলে দাঁড়িয়ে ছিলেন । এখন দিদির পাশে কেউ নেই । জনতা দিদির মতো কনট্রাক্টচুয়াল PM চায় না । পারফেক্ট PM চায় । আর পারফেক্ট PM হচ্ছে মোদি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.