কলকাতা, 15 মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকে তৃণমূল ও মুসলিম লিগের প্রায় 200 জন কর্মী আজ ফরওয়ার্ড ব্লকে যোগদান করলেন। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তর হেমন্ত বসু ভবনে কলকাতা জেলা কমিটি আজ তৃণমূল কংগ্রেস এবং মুসলিম লিগ থেকে বহু মানুষকে ফরওয়ার্ড ব্লকে যোগদান করালেন।
কলকাতা কর্পোরেশন নির্বাচনের আগে তৃণমূল ভেঙে এই যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হাফিজ আলম সাইরানী। কলকাতা কর্পোরেশনের অন্তর্গত 25,39,62,77 সহ বেশ কিছু ওয়ার্ডের মানুষ আজ ফরওয়ার্ড ব্লকে যোগদান করলেন । যাঁরা যোগ দিতে এলেন, স্পষ্ট ভাষায় জানাচ্ছিলেন শাসকদলের থেকে মানুষের কাজ করা যাচ্ছিল না । অন্যদিকে হাফিজ আলম সাইরানীর কথায়, কেউ কেউ একদা ফরওয়ার্ড ব্লকে ছিলেন । দলের প্রতি মান-অভিমানের ফলে তাঁরা তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিলেন । ভুল বুঝতে পেরে ফের পুরনো দলে ফিরে এসেছেন দলীয় কর্মীরা । আসন্ন পৌরসভা নির্বাচনে দলকে মজবুত করতে গেলে এই সমস্ত কর্মীর গুরুত্ব অনস্বীকার্য বলে মন্তব্য করেন তিনি ।
মেছুয়া পট্টি, শ্যামবাজার, শোভাবাজার, বড়বাজার, রাজবিহারী, ভবানীপুর সহ একাধিক অঞ্চলের মানুষ আজ ফরোয়ার্ড ব্লকে যোগদান করলেন ।