ETV Bharat / city

COVID-19-এ আক্রান্ত বেলেঘাটার মেডিকেল টেকনোলজিস্ট - ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিজেস

NICED-এর ল্যাবরেটরিতে কর্মরত বছর 21-এর যে মহিলা মেডিকেল টেকনোলজিস্টের শরীরে COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে, তিনি বেলগাছিয়া থেকে কর্মস্থানে যাওয়া-আসা করতেন। বেলগাছিয়া অঞ্চলে ইতিমধ্যেই বেশ কয়েকজন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।

COVID-19
মেডিকেল টেকনোলজিস্ট
author img

By

Published : Apr 15, 2020, 12:02 AM IST

কলকাতা,14 এপ্রিল: চিকিৎসক, নার্সের পরে এবার রাজ‍্যে COVID-19 (নভেল কোরোনা ভাইরাস ডিজিজ)-এ আক্রান্ত হলেন এক মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব)‌। COVID-19 নির্ণয়ের পরীক্ষার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। কলকাতার বেলেঘাটায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিজেস (NICED)-এর ল্যাবে তিনি কর্মরত। কীভাবে এই স্বাস্থ্যকর্মী COVID-19-এ আক্রান্ত হলেন, তার খোঁজ শুরু করেছে স্বাস্থ্য দপ্তর।


সূত্রের খবর, NICED-এর ল্যাবরেটরিতে কর্মরত বছর একুশের এই মহিলা মেডিকেল টেকনোলজিস্টের শরীরে COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে, তিনি বেলগাছিয়া থেকে কর্মস্থানে যাওয়া-আসা করতেন। বেলগাছিয়া অঞ্চলে ইতিমধ্যেই বেশ কয়েকজন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এ দিকে, এই মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব)-এর শ্বশুরবাড়ি উত্তর 24 পরগনার নিমতায়। গত রবিবার এই মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব)-কে কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভর্তি করানোর আগে তাঁর নমুনা পরীক্ষা করা হয়েছিল। কারণ, কিছু উপসর্গ দেখা দিয়েছিল। নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি COVID-19-এ আক্রান্ত হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।


সূত্রের খবর, এই মহিলা মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব) COVID-19-এ আক্রান্ত হওয়ার জেরে NICED-এর অন্য চার মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব)-কে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। COVID-19-এ এই মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব)-এর আক্রান্ত হওয়ার ঘটনায় NICED-এর অধিকর্তা শান্তা দত্তর বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে, তাঁর বক্তব্য পাওয়া যায়নি। যেখানে এই মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব) কাজ করতেন, সেখানে জীবাণুমুক্ত করা হবে কি না, সেই বিষয় কিছু জানা যায়নি। সূত্রের খবর, NICED-এর আক্রান্ত এই মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব)-এর এক আত্মীয় COVID-19-এ আক্রান্ত। তিনি নিমতায় থাকেন। কীভাবে এই মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব) COVID-19-এ আক্রান্ত হলেন, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

কলকাতা,14 এপ্রিল: চিকিৎসক, নার্সের পরে এবার রাজ‍্যে COVID-19 (নভেল কোরোনা ভাইরাস ডিজিজ)-এ আক্রান্ত হলেন এক মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব)‌। COVID-19 নির্ণয়ের পরীক্ষার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। কলকাতার বেলেঘাটায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিজেস (NICED)-এর ল্যাবে তিনি কর্মরত। কীভাবে এই স্বাস্থ্যকর্মী COVID-19-এ আক্রান্ত হলেন, তার খোঁজ শুরু করেছে স্বাস্থ্য দপ্তর।


সূত্রের খবর, NICED-এর ল্যাবরেটরিতে কর্মরত বছর একুশের এই মহিলা মেডিকেল টেকনোলজিস্টের শরীরে COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে, তিনি বেলগাছিয়া থেকে কর্মস্থানে যাওয়া-আসা করতেন। বেলগাছিয়া অঞ্চলে ইতিমধ্যেই বেশ কয়েকজন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এ দিকে, এই মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব)-এর শ্বশুরবাড়ি উত্তর 24 পরগনার নিমতায়। গত রবিবার এই মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব)-কে কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভর্তি করানোর আগে তাঁর নমুনা পরীক্ষা করা হয়েছিল। কারণ, কিছু উপসর্গ দেখা দিয়েছিল। নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি COVID-19-এ আক্রান্ত হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।


সূত্রের খবর, এই মহিলা মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব) COVID-19-এ আক্রান্ত হওয়ার জেরে NICED-এর অন্য চার মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব)-কে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। COVID-19-এ এই মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব)-এর আক্রান্ত হওয়ার ঘটনায় NICED-এর অধিকর্তা শান্তা দত্তর বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে, তাঁর বক্তব্য পাওয়া যায়নি। যেখানে এই মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব) কাজ করতেন, সেখানে জীবাণুমুক্ত করা হবে কি না, সেই বিষয় কিছু জানা যায়নি। সূত্রের খবর, NICED-এর আক্রান্ত এই মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব)-এর এক আত্মীয় COVID-19-এ আক্রান্ত। তিনি নিমতায় থাকেন। কীভাবে এই মেডিকেল টেকনোলজিস্ট (ল‍্যাব) COVID-19-এ আক্রান্ত হলেন, সেই বিষয়ে তথ্য সংগ্রহ করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.