কলকাতা, 4 ফেব্রুয়ারি: বাম-কংগ্রেস জোটে এ রাজ্যের সংখ্যালঘু নেতাদের বিশেষ করে আব্বাস সিদ্দিকিকে সংযুক্ত করার দাবি জানিয়ে সোনিয়া গান্ধিকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান।
বৃহস্পতিবার ওই চিঠিতে মান্নান লেখেন, আব্বাস সিদ্দিকিকে বামফ্রন্ট এবং কংগ্রেস জোটের শরিক করলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সংখ্যালঘু ভোট পেতে সুবিধা হবে। তাই আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট করার জন্য অনুমতি চাওয়া হয়েছে কংগ্রেস হাইকমান্ডের কাছ থেকে।
ফুরফুরা শরিফ-সহ বিভিন্ন জায়গায় সংখ্যালঘু ধর্মগুরুরা বাম-কংগ্রেস জোটের অন্তর্ভুক্ত হলে আসন্ন বিধানসভা নির্বাচনে সন্তোষজনক ফল হবে বলে মনে করেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। যদিও সোনিয়া গান্ধিকে লেখা চিঠি কিভাবে সংবাদমাধ্যমের হাতে গেল, তা নিয়ে প্রবল ক্ষোভ উগড়ে দিয়েছেন মান্নান।
সূত্রের খবর, রাজ্যের বিরোধী দলনেতার সচিবালয় থেকেই সংবাদমাধ্যমের কাছে এই চিঠি পাঠানো হয়েছে ৷ এ নিয়ে এদিন দুপুরে ধুন্ধুমার বাধে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে।
সোনিয়া গান্ধিকে লেখা চিঠিতে আবদুল মান্নান জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করতে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের ভোটের শতকরা হিসাব দিয়ে সোনিয়া গান্ধির কাছে চিঠি লিখেছেন আবদুল মান্নান।
আরও পড়ুন: বিধানসভার অধিবেশনের দিন বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধীদের
বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। তার আগে সংখ্যালঘু ধর্মগুরুদের সঙ্গে অর্থাৎ আব্বাস সিদ্দিকির মতো নেতাদের সঙ্গে জোট বাঁধা নিয়ে একপ্রস্থ আলোচনা চান রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। ফুরফুরা শরিফ-সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সংখ্যালঘু ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ করার লক্ষ্যে সোনিয়া গান্ধির কাছে পরামর্শ এবং অনুমতি চেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।