ETV Bharat / city

Aroop Biswas : জনবিচ্ছিন্ন বিজেপির কথার দাম নেই, কটাক্ষ অরূপ বিশ্বাসের

বিজেপির কথার দাম নেই বলে মন্তব্য করলেন অরূপ বিশ্বাস (Aroop Biswas) ৷ এদিন রাখি বন্ধন উৎসবের মধ্যেই মাস্ক বন্ধন উৎসব পালন করলেন তিনি ৷ করোনাকালে মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহলের মানুষ ৷ এই অনুষ্ঠানেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করলেন মন্ত্রী ৷

বিজেপিকে কটাক্ষ অরূপের
বিজেপিকে কটাক্ষ অরূপের
author img

By

Published : Aug 22, 2021, 8:38 PM IST

কলকাতা, 22 অগস্ট : বিজেপিকে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল বলে মন্তব্য করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) ৷ রাখি বন্ধন অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেরুয়া শিবিরকে একহাত নিলেন মন্ত্রী ৷

মুখ্যমন্ত্রীর ভাবনা, ক্রীড়ামন্ত্রীর উদ্যোগে তার বাস্তবায়ন । এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ক্রীড়া দফতরের ব্যবস্থাপনায় রাখি বন্ধন উৎসবে মাস্ক বন্ধন উৎসব পালন করলেন অরূপ বিশ্বাস । বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে সচেতনতা গড়ে তুলতে সৌভ্রাতৃত্বের উৎসবকে অন্যভাবে পালন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন উৎসবকে ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন সুরে পালনের ভাবনায় অভিনবত্ব রয়েছে, যা রবিবারের সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত সেলিব্রিটি এবং গুণীজনদের চমকে দিয়েছে ।

মন্ত্রী বলেন, "তবে যে কারণে 116 বছর আগে কবিগুরু পথে নেমেছিলেন সেই বঙ্গভঙ্গের স্রোত বর্তমানে ইতিউতি উঁকি দিচ্ছে ।" উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার কথা প্রধান বিরোধী দলের মুখে শোনা যাচ্ছে । বিরোধী শিবিরের এই উস্কানিকে কার্যত বাপি বাড়ি যা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী । বললেন, "যারা মানুষের দ্বারা উপেক্ষিত, যারা জনবিচ্ছিন্ন, তাদের দাবির কোনও মূল্য নেই ।"

জনবিচ্ছিন্ন বলে বিজেপিকে কটাক্ষ অরূপের ৷

পাশাপাশি রাজ্যে করোনার টিকাকরণ সঠিকভাবে হচ্ছে না বলে দাবি উঠেছে । এই প্রসঙ্গে অরূপ বিশ্বাস কেন্দ্রের বঞ্চনার কথা সামনে নিয়ে এসেছেন । তবে সবার টিকাকরণের বিষয়ে আশ্বাস দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ।

আরও পড়ুন : Visva-Bharati : বিশ্বভারতীতে তৃণমূলের রাখীবন্ধন উৎসব ঘিরে বিতর্ক

কলকাতা, 22 অগস্ট : বিজেপিকে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল বলে মন্তব্য করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) ৷ রাখি বন্ধন অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেরুয়া শিবিরকে একহাত নিলেন মন্ত্রী ৷

মুখ্যমন্ত্রীর ভাবনা, ক্রীড়ামন্ত্রীর উদ্যোগে তার বাস্তবায়ন । এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ক্রীড়া দফতরের ব্যবস্থাপনায় রাখি বন্ধন উৎসবে মাস্ক বন্ধন উৎসব পালন করলেন অরূপ বিশ্বাস । বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে সচেতনতা গড়ে তুলতে সৌভ্রাতৃত্বের উৎসবকে অন্যভাবে পালন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন উৎসবকে ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন সুরে পালনের ভাবনায় অভিনবত্ব রয়েছে, যা রবিবারের সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত সেলিব্রিটি এবং গুণীজনদের চমকে দিয়েছে ।

মন্ত্রী বলেন, "তবে যে কারণে 116 বছর আগে কবিগুরু পথে নেমেছিলেন সেই বঙ্গভঙ্গের স্রোত বর্তমানে ইতিউতি উঁকি দিচ্ছে ।" উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার কথা প্রধান বিরোধী দলের মুখে শোনা যাচ্ছে । বিরোধী শিবিরের এই উস্কানিকে কার্যত বাপি বাড়ি যা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী । বললেন, "যারা মানুষের দ্বারা উপেক্ষিত, যারা জনবিচ্ছিন্ন, তাদের দাবির কোনও মূল্য নেই ।"

জনবিচ্ছিন্ন বলে বিজেপিকে কটাক্ষ অরূপের ৷

পাশাপাশি রাজ্যে করোনার টিকাকরণ সঠিকভাবে হচ্ছে না বলে দাবি উঠেছে । এই প্রসঙ্গে অরূপ বিশ্বাস কেন্দ্রের বঞ্চনার কথা সামনে নিয়ে এসেছেন । তবে সবার টিকাকরণের বিষয়ে আশ্বাস দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ।

আরও পড়ুন : Visva-Bharati : বিশ্বভারতীতে তৃণমূলের রাখীবন্ধন উৎসব ঘিরে বিতর্ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.