ETV Bharat / city

Miscreants monitoring Magistrate's house: ম্যাজিস্ট্রেটের পরিবারের উপর নজরদারি ! তদন্তে লালবাজার - ম্যাজিস্ট্রেটের পরিবারের উপর নজরদারি

ম্যাজিস্ট্রেটের পরিবারের উপর নজরদারি চালানোর অভিযোগ পেয়ে তদন্ত (Kolkata Police) শুরু করল লালবাজার (Miscreants monitoring Magistrate's house)৷ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ ৷

Miscreants monitoring Magistrate's house, Kolkata Police starts investigation
ম্যাজিস্ট্রেটের পরিবারের উপর নজরদারি ! তদন্তে লালবাজার
author img

By

Published : May 6, 2022, 12:02 PM IST

কলকাতা, 6 মে: কলকাতায় সিন্ডিকেট থেকে শুরু করে প্রকাশ্যে গুলি চলা এবং জনবহুল এলাকায় যুবককে কুপিয়ে খুনের ঘটনার পর এ বার ব্যাঙ্কশাল আদালতের 6 নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পরিবারের উপর নজরদারি চালানোর অভিযোগ উঠল এক দল বহিরাগতর বিরুদ্ধে । যা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে নগরপাল বিনীত গোয়েলের কাছে (Kolkata Police)।

ব্যাঙ্কশাল আদালতের 6 নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সোহম মুখোপাধ্যায়ের পরিবারের উপর নজরদারি চালানোর অভিযোগ উঠল । অভিযোগ, বেশ কয়েকজন বহিরাগতের বিরুদ্ধে । জানা গিয়েছে, গত 3মে রাত একটা থেকে তিনটে পর্যন্ত বেশ কয়েকজন যুবক ম্যাজিস্ট্রেটের বাড়ির উপর নজর রাখছিল । তারা প্রত্যেকেই বাইকে করে এসেছিল বলে জানা যায় । ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের পরিবার কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছে । ইমেল এবং চিঠি মারফত একটি অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় নিউ আলিপুর থানায় । পাশাপাশি অভিযোগ দায়ের করা হয়েছে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের কাছেও ।

এরপরেই নগরপাল সরাসরি যোগাযোগ করেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা এবং কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাগারিয়ার সঙ্গে । ঘটনাস্থলে যায় নিউ আলিপুর থানার পুলিশ । ম্যাজিস্ট্রেটের পরিবারকে নিরাপত্তা দেওয়ার বন্দোবস্ত করেছে লালবাজার (Miscreants monitoring Magistrate's house)।

আরও পড়ুন: Berhampore College Student Murder Case : এরকম হলে আর ঘর ভাড়া দেব না, আতঙ্কিত খুনে অভিযুক্ত সুশান্তর মেস মালিক

অভিযোগ, অক্ষয় তৃতীয়ার রাতে এই ঘটনা ঘটে । সে দিন রাতে বেশ কয়েকজন যুবক বাইকে করে এসে ওই ম্যাজিস্ট্রেটের বাড়ির সামনে ঘুরে বেড়ায় এবং তাদের বাড়ির নেমপ্লেট-এর ছবি তোলে । যদিও এ বিষয়ে কলকাতা পুলিশের পদস্থ কর্তারা মুখ খুলতে চাননি । ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । গতকাল রাতেই তাঁরা নিউ আলিপুর থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেছেন । পাশাপাশি নিউ আলিপুরের বেশকিছু রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং বিশেষ করে ব্যাঙ্কশাল আদালতের 6 নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বাড়ির সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছেন গোয়েন্দারা । কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে চিন্তা লালবাজারের কর্তারা ।

কলকাতা, 6 মে: কলকাতায় সিন্ডিকেট থেকে শুরু করে প্রকাশ্যে গুলি চলা এবং জনবহুল এলাকায় যুবককে কুপিয়ে খুনের ঘটনার পর এ বার ব্যাঙ্কশাল আদালতের 6 নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পরিবারের উপর নজরদারি চালানোর অভিযোগ উঠল এক দল বহিরাগতর বিরুদ্ধে । যা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে নগরপাল বিনীত গোয়েলের কাছে (Kolkata Police)।

ব্যাঙ্কশাল আদালতের 6 নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সোহম মুখোপাধ্যায়ের পরিবারের উপর নজরদারি চালানোর অভিযোগ উঠল । অভিযোগ, বেশ কয়েকজন বহিরাগতের বিরুদ্ধে । জানা গিয়েছে, গত 3মে রাত একটা থেকে তিনটে পর্যন্ত বেশ কয়েকজন যুবক ম্যাজিস্ট্রেটের বাড়ির উপর নজর রাখছিল । তারা প্রত্যেকেই বাইকে করে এসেছিল বলে জানা যায় । ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের পরিবার কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছে । ইমেল এবং চিঠি মারফত একটি অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় নিউ আলিপুর থানায় । পাশাপাশি অভিযোগ দায়ের করা হয়েছে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের কাছেও ।

এরপরেই নগরপাল সরাসরি যোগাযোগ করেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা এবং কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাগারিয়ার সঙ্গে । ঘটনাস্থলে যায় নিউ আলিপুর থানার পুলিশ । ম্যাজিস্ট্রেটের পরিবারকে নিরাপত্তা দেওয়ার বন্দোবস্ত করেছে লালবাজার (Miscreants monitoring Magistrate's house)।

আরও পড়ুন: Berhampore College Student Murder Case : এরকম হলে আর ঘর ভাড়া দেব না, আতঙ্কিত খুনে অভিযুক্ত সুশান্তর মেস মালিক

অভিযোগ, অক্ষয় তৃতীয়ার রাতে এই ঘটনা ঘটে । সে দিন রাতে বেশ কয়েকজন যুবক বাইকে করে এসে ওই ম্যাজিস্ট্রেটের বাড়ির সামনে ঘুরে বেড়ায় এবং তাদের বাড়ির নেমপ্লেট-এর ছবি তোলে । যদিও এ বিষয়ে কলকাতা পুলিশের পদস্থ কর্তারা মুখ খুলতে চাননি । ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । গতকাল রাতেই তাঁরা নিউ আলিপুর থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেছেন । পাশাপাশি নিউ আলিপুরের বেশকিছু রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং বিশেষ করে ব্যাঙ্কশাল আদালতের 6 নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বাড়ির সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছেন গোয়েন্দারা । কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে চিন্তা লালবাজারের কর্তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.