ETV Bharat / city

আবাসনগুলিতে সংক্রমণ বেশি, বিকল্প ভাবনা পৌরনিগমের - কোরোনা

বস্তি এলাকাগুলির তুলনায় সংক্রমণের হদিশ বেশি মিলছে আবাসনগুলি থেকে । যা রুখতে এ'বার বেশ কিছু নিয়ম আনতে চলেছে কলকাতা পৌরনিগম ৷ কোরোনা নিয়ে রিভিউ মিটিংয়ের পর জানান ফিরহাদ হাকিম ।

KMC
KMC
author img

By

Published : Jun 10, 2020, 8:44 AM IST

কলকাতা, 10 জুন : কলকাতায় আবাসনগুলিতে কোরোনা সংক্রমণ বেশি করে ধরা পড়ছে । বস্তি এলাকাগুলির তুলনায় কোরোনার সংক্রমণ বেশি উঠে আসছে আবাসনগুলি থেকে, জানিয়েছেন কলকাতা পৌর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ফিরহাদ হাকিম । তাই আগামীদিনে আবাসনগুলির জন্য বেশ কিছু পদক্ষেপ করতে চলেছে কলকাতা পৌরনিগম ।

কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে কোরোনা নিয়ে রিভিউ মিটিংয়ের পর ফিরহাদ হাকিম বলেন, "কাঁকুড়গাছি এলাকার আবাসনগুলিতে কোরোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছিল । এতদিন বাজারগুলিকে সংক্রমণের কেন্দ্রস্থল বলে ভাবা হচ্ছিল । সেইমতো বাজারগুলিতে নিয়মিত কোরোনার নির্ধারক পরীক্ষা করে কলকাতা পৌরনিগম । কিন্তু, বাজারগুলিতে 600 পরীক্ষা করে মাত্র তিনজনের সংক্রমণ পাওয়া গেছে । তাই বাজারগুলি থেকে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, এমন সম্ভাবনা কম ।"

ফিরহাদ হাকিম জানিয়েছেন, কীভাবে আবাসনগুলিতে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেইদিকে নজর রাখা হবে । সেইসঙ্গে আবাসনগুলিতে সচেতনতা বৃদ্ধি করতে মাইকিং, লিফলেট বিলি করা হবে বলেও জানান তিনি ।

রিভিউ মিটিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি ফিরহাদ হাকিম...

বৈঠক শেষে তিনি বলেন, "বস্তিগুলিতে সংক্রমণ বেশি ঘটবে এমনটা আমরা আশা করেছিলাম । কিন্তু সচেতনতার অভাবে আবাসনগুলিতে সংক্রমণ বেশি বৃদ্ধি পাচ্ছে । সেইজন্য আবাসনগুলিতে আরও বেশি করে সচেতনতা গড়ে তুলতে হবে । আবাসনের বাসিন্দারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন যেখান থেকে তাঁরা সংক্রমিত হচ্ছেন । তবে যাঁদের প্রতিরোধ ক্ষমতা বেশি রয়েছে তাঁরা আক্রান্ত হচ্ছেন না । উপসর্গহীন বহু মানুষ । এদের থেকেই বাকিদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে ।" তবে এ'নিয়ে দুশ্চিন্তা করার কোনও কারণ নেই বলেও জানিয়েছেন তিনি । তাঁর কথায়, "নিরাপত্তার জন্য অনেক আবাসনেই পৌর স্বাস্থ্যকর্মীরা প্রবেশ করতে পারেন না । তবে আবাসনের বাসিন্দারা খবর দিলে পৌর স্বাস্থ্যকর্মী ও পৌর চিকিৎসকরা আবাসনে গিয়ে পরীক্ষা করবেন এবং প্রয়োজনীয় ওষুধ দেবেন । আবাসনগুলিতে নিয়মিত লিফলেট বিলি করা হবে । একটি ফোন নম্বর দেওয়া হবে । সেই নম্বরে ফোন করলেই পৌর চিকিৎসকরা পৌছে যাবেন সেই আবাসনে ।"

