হাওড়া, 23 জুন: উলটোপুরাণ গাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওঁর মুখোশ খুলে গেছে । দলীয় কর্মসূচিতে যোগদান করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন BJP নেত্রী তথা নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী ।
আজ হাওড়ার সালকিয়ার শ্যামবাটিকাতে BJP-তে যোগদান করেন বেশকিছু তৃণমূল কর্মী-সমর্থক । এই অনুষ্ঠানে এসে দেবশ্রী বলেন,"মুখ্যমন্ত্রী উলটোপুরাণ গাইছেন । ভাবছেন উলটোপুরাণ গাইলে লোকে আবার তাঁকে ভোট দেবে। সেটা হয় না । ওনার সততার মুখোশ খুলে গেছে । ওনার দলে এমন কেউ নেই বা এমন কোনও কাজ হয়নি যাতে কাটমানি নেওয়া হয়নি। এজন্য প্রথমে ওনার বাড়ি থেকে তদন্ত শুরু করা উচিত ।" পাশাপাশি ভাটপাড়ার ঘটনা প্রসঙ্গে দেবশ্রী বলেন,"এই ধরনের ঘটনা নিয়ে আমাদের দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব চিন্তিত । পশ্চিমবঙ্গে বার বার এরকম ঘটনা ঘটে যখন পরিবর্তনের সময় আসে ।"
এই সংক্রান্ত আরও খবর পড়ুন : নচিকেতার গলায় "অ্যান্টিমমতা" সুর ! গান বাঁধলেন কাটমানি নিয়ে
কাটমানি ইশুতে গতকাল নচিকেতার ভাইরাল হওয়া গান প্রসঙ্গে দেবশ্রী বলেন, "আগে উনি (নচিকেতা) ওদের সঙ্গে ছিলেন । এখন ওনার মনে হয়েছে যা হচ্ছে, ঠিক হচ্ছে না । তাই তিনি সেটা গানে প্রকাশ করেছেন ।"
নচিকেতা কি BJP-তে যোগ দেবেন ? এই প্রশ্নের উত্তরে দেবশ্রী বলেন, "সবাইকে স্বাগত ।"
এই সংক্রান্ত আরও খবর পড়ুন : বাস্তবকে গানের মাধ্যমে প্রকাশের জন্য নচিদাকে ধন্যবাদ : লকেট