ETV Bharat / city

Covid-19 : করোনা নিয়ে সতর্ক থাকতে হবে, রাজ্যকে বার্তা কেন্দ্রের - এখনও করোনা শেষ হয়নি, রাজ্যগুলিকে সচেতন হতে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের

ইতিমধ্যেই কোভিড সচেতনতা ক্ষেত্রে আত্মতুষ্টির কোনও জায়গা নেই । কারণ করোনা পরিস্থিতি এখনও পুরোদমেই চলছে ৷ বিধি-নিষেধে ছাড় দেওয়ার কথা না ভাঙাই শ্রেয় ৷ রাজ্যগুলিকে সুস্পষ্ট সতর্ক বার্তা পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) ৷ এনিয়ে এদিন মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিবদের চিঠি পাঠানো হয়েছে ৷

কেন্দ্রের তরফে পুজোর আগেই রাজ্যে পাঠানো হল করোনার সতর্ক বার্তা
কেন্দ্রের তরফে পুজোর আগেই রাজ্যে পাঠানো হল করোনার সতর্ক বার্তা
author img

By

Published : Jul 28, 2021, 11:06 PM IST

কলকাতা, 28 জুলাই : পুজোর আগেই এল স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) সতর্ক বার্তা ৷ দেশজুড়ে করোনার সংক্রমণ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি । অনেক রাজ্য তাদের নিজেদের মতো করে বিধি-নিষেধের ক্ষেত্রে শিথিলতা নিয়ে এসেছে ৷ এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে চিঠি লিখে রাজ্যের মুখ্যসচিবদের সতর্ক করা হল । চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, অনেক রাজ্য তাদের নিজেদের মতো করে বিধি-নিষেধের ক্ষেত্রে ছাড় দিয়েছে । তবে এমনটি ভাবার কারণ নেই যে করোনা সংক্রমণ শেষ হয়ে গিয়েছে । সংক্রমণের গতি এখনও যথেষ্ট বেশি । এই অবস্থায় এখনও সর্তকতা বজায় রাখা জরুরি । কোভিড সচেতনতা ক্ষেত্রে আত্মতুষ্টির কোনও জায়গা নেই ।

চিঠিতে বলা হয়েছে, রাজ্যের সামগ্রিক সংক্রমণের হার অনেক কম হলেও বেশ কিছু জেলায় এখনও সংক্রমণ যথেষ্ট বিপজ্জনক মাত্রায় রয়েছে । সেই সমস্ত জেলাগুলিকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছে স্বরাষ্ট্রমন্ত্রক ।

কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, সামনেই উৎসবের মরসুম আসছে । সেক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণ এবং কীভাবে জনবহুল জায়গাগুলিতে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায় তার জন্য নির্দিষ্ট নীতি নিতে হবে রাজ্যকে । এক্ষেত্রে পাঁচমুখী নীতির পরামর্শ দিয়েছে কেন্দ্র । টেস্ট অর্থাৎ করোনা পরীক্ষা, ট্রাক অর্থাৎ নজরদারি, ট্রিট অর্থাৎ সঠিক চিকিৎসা, ভ্যাক্সিনেশন অর্থাৎ টিকাকরণ এবং করোনা বিধি সঠিকভাবে মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে । মূলত এসব মাথায় রেখেই জেলা ও স্থানীয় প্রশাসনকে করোনা নিয়ন্ত্রণে আরও কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে ।

আরও পড়ুন : West Bengal Corona Cases : রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু বেড়ে 14

কলকাতা, 28 জুলাই : পুজোর আগেই এল স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) সতর্ক বার্তা ৷ দেশজুড়ে করোনার সংক্রমণ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি । অনেক রাজ্য তাদের নিজেদের মতো করে বিধি-নিষেধের ক্ষেত্রে শিথিলতা নিয়ে এসেছে ৷ এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে চিঠি লিখে রাজ্যের মুখ্যসচিবদের সতর্ক করা হল । চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, অনেক রাজ্য তাদের নিজেদের মতো করে বিধি-নিষেধের ক্ষেত্রে ছাড় দিয়েছে । তবে এমনটি ভাবার কারণ নেই যে করোনা সংক্রমণ শেষ হয়ে গিয়েছে । সংক্রমণের গতি এখনও যথেষ্ট বেশি । এই অবস্থায় এখনও সর্তকতা বজায় রাখা জরুরি । কোভিড সচেতনতা ক্ষেত্রে আত্মতুষ্টির কোনও জায়গা নেই ।

চিঠিতে বলা হয়েছে, রাজ্যের সামগ্রিক সংক্রমণের হার অনেক কম হলেও বেশ কিছু জেলায় এখনও সংক্রমণ যথেষ্ট বিপজ্জনক মাত্রায় রয়েছে । সেই সমস্ত জেলাগুলিকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছে স্বরাষ্ট্রমন্ত্রক ।

কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, সামনেই উৎসবের মরসুম আসছে । সেক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণ এবং কীভাবে জনবহুল জায়গাগুলিতে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায় তার জন্য নির্দিষ্ট নীতি নিতে হবে রাজ্যকে । এক্ষেত্রে পাঁচমুখী নীতির পরামর্শ দিয়েছে কেন্দ্র । টেস্ট অর্থাৎ করোনা পরীক্ষা, ট্রাক অর্থাৎ নজরদারি, ট্রিট অর্থাৎ সঠিক চিকিৎসা, ভ্যাক্সিনেশন অর্থাৎ টিকাকরণ এবং করোনা বিধি সঠিকভাবে মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে । মূলত এসব মাথায় রেখেই জেলা ও স্থানীয় প্রশাসনকে করোনা নিয়ন্ত্রণে আরও কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে ।

আরও পড়ুন : West Bengal Corona Cases : রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু বেড়ে 14

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.