কলকাতা, 15 অগস্ট: 'হর ঘর তিরঙ্গা' অভিযানে ব্যাপক সাফল্য পেল ভারতীয় ডাকঘর (Indian Post West Bengal circle)। বিভিন্ন রাজ্যের পাশাপাশি ভারতীয় ডাকঘরের ওয়েস্ট বেঙ্গল সার্কেল কয়েক লক্ষ জাতীয় পতাকা বিক্রি করেছে (Har Ghar Tiranga)। সব মিলিয়ে প্রায় 4 লক্ষ 73 হাজার জাতীয় পতাকা বিক্রি হয় 15 অগস্ট পর্যন্ত । প্রতিটি জাতীয় পতাকা 25 টাকা মূল্যে বিক্রি করা হয় । ফলে সব মিলিয়ে প্রায় 1 কোটি 18 লক্ষ 25 হাজার টাকার জাতীয় পতাকা বিক্রি করেছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল সার্কেল ।
গত কয়েক সপ্তাহে ভারতীয় ডাকঘর দেশের লক্ষ লক্ষ নাগরিকের কাছে ভারতীয় পতাকা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় । এমনকী অনলাইন বুকিং এবং পতাকাগুলি বাড়ির দরজায় ডেলিভারির সুবিধাও দেওয়া হল । পশ্চিমবঙ্গ সার্কেলে চার লক্ষেরও বেশি পতাকা বিক্রি হয়েছে ।
ভারতীয় ডাক বিভাগ এই সার্কেলের সমস্ত হেড পোস্ট অফিসে 10-14 অগস্ট, 2022 থেকে দেশভাগের সময় বাস্তুচ্যুত লক্ষ লক্ষ মানুষের যন্ত্রণা এবং বেদনাকে আলোকিত করতে 'পার্টিশন হরর রিমেমব্রেন্স ডে'-তে প্রদর্শনীর আয়োজন করে । 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর সারমর্ম উদযাপন করতে, মিসেস জে. চারুকেসি, চিফ পোস্টমাস্টার জেনারেল, পশ্চিমবঙ্গ সার্কেল, এই দিনে 'ভারতের স্বাধীনতার 75 বছর'-এর উপর বিশেষ কভার প্রকাশ করেছেন । 'পিন কোড প্রবর্তনের 50 বছর'-এর আরেকটি বিশেষ কভারও প্রকাশ করেন ।
আরও পড়ুন: স্বাধীনতার শতবর্ষে উন্নত দেশ হবে ভারত, পাঁচ সংকল্প প্রধানমন্ত্রীর
31 জুলাই রবিবার রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'আজাদি কা অমৃত মহোৎসব' দেশজুড়ে গণ-আন্দোলনের রূপ নিয়েছে ! এই আন্দোলনকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ডাক দেন তিনি ৷ 2 থেকে 15 অগস্ট পর্যন্ত প্রত্য়েক দেশবাসীকে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্টের 'প্রোফাইল পিকচার'-এ জাতীয় পতাকা বা তেরঙার ছবি রাখার আবেদন জানান প্রধানমন্ত্রী ৷