ETV Bharat / city

Man enters CM house at Midnight: মাঝরাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল লোক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন - CM security

মাঝরাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ল এক ব্যক্তি (Man enters CM house at Midnight)৷ সারারাত সেখানেই ঘাপটি মেরে ছিল সে ৷ এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে (Man enters CM Mamata Banerjee house at midnight)৷

man enters cm Mamata Banerjee house at midnight
মাঝরাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল লোক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
author img

By

Published : Jul 3, 2022, 2:14 PM IST

কলকাতা, 3 জুলাই: একেই বলে বজ্র আঁটুনি, ফোস্কা গেরো ! পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল লোক । শুধু ঢোকা নয়, ঘাপটি মেরে পড়ে থাকল সারা রাত । আর তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন (Man enters CM house at Midnight)। কীভাবে আটোসাটো নিরাপত্তার মধ্যেও মুখ্যমন্ত্রীর বাড়িতে কেউ ঢুকতে পারে !

শনিবার রাত একটা নাগাদ এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়েন । নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে এমন কাণ্ড ঘটান তিনি । সারা রাত বাড়ির মধ্যেই ঘাপটি মেরে বসে থাকেন । সকালবেলা তাঁকে দেখতে পেয়েই হইচই পড়ে যায় । যদিও পরে তাঁকে আটক করে কালীঘাট থানার পুলিশ ।

কিন্তু এখন প্রশ্ন উঠেছে রাজ্যের প্রশাসনিক প্রধানের বাড়ি মানেই হাই সিকিউরিটি জোন । সিসিটিভি-সহ অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে নজরদারি চলে ২৪ ঘণ্টা । সেখান থেকে মাছি গলার জো থাকে না । সেখানেই এত বড় গলদ হল কী করে ! জেড ক্যাটগরি নিরাপত্তা বলয়ের মধ্যেও কীভাবে একজন ঢুকে পড়লেন ? এই প্রশ্নই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নিরাপত্তা কর্মীদের (Man enters CM Mamata Banerjee house at midnight)৷

আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশি, বিজেপি আগে জানালে সমর্থনের কথা ভাবতাম: মমতা

উল্লেখ্য, দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রীর বাড়ির অনতিদূরে ঘটে যায় জোড়া খুন । সেই সময়ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন জেগেছিল । এমনকী দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির কাছের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল । সূত্রে খবর, এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন । কী উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে । মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের কাছে জানতে চাওয়া হতে পারে, কীভাবে এই ঘটনা ঘটেছে ! এ ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের কারও গাফিলতি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

কলকাতা, 3 জুলাই: একেই বলে বজ্র আঁটুনি, ফোস্কা গেরো ! পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল লোক । শুধু ঢোকা নয়, ঘাপটি মেরে পড়ে থাকল সারা রাত । আর তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন (Man enters CM house at Midnight)। কীভাবে আটোসাটো নিরাপত্তার মধ্যেও মুখ্যমন্ত্রীর বাড়িতে কেউ ঢুকতে পারে !

শনিবার রাত একটা নাগাদ এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়েন । নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে এমন কাণ্ড ঘটান তিনি । সারা রাত বাড়ির মধ্যেই ঘাপটি মেরে বসে থাকেন । সকালবেলা তাঁকে দেখতে পেয়েই হইচই পড়ে যায় । যদিও পরে তাঁকে আটক করে কালীঘাট থানার পুলিশ ।

কিন্তু এখন প্রশ্ন উঠেছে রাজ্যের প্রশাসনিক প্রধানের বাড়ি মানেই হাই সিকিউরিটি জোন । সিসিটিভি-সহ অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে নজরদারি চলে ২৪ ঘণ্টা । সেখান থেকে মাছি গলার জো থাকে না । সেখানেই এত বড় গলদ হল কী করে ! জেড ক্যাটগরি নিরাপত্তা বলয়ের মধ্যেও কীভাবে একজন ঢুকে পড়লেন ? এই প্রশ্নই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নিরাপত্তা কর্মীদের (Man enters CM Mamata Banerjee house at midnight)৷

আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশি, বিজেপি আগে জানালে সমর্থনের কথা ভাবতাম: মমতা

উল্লেখ্য, দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রীর বাড়ির অনতিদূরে ঘটে যায় জোড়া খুন । সেই সময়ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন জেগেছিল । এমনকী দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির কাছের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল । সূত্রে খবর, এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন । কী উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে । মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের কাছে জানতে চাওয়া হতে পারে, কীভাবে এই ঘটনা ঘটেছে ! এ ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের কারও গাফিলতি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.