কলকাতা, 16 ফেব্রুয়ারি: ব্যস্ত সময়ে মেট্রোয় যান্ত্রিক ত্রুটি । সমস্যায় যাত্রীরা । বুধবার শোভাবাজার স্টেশনের ঘটনা (Technical problem in metro track)। এদিন দুপুর 10.34 মিনিট নাগাদ স্টেশনে ডাউন লাইনের মেট্রো এসে পৌঁছতেই হঠাৎই একটি রেকের নিচ থেকে ধোঁয়া বেরতে দেখা যায় । তাতেই কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পরিষেবা । যদিও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিষেবা ।
আরও পড়ুন: Bappi Lahiri Passes Away : ডিস্কো কিং'য়ের প্রয়াণে শোকের ছায়া শিলিগুড়ির চৌধুরী পরিবারে
এই প্রসঙ্গেই, মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যে সম্ভবত মেট্রোর আন্ডারওয়্যারের কোনও সমস্যার জন্য হঠাৎ করেই পোড়া গন্ধ ও ধোঁয়া বের হতে শুরু করে । দ্রুত থামিয়ে দেওয়া হয় ট্রেনটি । ট্রেনটিকে খালি করে সেটিকে কবি সুভাষ মেট্রো কারশেডে নিয়ে যাওয়া হয় (Metro Services Interrupted) । এরপর আবার 1.36 মিনিট নাগাদ স্বাভাবিক হয় ডাউনলাইনের পরিষেবা ।
এদিকে হঠাৎ করে মেট্রোর রেকে ধোঁয়া বেরাতে দেখে যাত্রীদের মধ্যেও চাঞ্চল্য ছড়ায় । যদিও সেই সময় ডাউন লাইনের পরিষেবা স্বাভাবিক ছিল । মেট্রোরেল সূত্রে খবর যে কেন হঠাৎ করে এই ত্রুটি দেখা গেল সেটি খতিয়ে দেখা হচ্ছে ।