ETV Bharat / city

আগামী রবিবার আইসিডিএস পরীক্ষার দিনে বাড়ানো হল মেট্রোর সংখ্যা - মেট্রোর পরিষেবা

বর্তমানে প্রতি রবিবার 68টি মেট্রো চালানো হয় । তবে আগামী রবিবার পরীক্ষার জন্য 74টি ট্রেন চালানো হবে ।

metro to run additional services for wb icds
metro to run additional services for wb icds
author img

By

Published : Dec 12, 2020, 6:45 AM IST

কলকাতা, 12 ডিসেম্বর: এবার ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার (মেইনস) 2019-এর পরীক্ষার্থীদের সুবিধার জন্য বাড়ানো হল আগামী রবিবারের মেট্রোর সংখ্যা ।

এই আইসিডিএস পরীক্ষাটি শুধুমাত্র মহিলাদের জন্য । তাই আগামী 13 ডিসেম্বর শহরের মধ্যে ও শহরতলি থেকে আসা পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বাড়ানো হল কলকাতা মেট্রোর রবিবারের পরিষেবার সংখ্যা । এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো । বর্তমানে প্রতি রবিবার 68টি মেট্রো চালানো হয় । তবে ওই দিন পরীক্ষার জন্য 74টি ট্রেন চালানো হবে । দমদম ও কবি সুভাষ থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 10টার বদলে সকাল 9টার সময় । পাশাপাশি নোয়াপাড়া থেকে 10টা বেজে 13 মিনিটের পরিবর্তে 9টা বেজে 13 মিনিটে ছাড়বে । দিনের শেষ মেট্রো দমদম থেকে রাত 9টায় ও নোয়াপাড়া থেকে ছাড়বে 8টা বেজে 53 মিনিটে ।

পরীক্ষার্থীদের ই-পাস দেখাতে হবে না । তবে প্রবেশ গেটে তাঁদের অ্যাডমিট কার্ড দেখানো বাধ্যতামূলক ।

কলকাতা, 12 ডিসেম্বর: এবার ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার (মেইনস) 2019-এর পরীক্ষার্থীদের সুবিধার জন্য বাড়ানো হল আগামী রবিবারের মেট্রোর সংখ্যা ।

এই আইসিডিএস পরীক্ষাটি শুধুমাত্র মহিলাদের জন্য । তাই আগামী 13 ডিসেম্বর শহরের মধ্যে ও শহরতলি থেকে আসা পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বাড়ানো হল কলকাতা মেট্রোর রবিবারের পরিষেবার সংখ্যা । এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো । বর্তমানে প্রতি রবিবার 68টি মেট্রো চালানো হয় । তবে ওই দিন পরীক্ষার জন্য 74টি ট্রেন চালানো হবে । দমদম ও কবি সুভাষ থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 10টার বদলে সকাল 9টার সময় । পাশাপাশি নোয়াপাড়া থেকে 10টা বেজে 13 মিনিটের পরিবর্তে 9টা বেজে 13 মিনিটে ছাড়বে । দিনের শেষ মেট্রো দমদম থেকে রাত 9টায় ও নোয়াপাড়া থেকে ছাড়বে 8টা বেজে 53 মিনিটে ।

পরীক্ষার্থীদের ই-পাস দেখাতে হবে না । তবে প্রবেশ গেটে তাঁদের অ্যাডমিট কার্ড দেখানো বাধ্যতামূলক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.