ETV Bharat / city

বিধানসভায় পাস বিধান পরিষদ প্রস্তাব - member of legislative council

বিধানসভায় পাস হল বিধান পরিষদ প্রস্তাব ৷ মঙ্গলবার প্রস্তাবটি 196-69 ভোটে পাস হয়ে যায় ৷ প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি ৷

mlc bill passed in west bengal assembly
বিধানসভায় পাস বিধান পরিষদ বিল
author img

By

Published : Jul 6, 2021, 6:11 PM IST

Updated : Jul 6, 2021, 10:22 PM IST

কলকাতা, 6 জুলাই : পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Legislative Assembly) পাস হল বিধান পরিষদ প্রস্তাব ৷ মঙ্গলবার বিধানসভার অধিবেশনের দ্বিতীয় অর্ধে এই প্রস্তাব পেশ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের তরফে ৷ সেই প্রস্তাব 196-69 ভোটে পাস হয়ে যায় ৷

এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন 196 জন ৷ আর বিরোধিতায় ভোট দিয়েছেন 69 জন ৷ বিধানসভায় এই প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি ৷ খরচের বৃদ্ধি-সহ একাধিক কারণ দেখিয়ে তারা এর বিরোধিতা করে ৷

আরও পড়ুন : কাল নন্দীগ্রাম মামলায় বিচারপতির বেঞ্চ পরিবর্তনের মামলার রায়

প্রসঙ্গত, বিধান পরিষদ (Legislative Council) গঠন করার বিষয়টি কয়েকমাস আগেই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার দিন তিনি এই বিষয়টি জানান ৷ এবার বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় বড়সড় রদবদল এনেছিলেন তৃণমূলনেত্রী ৷ বয়স ও অসুস্থতার কারণে অনেক বিধায়ক বাদ পড়েছিলেন ৷ তাঁদের বিধান পরিষদে জায়গা দেওয়ার কথা বলেছিলেন মমতা ৷

আর সেই মতো ভোটে জেতার পর বিধান পরিষদ গঠনের প্রস্তুতি শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ মন্ত্রিসভার অনুমোদনের ওই প্রস্তাব মঙ্গলবার বিধানসভায় পাস করানো হল ৷ তবে এই প্রস্তাব কার্যকর করতে হলে এই নিয়ে আইন পাস করাতে হবে সংসদ থেকে ৷ সেখানে কি পাস করানো সম্ভব হবে ? সেটা নিয়ে প্রশ্ন থাকছেই ৷

আরও পড়ুন : রাজ্যে এবার খেলা হবে দিবস, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধানসভার এই দ্বিতীয়স্তরীয় ব্যবস্থায় দু’টি কক্ষ ৷ নিম্নকক্ষ বিধানসভা, যেখানে ভোটে জিতে আসা বিধায়করা থাকবেন ৷ আর উচ্চকক্ষ বিধান পরিষদে থাকবেন সেই প্রতিনিধিরা যাঁদের নির্বাচন করবেন বিধায়করা ৷ পশ্চিমবঙ্গ বিধানসভায় এই দ্বিস্তরীয় ব্যবস্থা ছিল ৷ কিন্তু 1969 সালে তা তুলে দেওয়া হয় ৷

মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়েছেন, তার মধ্যে অন্যতম রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনা । পশ্চিমবঙ্গে 1952 সালে বিধান পরিষদ গঠিত হয়েছিল । পরে অবশ্য তা ভেঙে দেওয়া হয় । এখন বিধান পরিষদকে ফিরিয়ে আনার যে প্রয়াস বর্তমান রাজ্য সরকার করছে, তার সমালোচনা করতে ছাড়ছে না বিরোধীরা । বিরোধী শিবিরের বক্তব্য, এই অতিমারীর সময়ে যখন প্রায় বেশিরভাগ সরকার অন্যান্য খরচে কাঁটছাঁট করে বিভিন্ন সামাজিক ক্ষেত্রগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, তখন রাজ্য সরকার বিধান পরিষদ করে খরচের বোঝা বাড়াচ্ছে । বিরোধীদের কথায়, নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষকে তুষ্ট করার জন্যই বিধান পরিষদ পুনর্গঠন করার কথা হচ্ছে ।

