কলকাতা, 29 মার্চ : বড় কষ্টে আছেন ওরা । ওদের বেশিরভাগই রোজের শ্রমিক । কাজ করলে টাকা পান ৷ আর কাজ বন্ধ মানেই, বন্ধ মাইনে । এমন বহু শ্রমিক এই মুহূর্তে আটকে রয়েছেন কেরলে । লকডাউনে তাদের কাজ বন্ধ । তাদের কেউ এখন অর্ধাহারে, কেউ বা অনাহারে দিন কাটাচ্ছেন । এবার সেই শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সক্রিয় হওয়ার অনুরোধ জানালেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল ।
বাংলার বিভিন্ন নেতা-মন্ত্রীর স্টিং অপারেশনে নাম উঠে এসেছিল ম্যাথু স্যামুয়েলের । সেই স্টিং অপারেশনের CBI তদন্ত এখনও চলছে। অন্যদিকে ম্যাথুর বিরুদ্ধেও মামলা করেছে কলকাতা পুলিশ । সেই মামলার সূত্র ধরে তিনি বারবার অভিযোগ এনেছেন, তাঁকে হেনস্থা করার জন্যই মামলা করা হয়েছে পুলিশের তরফে । ম্যাথু স্যামুয়েল এবং রাজ্য প্রশাসনের সম্পর্ক যে খুব একটা মধুর নয়, সেটা জানার জন্য বিশেষজ্ঞের প্রয়োজন নেই । কোরোনা সংক্রমণের মোকাবিলায় লকডাউনের মাঝে এবার সেই ম্যাথু স্যামুয়েলই মানবিক অনুরোধ নিয়ে হাজির রাজ্য প্রশাসনের কাছে ।
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, “ দিদি, আমি এই মুহূর্তে কোচিনের আলুভা'তে আছি । কেরালার মোট জনসংখ্যার 13% বাঙালি । তাদের মধ্যে বেশির ভাগই প্রতিদিনের মাইনের ভিত্তিতে শ্রমিকের কাজ করেন । এই মুহূর্তে তারা বিপদজনক ভাবে রয়েছেন । এই মুহূর্তে তাদের অনেকেই রয়েছেন আমার পার্শ্ববর্তী পেরুম্বাভুরে এলাকায় । তাদের অনেকেই জানিয়েছেন দিনে দিনে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছে । কেরল প্রশাসন কিছু ব্যবস্থা করেছে বটে । কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য।"
বাঙালি শ্রমিকদের এই অবস্থার পরিপ্রেক্ষিতে ম্যাথুর প্রস্তাব, এই শ্রমিকদের কেরল থেকে বাংলায় ফেরাতে গাড়ির ব্যবস্থা করুক সরকার । এই শ্রমিকদের সুরক্ষিতভাবে বাংলায় পৌঁছানোর ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজন । না হলে পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হবে । ভিডিয়োয় এমনটাই জানিয়েছেন ম্যাথু স্যামুয়েল ।