ETV Bharat / city

Ira Bose : ইরার আচরণ পরিবারের সকলকে অসম্মানিত করেছে, প্রতিক্রিয়া মীরা ভট্টাচার্যর

ভবঘুরে বোনকে নিয়ে প্রতিক্রিয়া দিলেন মীরা ভট্টাচার্য । রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরাদেবী ইমেলের মাধ্যমে সকলকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ৷

meera-bhattacharjee-reaction-on-her-sister-ira-bose
Ira Bose : ইরার আচরণ পরিবারের সকলকে অসম্মানিত করেছে, প্রতিক্রিয়া মীরা ভট্টাচার্যর
author img

By

Published : Sep 11, 2021, 5:25 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : "ইরা আমার ছোট বোন । ওর এই আচরণ পরিবারের সকলকে অসম্মানিত করেছে ৷"

ভবঘুরে বোনকে নিয়ে এই প্রতিক্রিয়াই দিলেন মীরা ভট্টাচার্য । বোনকে নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরাদেবী ইমেলের মাধ্যমে সকলকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ৷

আরও পড়ুন : Ira Bose: মানসিক হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্যালিকা ইরা বসু

সেখানে তিনি লিখেছেন, "ইরা বসু স্বেচ্ছায় এই জীবন বেছে নিয়েছেন । তিনি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন ৷ তিনি মেধাবী ও শিক্ষিতা । তিনি দীর্ঘকাল শিক্ষকতা করেছেন খড়দহের প্রিয়নাথ স্কুলে । ওঁর নিজস্ব বাড়ি আছে সল্টলেকে । ওঁর কোনও অর্থনৈতিক অসুবিধা নেই । উনি চাইলেই নিজের বাড়িতে ফিরে বসবাস করতে পারেন । যেকোনও অজানা কারণে ফুটপাথে বসবাস করছেন উনি । প্রাপ্তবয়স্ক যেকোনও মানুষের বোধকরি এই অধিকার আছে । উনি পরিবারের কারও কথা কোনও দিন শোনেননি ৷ নিজের ইচ্ছামত জীবনযাপন করেছেন ।"

আরও পড়ুন : Jadavpur and presidency University : যাদবপুরে ক্যাম্পাস পরিদর্শনে উপাচার্য, প্রেসিডেন্সিতে উঠল অবস্থান বিক্ষোভ

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইরা বসু ৷ তিনি বছরখানেক ধরে ডানলপ অঞ্চলের ফুটপাথে থাকছিলেন ৷ সম্প্রতি তাঁর পরিচয় প্রকাশ্যে আসে ৷ যা নিয়ে আলোচনা শুরু হয় সর্বত্র ৷ বিশেষ করে তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ৷ তার উপর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শ্যালিকা ৷ এই তথ্য সামনে আসতেই নানা প্রশ্ন উঠতে শুরু করে ৷

অনেকে এই নিয়ে মীরা ভট্টাচার্যের ভূমিকার প্রশ্ন তোলেন ৷ তিনি কি কিছুই জানতেন না এই বিষয়ে ? ইরা বসুর এমন পরিণতি কি আটকানো যেত না ? এই সব প্রশ্নও তোলেন কেউ কেউ ৷ যা নিয়ে মীরা ভট্টাচার্য যে বিরক্ত ও বিব্রত, তা তার ইমেলেই স্পষ্ট হয়েছে ৷

আরও পড়ুন : Astrology in IGNOU : ইগনুতে পড়ানো হবে জ্যোতিষ শাস্ত্র, প্রতিবাদে সরব যুক্তিবাদীরা

অন্যদিকে শুক্রবার থেকে আর ফুটপাথে দেখা যাচ্ছে না ইরা বসুকে ৷ এই নিয়ে হইচই হওয়ার পর তাঁর ঠাঁই হয়েছে লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালে ৷ এই নিয়ে সিপিএম নেতা রবীন দেব জানান, বিষয়টি এতটাই ব্যক্তিগত যে তাঁরা আগ বাড়িয়ে কিছু করতে পারছেন না । তবে দলের নেতারা পরিস্থিতির উপর নজরে রেখেছেন ।

কলকাতা, 11 সেপ্টেম্বর : "ইরা আমার ছোট বোন । ওর এই আচরণ পরিবারের সকলকে অসম্মানিত করেছে ৷"

ভবঘুরে বোনকে নিয়ে এই প্রতিক্রিয়াই দিলেন মীরা ভট্টাচার্য । বোনকে নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরাদেবী ইমেলের মাধ্যমে সকলকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ৷

আরও পড়ুন : Ira Bose: মানসিক হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্যালিকা ইরা বসু

সেখানে তিনি লিখেছেন, "ইরা বসু স্বেচ্ছায় এই জীবন বেছে নিয়েছেন । তিনি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন ৷ তিনি মেধাবী ও শিক্ষিতা । তিনি দীর্ঘকাল শিক্ষকতা করেছেন খড়দহের প্রিয়নাথ স্কুলে । ওঁর নিজস্ব বাড়ি আছে সল্টলেকে । ওঁর কোনও অর্থনৈতিক অসুবিধা নেই । উনি চাইলেই নিজের বাড়িতে ফিরে বসবাস করতে পারেন । যেকোনও অজানা কারণে ফুটপাথে বসবাস করছেন উনি । প্রাপ্তবয়স্ক যেকোনও মানুষের বোধকরি এই অধিকার আছে । উনি পরিবারের কারও কথা কোনও দিন শোনেননি ৷ নিজের ইচ্ছামত জীবনযাপন করেছেন ।"

আরও পড়ুন : Jadavpur and presidency University : যাদবপুরে ক্যাম্পাস পরিদর্শনে উপাচার্য, প্রেসিডেন্সিতে উঠল অবস্থান বিক্ষোভ

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইরা বসু ৷ তিনি বছরখানেক ধরে ডানলপ অঞ্চলের ফুটপাথে থাকছিলেন ৷ সম্প্রতি তাঁর পরিচয় প্রকাশ্যে আসে ৷ যা নিয়ে আলোচনা শুরু হয় সর্বত্র ৷ বিশেষ করে তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ৷ তার উপর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শ্যালিকা ৷ এই তথ্য সামনে আসতেই নানা প্রশ্ন উঠতে শুরু করে ৷

অনেকে এই নিয়ে মীরা ভট্টাচার্যের ভূমিকার প্রশ্ন তোলেন ৷ তিনি কি কিছুই জানতেন না এই বিষয়ে ? ইরা বসুর এমন পরিণতি কি আটকানো যেত না ? এই সব প্রশ্নও তোলেন কেউ কেউ ৷ যা নিয়ে মীরা ভট্টাচার্য যে বিরক্ত ও বিব্রত, তা তার ইমেলেই স্পষ্ট হয়েছে ৷

আরও পড়ুন : Astrology in IGNOU : ইগনুতে পড়ানো হবে জ্যোতিষ শাস্ত্র, প্রতিবাদে সরব যুক্তিবাদীরা

অন্যদিকে শুক্রবার থেকে আর ফুটপাথে দেখা যাচ্ছে না ইরা বসুকে ৷ এই নিয়ে হইচই হওয়ার পর তাঁর ঠাঁই হয়েছে লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালে ৷ এই নিয়ে সিপিএম নেতা রবীন দেব জানান, বিষয়টি এতটাই ব্যক্তিগত যে তাঁরা আগ বাড়িয়ে কিছু করতে পারছেন না । তবে দলের নেতারা পরিস্থিতির উপর নজরে রেখেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.