ETV Bharat / city

মধ্য কলকাতার আটতলা ভবনে ভয়াবহ আগুন, মৃত 2 - আগুন

খবর পেয়েই দুর্ঘটনাস্থানে যান পুলিশ কর্তারা । যান দমকল মন্ত্রী সুজিত বসু ।

sss
sss
author img

By

Published : Oct 17, 2020, 12:48 AM IST

Updated : Oct 17, 2020, 8:36 AM IST

কলকাতা, 17 অক্টোবর : রাতের কলকাতায় ভয়াবহ আগুন। মধ্য কলকাতার একটি বহুতলে আগুন লাগে । মৃত্যু হয়েছে দু'জনের । আরও কয়েকজন আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে ।

রাত সাড়ে দশটা নাগাদ এয়ারলাইনস বিল্ডিংয়ের পাশে 31 নম্বর গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের একটি আটতলা ভবনের একতলায় আগুন লাগে । কিছুক্ষণের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন । দু'জনের মৃত্যু হয়েছে । তার মধ্যে একজনের দেহ শৌচাগার থেকে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ।

মধ্য কলকাতার সাত তলা ভবনে ভয়াবহ আগুন

খবর পেয়েই ঘটনাস্থানে যান পুলিশ কর্তারা । যান দমকল মন্ত্রী সুজিত বসু । প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, ভবনটিতে প্রায় 50টি পরিবারের বাস । কাউকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছে পুলিশ । আটতলা ভবনের মিটার বক্সে আগুন লাগে বলে পুলিশ ও দমকলের প্রাথিমক অনুমান ।

কলকাতা, 17 অক্টোবর : রাতের কলকাতায় ভয়াবহ আগুন। মধ্য কলকাতার একটি বহুতলে আগুন লাগে । মৃত্যু হয়েছে দু'জনের । আরও কয়েকজন আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে ।

রাত সাড়ে দশটা নাগাদ এয়ারলাইনস বিল্ডিংয়ের পাশে 31 নম্বর গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের একটি আটতলা ভবনের একতলায় আগুন লাগে । কিছুক্ষণের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন । দু'জনের মৃত্যু হয়েছে । তার মধ্যে একজনের দেহ শৌচাগার থেকে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ।

মধ্য কলকাতার সাত তলা ভবনে ভয়াবহ আগুন

খবর পেয়েই ঘটনাস্থানে যান পুলিশ কর্তারা । যান দমকল মন্ত্রী সুজিত বসু । প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, ভবনটিতে প্রায় 50টি পরিবারের বাস । কাউকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছে পুলিশ । আটতলা ভবনের মিটার বক্সে আগুন লাগে বলে পুলিশ ও দমকলের প্রাথিমক অনুমান ।

Last Updated : Oct 17, 2020, 8:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.