কলকাতা পৌর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান বলেন, "মানুষকে সচেতন হতে হবে । মাস্ক ব্যবহার করতে হবে এবং সর্বোপরি সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে । তাহলেই কোরোনার সংক্রমণ কমবে । কোরোনা হলেই মৃত্যু এমনটা নয় ।" শুধুমাত্র কোরোনার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সেই সংখ্যা কম বলেও দাবি করেছেন তিনি ।

কলকাতা, 10 জুন : কলকাতায় আবাসনগুলিতে কোরোনা সংক্রমণ বেশি করে ধরা পড়ছে । বস্তি এলাকাগুলির তুলনায় কোরোনার সংক্রমণ বেশি উঠে আসছে আবাসনগুলি থেকে, জানিয়েছেন কলকাতা পৌর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ফিরহাদ হাকিম । তাই আগামীদিনে আবাসনগুলির জন্য বেশ কিছু পদক্ষেপ করতে চলেছে কলকাতা পৌরনিগম ।

কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে কোরোনা নিয়ে রিভিউ মিটিংয়ের পর ফিরহাদ হাকিম বলেন, "কাঁকুড়গাছি এলাকার আবাসনগুলিতে কোরোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছিল । এতদিন বাজারগুলিকে সংক্রমণের কেন্দ্রস্থল বলে ভাবা হচ্ছিল । সেইমতো বাজারগুলিতে নিয়মিত কোরোনার নির্ধারক পরীক্ষা করে কলকাতা পৌরনিগম । কিন্তু, বাজারগুলিতে 600 পরীক্ষা করে মাত্র তিনজনের সংক্রমণ পাওয়া গেছে । তাই বাজারগুলি থেকে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, এমন সম্ভাবনা কম ।"

ফিরহাদ হাকিম জানিয়েছেন, কীভাবে আবাসনগুলিতে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেইদিকে নজর রাখা হবে । সেইসঙ্গে আবাসনগুলিতে সচেতনতা বৃদ্ধি করতে মাইকিং, লিফলেট বিলি করা হবে বলেও জানান তিনি ।

রিভিউ মিটিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি ফিরহাদ হাকিম...

বৈঠক শেষে তিনি বলেন, "বস্তিগুলিতে সংক্রমণ বেশি ঘটবে এমনটা আমরা আশা করেছিলাম । কিন্তু সচেতনতার অভাবে আবাসনগুলিতে সংক্রমণ বেশি বৃদ্ধি পাচ্ছে । সেইজন্য আবাসনগুলিতে আরও বেশি করে সচেতনতা গড়ে তুলতে হবে । আবাসনের বাসিন্দারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন যেখান থেকে তাঁরা সংক্রমিত হচ্ছেন । তবে যাঁদের প্রতিরোধ ক্ষমতা বেশি রয়েছে তাঁরা আক্রান্ত হচ্ছেন না । উপসর্গহীন বহু মানুষ । এদের থেকেই বাকিদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে ।" তবে এ'নিয়ে দুশ্চিন্তা করার কোনও কারণ নেই বলেও জানিয়েছেন তিনি । তাঁর কথায়, "নিরাপত্তার জন্য অনেক আবাসনেই পৌর স্বাস্থ্যকর্মীরা প্রবেশ করতে পারেন না । তবে আবাসনের বাসিন্দারা খবর দিলে পৌর স্বাস্থ্যকর্মী ও পৌর চিকিৎসকরা আবাসনে গিয়ে পরীক্ষা করবেন এবং প্রয়োজনীয় ওষুধ দেবেন । আবাসনগুলিতে নিয়মিত লিফলেট বিলি করা হবে । একটি ফোন নম্বর দেওয়া হবে । সেই নম্বরে ফোন করলেই পৌর চিকিৎসকরা পৌছে যাবেন সেই আবাসনে ।"

কলকাতা পৌর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান বলেন, "মানুষকে সচেতন হতে হবে । মাস্ক ব্যবহার করতে হবে এবং সর্বোপরি সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে । তাহলেই কোরোনার সংক্রমণ কমবে । কোরোনা হলেই মৃত্যু এমনটা নয় ।" শুধুমাত্র কোরোনার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সেই সংখ্যা কম বলেও দাবি করেছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.