ETV Bharat / city

Metro Rail Service : মহরমে সংযত সংখ্যা, রবিবার ডাব্লুবিসিএস পরীক্ষার দিনে চলবে মেট্রো

author img

By

Published : Aug 18, 2021, 10:29 PM IST

রবিবার 22 অগস্ট ডাব্লুবিসিএস পরীক্ষার (WBCS Exam) দিন 112টি মেট্রো চালানো হবে ৷ তার দু'দিন আগে মহরমের দিন মেট্রো চালানো হবে, তবে সংখ্যায় কম ৷ সিদ্ধান্ত জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro Rail Corporation) ৷

মহরম এবং ডাব্লুবিসিএস পরীক্ষার দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন
মহরম এবং ডাব্লুবিসিএস পরীক্ষার দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন

কলকাতা, 18 অগস্ট : মহরমের দিন স্বাভাবিকের চেয়ে কম মেট্রো চলানোর কথা জানাল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro Rail Corporation) । পাশাপাশি ডাব্লুবিসিএস পরীক্ষার (WBCS Exam) দিন বিশেষ পরিষেবা দেবে মেট্রো রেল, সে কথাও এদিন জানিয়েছে কর্তৃপক্ষ ৷ ডাব্লুবিসিএস পরীক্ষা রবিবার পড়লেও সেদিন মেট্রো পরিষেবা পাবেন পরীক্ষার্থীরা ৷

আগামী 20 অগস্ট মহরমের দিন কমানো হচ্ছে মেট্রোর সংখ্যা । এমনিতে এখন সোম থেকে শুক্রবার পর্যন্ত 228টি ট্রেন চলছে ৷ মহরমের দিন সংখ্যা কমিয়ে চালানো হবে 172টি ৷ কবি সুভাষ ও দক্ষিণেশ্বরে মধ্যে চলবে 165টি ট্রেন । দিনের ব্যস্ত সময় প্রতি 8 মিনিট অন্তর চলবে ট্রেন । মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মহরমের ছুটিতে বেশিরভাগ অফিস ছুটি থাকবে তাই যাত্রী সংখ্যাও তুলনামূলকভাবে কম থাকবে । তবে দিনটি পড়েছে শুক্রবার ৷ বেসরকারি ক্ষেত্রে অনেক অফিস খোলা থাকবে ৷ সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত ৷ তাছাড়া কোভিড পরিস্থিতিতে সংক্রমণের কথা ভেবে ভিড় সংযত রাখার চেষ্টা তো চলছেই ৷ তাই উৎসবের দিনেও ভিড় সংযত রাখার জন্য পরিষেবাও সংযত রাখা হচ্ছে ৷ শুধু প্রয়োজনের কথা ভেবে 172টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

মহরমের দিন সকাল আটটায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে এবং দক্ষিণেশ্বরের থেকে কবি সুভাষের উদ্দেশে দিনের প্রথম ট্রেন ছাড়বে । একই সময়ে দমদম থেকে দিনের প্রথম ট্রেন ছাড়বে কবি সুভাষের উদ্দেশে । দিনের শেষ ট্রেনের ক্ষেত্রে রাত 8.48 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে এবং রাত 9টায় দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে ট্রেন ছাড়বে ৷

22 অগস্ট ডাব্লুবিসিএস পরীক্ষার জন্য রবিবার মেট্রো পরিষেবা চালু রাখবে কর্তৃপক্ষ ৷ এমনিতে রবিবার মেট্রো পরিষেবা এখন বন্ধ রাখা হচ্ছে ৷ তবে গুরুত্বপূর্ণ এই পরীক্ষার কথা ভেবে 112টি ট্রেন চালানো হবে ৷ কবি সুভাষ, দক্ষিণেশ্বর এবং দমদম থেকে দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল দশটায় ৷ দিনের শেষে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত 8.48 মিনিটে এবং দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত 9টায় ট্রেন ছাড়বে ৷

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ডাব্লুবিসিএস পরীক্ষার দিন শুধু পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবক এবং পরীক্ষার সঙ্গে যুক্ত কর্মীরাই এই পরিষেবা পাবেন ৷ যে কোনও মেট্রো স্টেশনে প্রবেশ করতে গেলে তাঁদের পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং প্রয়োজনীয় আইকার্ড দেখাতে হবে ৷ পরীক্ষার্থী বা পরীক্ষার সঙ্গে যুক্ত কর্মী ছাড়া সাধারণ যাত্রীরা এদিন মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন না ৷

