ETV Bharat / city

রাজ্যে কমল দৈনিক সংক্রমিতের সংখ্যা - সোয়াবের নমুনা

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 2 হাজার 801 জন । মৃত্যু হয়েছে 49 জনের ৷

COVID-19
COVID-19
author img

By

Published : Dec 10, 2020, 10:22 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : কমল দৈনিক কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 2 হাজার 801 জন । গতকাল এই সংখ্যাটা ছিল 2 হাজার 956 ৷ এদিকে বেড়েছে একদিনে মৃত্যুর সংখ্যা । শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 49 জনের ৷ গতকাল মৃতের সংখ্যা ছিল 47 ।

রাজ্যে এই নিয়ে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5 লাখ 13 হাজার 752 । মোট মৃত্যু হয়েছে 8 হাজার 916 জনের । অন্যদিকে বাড়ছে সুস্থতার হার । রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে 93.70% ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 2 হাজার 951 জন ৷ এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছে 4 লাখ 81 হাজার 385 জন ৷ রাজ্যে বর্তমানে 23 হাজার 451 জন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৷

জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছে 613 জন ৷ শেষ 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 13 জনের । শেষ 24 ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে 622 জন ৷ মৃত্যু হয়েছে 19 জনের ৷ 9 ডিসেম্বর পর্যন্ত রাজ্যে মোট 62 লাখ 55 হাজার 888টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ আজ মোট 42 হাজার 152টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

কলকাতা, 10 ডিসেম্বর : কমল দৈনিক কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 2 হাজার 801 জন । গতকাল এই সংখ্যাটা ছিল 2 হাজার 956 ৷ এদিকে বেড়েছে একদিনে মৃত্যুর সংখ্যা । শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 49 জনের ৷ গতকাল মৃতের সংখ্যা ছিল 47 ।

রাজ্যে এই নিয়ে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5 লাখ 13 হাজার 752 । মোট মৃত্যু হয়েছে 8 হাজার 916 জনের । অন্যদিকে বাড়ছে সুস্থতার হার । রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে 93.70% ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 2 হাজার 951 জন ৷ এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছে 4 লাখ 81 হাজার 385 জন ৷ রাজ্যে বর্তমানে 23 হাজার 451 জন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৷

জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছে 613 জন ৷ শেষ 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 13 জনের । শেষ 24 ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে 622 জন ৷ মৃত্যু হয়েছে 19 জনের ৷ 9 ডিসেম্বর পর্যন্ত রাজ্যে মোট 62 লাখ 55 হাজার 888টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ আজ মোট 42 হাজার 152টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.