কলকাতা, 6 জুলাই : পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Legislative Assembly) পাস হল বিধান পরিষদ প্রস্তাব ৷ মঙ্গলবার বিধানসভার অধিবেশনের দ্বিতীয় অর্ধে এই প্রস্তাব পেশ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের তরফে ৷ সেই প্রস্তাব 196-69 ভোটে পাস হয়ে যায় ৷

এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন 196 জন ৷ আর বিরোধিতায় ভোট দিয়েছেন 69 জন ৷ বিধানসভায় এই প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি ৷ খরচের বৃদ্ধি-সহ একাধিক কারণ দেখিয়ে তারা এর বিরোধিতা করে ৷

আরও পড়ুন : কাল নন্দীগ্রাম মামলায় বিচারপতির বেঞ্চ পরিবর্তনের মামলার রায়

প্রসঙ্গত, বিধান পরিষদ (Legislative Council) গঠন করার বিষয়টি কয়েকমাস আগেই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার দিন তিনি এই বিষয়টি জানান ৷ এবার বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় বড়সড় রদবদল এনেছিলেন তৃণমূলনেত্রী ৷ বয়স ও অসুস্থতার কারণে অনেক বিধায়ক বাদ পড়েছিলেন ৷ তাঁদের বিধান পরিষদে জায়গা দেওয়ার কথা বলেছিলেন মমতা ৷

আর সেই মতো ভোটে জেতার পর বিধান পরিষদ গঠনের প্রস্তুতি শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ মন্ত্রিসভার অনুমোদনের ওই প্রস্তাব মঙ্গলবার বিধানসভায় পাস করানো হল ৷ তবে এই প্রস্তাব কার্যকর করতে হলে এই নিয়ে আইন পাস করাতে হবে সংসদ থেকে ৷ সেখানে কি পাস করানো সম্ভব হবে ? সেটা নিয়ে প্রশ্ন থাকছেই ৷

আরও পড়ুন : রাজ্যে এবার খেলা হবে দিবস, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধানসভার এই দ্বিতীয়স্তরীয় ব্যবস্থায় দু’টি কক্ষ ৷ নিম্নকক্ষ বিধানসভা, যেখানে ভোটে জিতে আসা বিধায়করা থাকবেন ৷ আর উচ্চকক্ষ বিধান পরিষদে থাকবেন সেই প্রতিনিধিরা যাঁদের নির্বাচন করবেন বিধায়করা ৷ পশ্চিমবঙ্গ বিধানসভায় এই দ্বিস্তরীয় ব্যবস্থা ছিল ৷ কিন্তু 1969 সালে তা তুলে দেওয়া হয় ৷

মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়েছেন, তার মধ্যে অন্যতম রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনা । পশ্চিমবঙ্গে 1952 সালে বিধান পরিষদ গঠিত হয়েছিল । পরে অবশ্য তা ভেঙে দেওয়া হয় । এখন বিধান পরিষদকে ফিরিয়ে আনার যে প্রয়াস বর্তমান রাজ্য সরকার করছে, তার সমালোচনা করতে ছাড়ছে না বিরোধীরা । বিরোধী শিবিরের বক্তব্য, এই অতিমারীর সময়ে যখন প্রায় বেশিরভাগ সরকার অন্যান্য খরচে কাঁটছাঁট করে বিভিন্ন সামাজিক ক্ষেত্রগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, তখন রাজ্য সরকার বিধান পরিষদ করে খরচের বোঝা বাড়াচ্ছে । বিরোধীদের কথায়, নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষকে তুষ্ট করার জন্যই বিধান পরিষদ পুনর্গঠন করার কথা হচ্ছে ।

Last Updated : Jul 6, 2021, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.