ETV Bharat / city

Pavlov Hospital Issue: মানসিক হাসপাতালগুলির পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, পাভলভ প্রসঙ্গে মত মনোবিদদের - মানসিক হাসপাতালগুলির পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে

পাভলভ হাসপাতালের আবাসিকদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে ৷ হাসপাতাল সুপারকে শোকজও করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে হাসপাতালে মানসিক রোগীদের থাকার জায়গায় পরিচ্ছন্নতা বজায় রাখার কথা জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞরা (Mental Hospitals Should be Kept Clean Doctors on Pavlov Hospital Issue) ৷

Mental Hospitals Should be Kept Clean Doctors on Pavlov Hospital Issue
Mental Hospitals Should be Kept Clean Doctors on Pavlov Hospital Issue
author img

By

Published : Jun 19, 2022, 5:15 PM IST

কলকাতা, 19 জুন: গতকালই সামনে এসেছিল পাভলভ হাসপাতালে বেহাল দশার খবর ৷ যেখানে 13 জন মহিলা আবাসিককে একটি অন্ধকার স্যাঁত স্যাঁতে ঘরে বন্দি করে রাখার অভিযোগ ওঠে ৷ এ নিয়ে আগেই স্বাস্থ্য দফতরের তরফে পাভলভ হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে শোকজ করা হয়েছে ৷ যেখানে কেন তাঁর বিরুদ্ধে কোনও ব্য়বস্থা নেওয়া হবে না ? তা জানতে চাওয়া হয়েছে ৷ এ প্রসঙ্গে, মনোরোগ বিশেষজ্ঞ ঊর্মি চট্টোপাধ্যায় জানান, একজন মানসিক রোগীকে সুস্থ করে তুলতে আগে প্রয়োজন, তাঁর আশেপাশের জায়গা পরিচ্ছন্ন রাখা (Mental Hospitals Should be Kept Clean Doctors on Pavlov Hospital Issue) ৷ আর পাভলভের মতো হাসপাতালের রোগীদের সঙ্গে এমন ব্যবহার কখনই গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি ৷

পাভলভ হাসপাতালের পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ মনোরোগ বিশেষজ্ঞদের

প্রসঙ্গত, গত 17 মে অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা (মানসিক বিভাগ) পাভলভ হাসপাতালের ডায়েট কমিটির বৈঠকে যান ৷ সেখানে গিয়ে তিনি একটি অস্বাস্থ্যকর ঘরের মধ্যে 13 জন আবাসিক মহিলাকে বন্দি অবস্থায় দেখতে পান বলে অভিযোগ ৷ যা নিয়ে হাসপাতাল সুপার এবং দায়িত্বপ্রাপ্ত নার্সকে প্রশ্ন করা হলে, তাঁরা কোনও জবাব দিতে পারেননি বলে অভিযোগ ৷ এমনকি আবাসিকদের প্রতিনিধি অভিযোগ করেছেন, হাসপাতালে খাবারের মান খুবই খারাপ ৷ এ সব মিলিয়ে পাভলভ হাসপাতালের সুপার ড. গণেশ প্রসাদকে আগেই শোকজ করা হয়েছে ৷ কিন্তু, তিনি সেই শোকজের জবাব এখনও দেননি বলেই জানা গিয়েছে ৷

এই পরিস্থিতিতে চিকিৎসকমহল এবং সাধারণের মধ্যে পাভলভের মতো বিশ্বমানের মানসিক হাসপাতালের অব্যবস্থা নিয়ে সমালোচনা শুরু হয়েছে ৷ প্রশ্ন উঠছে, স্বাস্থ্য দফতরের নজরদারি নিয়েও ৷ কিন্তু, মানসিক রোগীর যেখানে চিকিৎসা চলছে, সেখানে কেন এত অব্যবস্থা ? এ নিয়ে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ঊর্মি চট্টোপাধ্যায় জানান, যেখানে মানসিক রোগীরা থাকেন সেই জায়গাটিকে পরিচ্ছন্ন রাখতে হবে ৷

আরও পড়ুন: Vaccine for Cervical Cancer: জরায়ুর ক্যানসারের ভ্যাকসিনের সঠিক ব্যবহার হবে কি, প্রশ্ন চিকিৎসকদের

