ETV Bharat / city

নচিকেতা কি BJP-তে যোগ দেবেন ? দেবশ্রী বললেন, সবাই স্বাগত - cutmoney

দলীয় কর্মসূচিতে এসে মুখ্যমন্ত্রীকে কাটমানি ইশুতে কটাক্ষ করলেন BJP নেত্রী তথা শিশু ও নারীকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরি । তিনি বলেন, "উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) উলটোপুরাণ গাইছেন । ওঁর সততার মুখোশ খুলে গেছে । "

দেবশ্রী চোধুরী- ফাইল ছবি
author img

By

Published : Jun 23, 2019, 7:56 PM IST

হাওড়া, 23 জুন: উলটোপুরাণ গাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওঁর মুখোশ খুলে গেছে । দলীয় কর্মসূচিতে যোগদান করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন BJP নেত্রী তথা নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী ।

আজ হাওড়ার সালকিয়ার শ্যামবাটিকাতে BJP-তে যোগদান করেন বেশকিছু তৃণমূল কর্মী-সমর্থক । এই অনুষ্ঠানে এসে দেবশ্রী বলেন,"মুখ্যমন্ত্রী উলটোপুরাণ গাইছেন । ভাবছেন উলটোপুরাণ গাইলে লোকে আবার তাঁকে ভোট দেবে। সেটা হয় না । ওনার সততার মুখোশ খুলে গেছে । ওনার দলে এমন কেউ নেই বা এমন কোনও কাজ হয়নি যাতে কাটমানি নেওয়া হয়নি। এজন্য প্রথমে ওনার বাড়ি থেকে তদন্ত শুরু করা উচিত ।" পাশাপাশি ভাটপাড়ার ঘটনা প্রসঙ্গে দেবশ্রী বলেন,"এই ধরনের ঘটনা নিয়ে আমাদের দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব চিন্তিত । পশ্চিমবঙ্গে বার বার এরকম ঘটনা ঘটে যখন পরিবর্তনের সময় আসে ।"

এই সংক্রান্ত আরও খবর পড়ুন : নচিকেতার গলায় "অ্যান্টিমমতা" সুর ! গান বাঁধলেন কাটমানি নিয়ে

কাটমানি ইশুতে গতকাল নচিকেতার ভাইরাল হওয়া গান প্রসঙ্গে দেবশ্রী বলেন, "আগে উনি (নচিকেতা) ওদের সঙ্গে ছিলেন । এখন ওনার মনে হয়েছে যা হচ্ছে, ঠিক হচ্ছে না । তাই তিনি সেটা গানে প্রকাশ করেছেন ।"

নচিকেতা কি BJP-তে যোগ দেবেন ? এই প্রশ্নের উত্তরে দেবশ্রী বলেন, "সবাইকে স্বাগত ।"

এই সংক্রান্ত আরও খবর পড়ুন : বাস্তবকে গানের মাধ্যমে প্রকাশের জন্য নচিদাকে ধন্যবাদ : লকেট

হাওড়া, 23 জুন: উলটোপুরাণ গাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওঁর মুখোশ খুলে গেছে । দলীয় কর্মসূচিতে যোগদান করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন BJP নেত্রী তথা নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী ।

আজ হাওড়ার সালকিয়ার শ্যামবাটিকাতে BJP-তে যোগদান করেন বেশকিছু তৃণমূল কর্মী-সমর্থক । এই অনুষ্ঠানে এসে দেবশ্রী বলেন,"মুখ্যমন্ত্রী উলটোপুরাণ গাইছেন । ভাবছেন উলটোপুরাণ গাইলে লোকে আবার তাঁকে ভোট দেবে। সেটা হয় না । ওনার সততার মুখোশ খুলে গেছে । ওনার দলে এমন কেউ নেই বা এমন কোনও কাজ হয়নি যাতে কাটমানি নেওয়া হয়নি। এজন্য প্রথমে ওনার বাড়ি থেকে তদন্ত শুরু করা উচিত ।" পাশাপাশি ভাটপাড়ার ঘটনা প্রসঙ্গে দেবশ্রী বলেন,"এই ধরনের ঘটনা নিয়ে আমাদের দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব চিন্তিত । পশ্চিমবঙ্গে বার বার এরকম ঘটনা ঘটে যখন পরিবর্তনের সময় আসে ।"

এই সংক্রান্ত আরও খবর পড়ুন : নচিকেতার গলায় "অ্যান্টিমমতা" সুর ! গান বাঁধলেন কাটমানি নিয়ে

কাটমানি ইশুতে গতকাল নচিকেতার ভাইরাল হওয়া গান প্রসঙ্গে দেবশ্রী বলেন, "আগে উনি (নচিকেতা) ওদের সঙ্গে ছিলেন । এখন ওনার মনে হয়েছে যা হচ্ছে, ঠিক হচ্ছে না । তাই তিনি সেটা গানে প্রকাশ করেছেন ।"

নচিকেতা কি BJP-তে যোগ দেবেন ? এই প্রশ্নের উত্তরে দেবশ্রী বলেন, "সবাইকে স্বাগত ।"

এই সংক্রান্ত আরও খবর পড়ুন : বাস্তবকে গানের মাধ্যমে প্রকাশের জন্য নচিদাকে ধন্যবাদ : লকেট

Intro:মুখ্যমন্ত্রী উল্টো পুরান গাইছেন, ভাবছেন উল্টো পুরান গাইলে লোকে আবার তাকে ভোট দেবে। ওনার মুখোশ খুলে গেছে। ওনার দলে এমন কেউ নেই বা এমন কোনো কাজ হয়নি যাতে কাটমানি নেওয়া হয় নি। উনি এখন উল্টো পুরান গাইচন। ওনার এই কাজ টা নিজের বাড়ি থেকেই শুরু করার দরকার ছিল। মুখ্যমন্ত্রী কে এভাবেই আক্রমণ করলেন নারী ও শিশু কল্যাণ রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী। Body:আজকে হাওড়া সালকিয়ার শ্যামবাটিকা তে তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদানের দলীয় কর্মসূচি তে এসে তিনি আরো বলেন রাজ্যে যেভাবে হিংসার রাজনীতি চলছে তা নিয়ে দল খুব চিন্তিত। কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব বারবার যাচ্ছেন রাজনৈতিক সংঘর্ষ হলে। বিরোধী দল কে হিংসার রাজনীতি দিয়ে দাবিয়ে রাখার প্রথা সেই কংগ্রেস আমল থেকে চলে আসছে। তৃণমূল কংগ্রেসও সেই রাস্তায় বেছে নিয়েছে। দেশের অন্য রাজ্যে রাজনীতি নিয়ে এই মৃত্যু হানাহানি হয় না। তাহলে পশ্চিমবঙ্গে কেন হবে। দলমত নির্বিশেষে এটা বন্ধ হওয়া দরকার। এই রাজনৈতিক হানাহানির মূল উৎসে গিয়ে তাকে নির্মূল করতে হবে।
প্রসঙ্গত গতকাল গায়ক নচিকেতার ভাইরাল হওয়া গানের ভিডিও প্রসঙ্গেও বলেন। উনি আগে ওদের সাথে ছিলেন , এখন ওনার মনে হয়েছে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। তাই তিনি বলছেন। নচিকেতার বিজেপি তে যোগদানের প্রসঙ্গে তিনি বলেন সবাই স্বাগত।
মানুষ পরিবর্তন চাইছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.