ETV Bharat / city

করোনামুক্ত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য

author img

By

Published : May 24, 2021, 7:51 PM IST

করোনামুক্ত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ৷ সোমবারই বাড়ি ফিরে যান তিনি ৷ আপাতত থাকতে হবে হোম আইসোলেশনে ৷

Meera Bhattacharya recover from Covid, go Back home
করোনামুক্ত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য

কলকাতা, 24 মে : করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ৷ তবে আপাতত বিধিনিষেধ মেনেই চলতে হবে তাঁকে ৷ অন্তত এক সপ্তাহ থাকতে হবে হোম আইসোলেশনে ৷

সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে খবর, মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে ৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও ঠিক আছে। আর সেই কারণেই তাঁকে বাড়ি ফেরার অনুমতি দেন চিকিৎসকরা ৷ সোমবার দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরে যান তিনি ৷ এদিন সকাল 11টা নাগাদ ঘরে ফেরেন মীরাদেবী ৷

অন্যদিকে, এখনও কোভিডের চিকিৎসা চলছে বুদ্ধদেবের ৷ বাড়িতেই বাইপ্যাপের সাহায্যে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ সূত্রের খবর, এই পদ্ধতিতে আপাতত বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা 90 শতাংশের বেশি রাখা সম্ভব হচ্ছে ৷ হাসপাতালে যেতে রাজি না হওয়ায় বাড়িতেই করোনার চিকিৎসা চলছে তাঁর ৷

আরও পড়ুন : করোনা সংক্রমণে মৃত্যু পতঞ্জলির দুগ্ধ ব্যবসার সিইও সুনীল বনসলের

উল্লেখ্য, গত সপ্তাহের মঙ্গলবার করোনায় আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ওই দিনই তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যেরও সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায় ৷ পরে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷

কলকাতা, 24 মে : করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ৷ তবে আপাতত বিধিনিষেধ মেনেই চলতে হবে তাঁকে ৷ অন্তত এক সপ্তাহ থাকতে হবে হোম আইসোলেশনে ৷

সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে খবর, মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে ৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও ঠিক আছে। আর সেই কারণেই তাঁকে বাড়ি ফেরার অনুমতি দেন চিকিৎসকরা ৷ সোমবার দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরে যান তিনি ৷ এদিন সকাল 11টা নাগাদ ঘরে ফেরেন মীরাদেবী ৷

অন্যদিকে, এখনও কোভিডের চিকিৎসা চলছে বুদ্ধদেবের ৷ বাড়িতেই বাইপ্যাপের সাহায্যে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ সূত্রের খবর, এই পদ্ধতিতে আপাতত বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা 90 শতাংশের বেশি রাখা সম্ভব হচ্ছে ৷ হাসপাতালে যেতে রাজি না হওয়ায় বাড়িতেই করোনার চিকিৎসা চলছে তাঁর ৷

আরও পড়ুন : করোনা সংক্রমণে মৃত্যু পতঞ্জলির দুগ্ধ ব্যবসার সিইও সুনীল বনসলের

উল্লেখ্য, গত সপ্তাহের মঙ্গলবার করোনায় আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ওই দিনই তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যেরও সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায় ৷ পরে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.