ETV Bharat / city

Money Recovered in ED Raid: গার্ডেনরিচে অনলাইন গেমিংয়ে প্রতারণা কাণ্ডে ইডি হানা, উদ্ধার প্রায় সাড়ে 17 কোটি টাকা - গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে মিলল নগদ টাকা

কলকাতায় তিন এলাকায় ইডি’র তল্লাশি (ED Raid at Three Places in Kolkata) ৷ আর সেই তল্লাশিতেই উদ্ধার হল নগদ টাকা (Money Recovered in ED Raid) ৷ গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে খাটের নিচে ট্রাঙ্কে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছে ৷ অন লাইন গেমিংয়ে প্রতারণার অভিযোগে এই তল্লাশি বলে ইডি সূত্রে খবর ৷

Money Recovered in ED Raid
money-recovered-in-ed-raid-at-three-places-in-kolkata
author img

By

Published : Sep 10, 2022, 1:15 PM IST

Updated : Sep 11, 2022, 8:12 AM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: কলকাতার তিন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান (ED Raid at Three Places in Kolkata) ৷ পার্ক স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে এই তল্লাশি অভিযান চালিয়েছে ইডি’র আধিকারিকরা ৷ জানা গিয়েছে, এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকার হদিশ পেয়েছে ইডি (Money Recovered in ED Raid) ৷ গার্ডেনরিচে হওয়া তল্লাশি অভিযানে নিসার খানের বেডরুমে খাটের তলা থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে ৷ আপাতত উদ্ধার হওয়া টাকার পরিমাণ 18 কোটি ছাড়িয়ে গিয়েছে বলে ইডি সূত্রে খবর ৷ টাকা গোনার কাজ এখনও চলছে ৷ সেই টাকা গোনার জন্য মেশিন আনা হয়েছে ৷ অনলাইন গেমিংয়ে প্রতারণার অভিযোগে ইডি এই তল্লাশি অভিযান চালিয়েছে বলে খবর ৷

এ দিন সিজিও কমপ্লক্সে থেকে ইডি’র তিনটি দল আলাদাভাবে রওনা দেয় ৷ কলকাতার পার্ক স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে হানা দেয় ইডি’র তিনটি দল ৷ বিশাল কেন্দ্রীয় বাহিনী ছিল ইডি’র সঙ্গে ৷ পার্ক স্ট্রিট থানার 34 নম্বর ম্যাকলয়েড স্ট্রিটের একটি বহুতল আবাসনে এদিন সকালে হানা দিয়েছে ইডি ৷ সেখানে এক আইনজীবীর ফ্ল্যাটে ইডি’র গোয়েন্দারা গিয়েছেন বলে সূত্রের খবর ৷ তবে, ঠিক কার খোঁজ করছেন ইডি’র গোয়েন্দারা তা এখনও জানা যায়নি ৷ এমনকি তাঁকে পাওয়া গিয়েছে কি না, তাও নিশ্চিত করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

ইডি দ্বিতীয় দলটি গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে অভিযান চালিয়েছে ৷ সেখানে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়িতে হানা দিয়েছেন গোয়েন্দারা ৷ জানা গিয়েছে, প্রথমে ওই ব্যবসায়ী বাড়ির বাইরে ইডি আধিকারিকরা দাঁড়িয়ে ছিলেন ৷ একাধিকবার ডাকাডাকি করা হলেও, কেউ দরজা খোলেননি ৷ তখন গোয়েন্দারা ব্যবসায়ীকে ফোনও করেন ৷ কিন্তু, বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি উত্তর দেননি ৷ এর কিছুক্ষণবাদে বাড়ির ভিতর থেকে এক বৃদ্ধ এসে দরজা খুলে দেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের ৷

ইডি হানা, উদ্ধার 18 কোটির বেশি

আরও পড়ুন: সাতসকালে গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে ইডি'র হানা

আর সেই তল্লাশিতেই বেরিয়ে আসে থরে থরে টাকার বান্ডিল ৷ জানা গিয়েছে, টাকাগুলি নিসার খানের বাড়ির খাটের তলায় একটি ট্রাঙ্কে রাখা ছিল ৷ এ নিয়ে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে রিকুইজিশন দেওয়া হয়েছে ৷ ব্যাংক থেকে কর্মীরা এসে মেশিনের সাহায্যে সেই টাকা গোনা শুরু করে ৷ ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত 18 কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে ৷ জানা গিয়েছে, অনলাইন গেমিংয়ে প্রতারণার অভিযোগে ইডি এই তল্লাশি অভিযান চালিয়েছে বলে জানা গিয়েছে ৷ উদ্ধার হওয়া টাকা সেই প্রতারণার বলেই অনুমান গোয়েন্দাদের ৷

