ETV Bharat / city

Mamata Banerjee: দল ও মন্ত্রিসভাকে অসম্মান করবেন না, সতীর্থদের বার্তা মমতার - Mamata Banerjee Message

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে তৃণমূল ৷ এই প্রেক্ষিতে দলের নেতা ও মন্ত্রিসভার সতীর্থদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Message) ৷

মমতার সতর্ক বার্তা
message of mamata banerjee
author img

By

Published : Aug 1, 2022, 4:08 PM IST

কলকাতা, 1 অগস্ট: এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Recruitment Scam) রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ইডি'র হাতে গ্রেফতারির কারণে এমনিতেই অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ যে দলের নাম তৃণমূল, যাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জননেত্রী, মাটির নেত্রী বলা হয় সেই দলের এক শীর্ষ নেতার ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে, এটা দলের জন্য কম কলঙ্কের নয় ৷

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কারও নাম না-করেই এই বিষয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷ তিল তিল করে যে দল গড়ে তুলেছেন তিনি, যেভাবে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দলের নেতাদের তাতে অনেকটাই বিচলিত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রকাশ্য সভায় তো বটেই দলের সাংগঠনিক বৈঠকেও তৃণমূল সুপ্রিমো বারবার দলের নেতাদের বিত্তবান না-হয়ে বিবেকবান হওয়ার ডাক দিয়েছেন ৷

আরও পড়ুন: জমি-বাড়ির রেজিস্ট্রেশনে ব্যবহার হয়েছে পুরনো ছবি, 'অজানা' পার্থর খোঁজে ইডি

কিন্তু এখন মমতার তার দলের নেতাদের বিরুদ্ধেই উঠছে অর্থ তছরূপের মতো গুরুতর অভিযোগ । মনে করা হচ্ছে বিষয়টি কোথাও গিয়ে আঘাত করেছে মুখ্যমন্ত্রীকে ৷ সূত্রের খবর, তাই কিছুটা অভিমানের সুরেই তাঁর সতীর্থদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, 'দল এবং মন্ত্রিসভাকে অসম্মান করবেন না ।'

কেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রীকে একথা বলতে হচ্ছে তাঁর সতীর্থদের ? দল ও মন্ত্রিসভায় পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহকর্মী । পার্থকে মন্ত্রিসভায় দু'নম্বর মনে করা হত । ফলে স্বাভাবিকভাবেই, পার্থ'র বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগের তির ঘুরে আসছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর দিকেই ৷ সম্ভবত সেকারণেই বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ সম্মান প্রদানের মঞ্চে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, তিনি লোকসভা থেকে প্রাপ্য পেনশন, বিধানসভা থেকে প্রাপ্য ভাতা নেন না ৷ নিজের লেখা বইয়ের রয়্যালটি পান ৷

কলকাতা, 1 অগস্ট: এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Recruitment Scam) রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ইডি'র হাতে গ্রেফতারির কারণে এমনিতেই অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ যে দলের নাম তৃণমূল, যাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জননেত্রী, মাটির নেত্রী বলা হয় সেই দলের এক শীর্ষ নেতার ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে, এটা দলের জন্য কম কলঙ্কের নয় ৷

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কারও নাম না-করেই এই বিষয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷ তিল তিল করে যে দল গড়ে তুলেছেন তিনি, যেভাবে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দলের নেতাদের তাতে অনেকটাই বিচলিত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রকাশ্য সভায় তো বটেই দলের সাংগঠনিক বৈঠকেও তৃণমূল সুপ্রিমো বারবার দলের নেতাদের বিত্তবান না-হয়ে বিবেকবান হওয়ার ডাক দিয়েছেন ৷

আরও পড়ুন: জমি-বাড়ির রেজিস্ট্রেশনে ব্যবহার হয়েছে পুরনো ছবি, 'অজানা' পার্থর খোঁজে ইডি

কিন্তু এখন মমতার তার দলের নেতাদের বিরুদ্ধেই উঠছে অর্থ তছরূপের মতো গুরুতর অভিযোগ । মনে করা হচ্ছে বিষয়টি কোথাও গিয়ে আঘাত করেছে মুখ্যমন্ত্রীকে ৷ সূত্রের খবর, তাই কিছুটা অভিমানের সুরেই তাঁর সতীর্থদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, 'দল এবং মন্ত্রিসভাকে অসম্মান করবেন না ।'

কেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রীকে একথা বলতে হচ্ছে তাঁর সতীর্থদের ? দল ও মন্ত্রিসভায় পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহকর্মী । পার্থকে মন্ত্রিসভায় দু'নম্বর মনে করা হত । ফলে স্বাভাবিকভাবেই, পার্থ'র বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগের তির ঘুরে আসছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর দিকেই ৷ সম্ভবত সেকারণেই বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ সম্মান প্রদানের মঞ্চে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, তিনি লোকসভা থেকে প্রাপ্য পেনশন, বিধানসভা থেকে প্রাপ্য ভাতা নেন না ৷ নিজের লেখা বইয়ের রয়্যালটি পান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.