তাঁর মতে, যেহেতু একজন মানসিক রোগী নিজের ভালমন্দটা বুঝতে পারেন না ৷ তাই তাঁদের সুবিধা-অসুবিধা দায়িত্বে থাকা লোকজনদের বুঝতে হবে ৷ মানসিক রোগীকে সুস্থ করে তোলার ক্ষেত্রে পরিচ্ছন্নতা একটা বড় ভূমিকা পালন করে বলে জানান চিকিৎসক ঊর্মি চট্টোপাধ্যায় ৷ আর সুস্থ পরিবেশের পাশাপাশি একজন রোগীর পথ্যের মানও ভাল হওয়া আবশ্যিক বলে জানান তিনি ৷

কলকাতা, 19 জুন: গতকালই সামনে এসেছিল পাভলভ হাসপাতালে বেহাল দশার খবর ৷ যেখানে 13 জন মহিলা আবাসিককে একটি অন্ধকার স্যাঁত স্যাঁতে ঘরে বন্দি করে রাখার অভিযোগ ওঠে ৷ এ নিয়ে আগেই স্বাস্থ্য দফতরের তরফে পাভলভ হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে শোকজ করা হয়েছে ৷ যেখানে কেন তাঁর বিরুদ্ধে কোনও ব্য়বস্থা নেওয়া হবে না ? তা জানতে চাওয়া হয়েছে ৷ এ প্রসঙ্গে, মনোরোগ বিশেষজ্ঞ ঊর্মি চট্টোপাধ্যায় জানান, একজন মানসিক রোগীকে সুস্থ করে তুলতে আগে প্রয়োজন, তাঁর আশেপাশের জায়গা পরিচ্ছন্ন রাখা (Mental Hospitals Should be Kept Clean Doctors on Pavlov Hospital Issue) ৷ আর পাভলভের মতো হাসপাতালের রোগীদের সঙ্গে এমন ব্যবহার কখনই গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি ৷

পাভলভ হাসপাতালের পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ মনোরোগ বিশেষজ্ঞদের

প্রসঙ্গত, গত 17 মে অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা (মানসিক বিভাগ) পাভলভ হাসপাতালের ডায়েট কমিটির বৈঠকে যান ৷ সেখানে গিয়ে তিনি একটি অস্বাস্থ্যকর ঘরের মধ্যে 13 জন আবাসিক মহিলাকে বন্দি অবস্থায় দেখতে পান বলে অভিযোগ ৷ যা নিয়ে হাসপাতাল সুপার এবং দায়িত্বপ্রাপ্ত নার্সকে প্রশ্ন করা হলে, তাঁরা কোনও জবাব দিতে পারেননি বলে অভিযোগ ৷ এমনকি আবাসিকদের প্রতিনিধি অভিযোগ করেছেন, হাসপাতালে খাবারের মান খুবই খারাপ ৷ এ সব মিলিয়ে পাভলভ হাসপাতালের সুপার ড. গণেশ প্রসাদকে আগেই শোকজ করা হয়েছে ৷ কিন্তু, তিনি সেই শোকজের জবাব এখনও দেননি বলেই জানা গিয়েছে ৷

এই পরিস্থিতিতে চিকিৎসকমহল এবং সাধারণের মধ্যে পাভলভের মতো বিশ্বমানের মানসিক হাসপাতালের অব্যবস্থা নিয়ে সমালোচনা শুরু হয়েছে ৷ প্রশ্ন উঠছে, স্বাস্থ্য দফতরের নজরদারি নিয়েও ৷ কিন্তু, মানসিক রোগীর যেখানে চিকিৎসা চলছে, সেখানে কেন এত অব্যবস্থা ? এ নিয়ে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ঊর্মি চট্টোপাধ্যায় জানান, যেখানে মানসিক রোগীরা থাকেন সেই জায়গাটিকে পরিচ্ছন্ন রাখতে হবে ৷

আরও পড়ুন: Vaccine for Cervical Cancer: জরায়ুর ক্যানসারের ভ্যাকসিনের সঠিক ব্যবহার হবে কি, প্রশ্ন চিকিৎসকদের

তাঁর মতে, যেহেতু একজন মানসিক রোগী নিজের ভালমন্দটা বুঝতে পারেন না ৷ তাই তাঁদের সুবিধা-অসুবিধা দায়িত্বে থাকা লোকজনদের বুঝতে হবে ৷ মানসিক রোগীকে সুস্থ করে তোলার ক্ষেত্রে পরিচ্ছন্নতা একটা বড় ভূমিকা পালন করে বলে জানান চিকিৎসক ঊর্মি চট্টোপাধ্যায় ৷ আর সুস্থ পরিবেশের পাশাপাশি একজন রোগীর পথ্যের মানও ভাল হওয়া আবশ্যিক বলে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.