পাশাপাশি, শাহি আস্তাবলের পাশেই আরও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা ৷ ময়ূরভঞ্জ রোডে এক বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে সেই তল্লাশি চলছে ৷ জানা গিয়েছে, সেখান থেকে ব্যবসায়ীর এক আত্মীয়কে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকদের একটি দল পাশেই বিন্দুবাসিনী স্ট্রিটে, তাঁদের অন্য একটি বাড়িতে যায় ৷ সেখানেও তল্লাশি শুরু করেছে ইডি আধিকারিকরা ৷ ইডি সূত্রে খবর, বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত মামলায় এই অভিযান চালানো হয়েছে ৷

কলকাতা, 10 সেপ্টেম্বর: কলকাতার তিন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান (ED Raid at Three Places in Kolkata) ৷ পার্ক স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে এই তল্লাশি অভিযান চালিয়েছে ইডি’র আধিকারিকরা ৷ জানা গিয়েছে, এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকার হদিশ পেয়েছে ইডি (Money Recovered in ED Raid) ৷ গার্ডেনরিচে হওয়া তল্লাশি অভিযানে নিসার খানের বেডরুমে খাটের তলা থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে ৷ আপাতত উদ্ধার হওয়া টাকার পরিমাণ 18 কোটি ছাড়িয়ে গিয়েছে বলে ইডি সূত্রে খবর ৷ টাকা গোনার কাজ এখনও চলছে ৷ সেই টাকা গোনার জন্য মেশিন আনা হয়েছে ৷ অনলাইন গেমিংয়ে প্রতারণার অভিযোগে ইডি এই তল্লাশি অভিযান চালিয়েছে বলে খবর ৷

এ দিন সিজিও কমপ্লক্সে থেকে ইডি’র তিনটি দল আলাদাভাবে রওনা দেয় ৷ কলকাতার পার্ক স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে হানা দেয় ইডি’র তিনটি দল ৷ বিশাল কেন্দ্রীয় বাহিনী ছিল ইডি’র সঙ্গে ৷ পার্ক স্ট্রিট থানার 34 নম্বর ম্যাকলয়েড স্ট্রিটের একটি বহুতল আবাসনে এদিন সকালে হানা দিয়েছে ইডি ৷ সেখানে এক আইনজীবীর ফ্ল্যাটে ইডি’র গোয়েন্দারা গিয়েছেন বলে সূত্রের খবর ৷ তবে, ঠিক কার খোঁজ করছেন ইডি’র গোয়েন্দারা তা এখনও জানা যায়নি ৷ এমনকি তাঁকে পাওয়া গিয়েছে কি না, তাও নিশ্চিত করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

ইডি দ্বিতীয় দলটি গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে অভিযান চালিয়েছে ৷ সেখানে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়িতে হানা দিয়েছেন গোয়েন্দারা ৷ জানা গিয়েছে, প্রথমে ওই ব্যবসায়ী বাড়ির বাইরে ইডি আধিকারিকরা দাঁড়িয়ে ছিলেন ৷ একাধিকবার ডাকাডাকি করা হলেও, কেউ দরজা খোলেননি ৷ তখন গোয়েন্দারা ব্যবসায়ীকে ফোনও করেন ৷ কিন্তু, বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি উত্তর দেননি ৷ এর কিছুক্ষণবাদে বাড়ির ভিতর থেকে এক বৃদ্ধ এসে দরজা খুলে দেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের ৷

ইডি হানা, উদ্ধার 18 কোটির বেশি

আরও পড়ুন: সাতসকালে গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে ইডি'র হানা

আর সেই তল্লাশিতেই বেরিয়ে আসে থরে থরে টাকার বান্ডিল ৷ জানা গিয়েছে, টাকাগুলি নিসার খানের বাড়ির খাটের তলায় একটি ট্রাঙ্কে রাখা ছিল ৷ এ নিয়ে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে রিকুইজিশন দেওয়া হয়েছে ৷ ব্যাংক থেকে কর্মীরা এসে মেশিনের সাহায্যে সেই টাকা গোনা শুরু করে ৷ ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত 18 কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে ৷ জানা গিয়েছে, অনলাইন গেমিংয়ে প্রতারণার অভিযোগে ইডি এই তল্লাশি অভিযান চালিয়েছে বলে জানা গিয়েছে ৷ উদ্ধার হওয়া টাকা সেই প্রতারণার বলেই অনুমান গোয়েন্দাদের ৷

পাশাপাশি, শাহি আস্তাবলের পাশেই আরও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা ৷ ময়ূরভঞ্জ রোডে এক বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে সেই তল্লাশি চলছে ৷ জানা গিয়েছে, সেখান থেকে ব্যবসায়ীর এক আত্মীয়কে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকদের একটি দল পাশেই বিন্দুবাসিনী স্ট্রিটে, তাঁদের অন্য একটি বাড়িতে যায় ৷ সেখানেও তল্লাশি শুরু করেছে ইডি আধিকারিকরা ৷ ইডি সূত্রে খবর, বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত মামলায় এই অভিযান চালানো হয়েছে ৷

Last Updated : Sep 11, 2022, 8:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.