আরও পড়ুন : আজ থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো, অগস্ট পর্যন্ত বাড়ল স্মার্ট কার্ডের মেয়াদ

কলকাতা, 18 অগস্ট : মহরমের দিন স্বাভাবিকের চেয়ে কম মেট্রো চলানোর কথা জানাল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro Rail Corporation) । পাশাপাশি ডাব্লুবিসিএস পরীক্ষার (WBCS Exam) দিন বিশেষ পরিষেবা দেবে মেট্রো রেল, সে কথাও এদিন জানিয়েছে কর্তৃপক্ষ ৷ ডাব্লুবিসিএস পরীক্ষা রবিবার পড়লেও সেদিন মেট্রো পরিষেবা পাবেন পরীক্ষার্থীরা ৷

আগামী 20 অগস্ট মহরমের দিন কমানো হচ্ছে মেট্রোর সংখ্যা । এমনিতে এখন সোম থেকে শুক্রবার পর্যন্ত 228টি ট্রেন চলছে ৷ মহরমের দিন সংখ্যা কমিয়ে চালানো হবে 172টি ৷ কবি সুভাষ ও দক্ষিণেশ্বরে মধ্যে চলবে 165টি ট্রেন । দিনের ব্যস্ত সময় প্রতি 8 মিনিট অন্তর চলবে ট্রেন । মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মহরমের ছুটিতে বেশিরভাগ অফিস ছুটি থাকবে তাই যাত্রী সংখ্যাও তুলনামূলকভাবে কম থাকবে । তবে দিনটি পড়েছে শুক্রবার ৷ বেসরকারি ক্ষেত্রে অনেক অফিস খোলা থাকবে ৷ সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত ৷ তাছাড়া কোভিড পরিস্থিতিতে সংক্রমণের কথা ভেবে ভিড় সংযত রাখার চেষ্টা তো চলছেই ৷ তাই উৎসবের দিনেও ভিড় সংযত রাখার জন্য পরিষেবাও সংযত রাখা হচ্ছে ৷ শুধু প্রয়োজনের কথা ভেবে 172টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

মহরমের দিন সকাল আটটায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে এবং দক্ষিণেশ্বরের থেকে কবি সুভাষের উদ্দেশে দিনের প্রথম ট্রেন ছাড়বে । একই সময়ে দমদম থেকে দিনের প্রথম ট্রেন ছাড়বে কবি সুভাষের উদ্দেশে । দিনের শেষ ট্রেনের ক্ষেত্রে রাত 8.48 মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে এবং রাত 9টায় দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে ট্রেন ছাড়বে ৷

22 অগস্ট ডাব্লুবিসিএস পরীক্ষার জন্য রবিবার মেট্রো পরিষেবা চালু রাখবে কর্তৃপক্ষ ৷ এমনিতে রবিবার মেট্রো পরিষেবা এখন বন্ধ রাখা হচ্ছে ৷ তবে গুরুত্বপূর্ণ এই পরীক্ষার কথা ভেবে 112টি ট্রেন চালানো হবে ৷ কবি সুভাষ, দক্ষিণেশ্বর এবং দমদম থেকে দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল দশটায় ৷ দিনের শেষে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত 8.48 মিনিটে এবং দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত 9টায় ট্রেন ছাড়বে ৷

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ডাব্লুবিসিএস পরীক্ষার দিন শুধু পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবক এবং পরীক্ষার সঙ্গে যুক্ত কর্মীরাই এই পরিষেবা পাবেন ৷ যে কোনও মেট্রো স্টেশনে প্রবেশ করতে গেলে তাঁদের পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং প্রয়োজনীয় আইকার্ড দেখাতে হবে ৷ পরীক্ষার্থী বা পরীক্ষার সঙ্গে যুক্ত কর্মী ছাড়া সাধারণ যাত্রীরা এদিন মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন না ৷

আরও পড়ুন : আজ থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো, অগস্ট পর্যন্ত বাড়ল স্মার্ট কার্ডের মেয়াদ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.