ETV Bharat / city

ঘরের মধ্যে রক্তাক্ত মহিলা, ঝুলছে স্বামীর দেহ

পুলিশের অনুমান, ভারী কোনও জিনিস দিয়ে স্ত্রীকে ব্যাপক মারধর করেছেন মৃত্যুঞ্জয় । মহিলার মুখ এবং মাথায় গভীর ক্ষত রয়েছে ।

আত্মহত্যা স্বামীর
আত্মহত্যা স্বামীর
author img

By

Published : Jan 30, 2020, 6:09 AM IST

কলকাতা, 30 জানুয়ারি : ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মহিলা ৷ পাশেই ঝুলছে স্বামীর দেহ ৷ ঘটনাটি পঞ্চসায়র থানার মুকুন্দপুরের শতাব্দী পার্ক এলাকার । মৃতের নাম মৃত্যঞ্জয় কর্মকার (43) ৷ ঘটনার তদন্তে নেমেছে পঞ্চসায়র থানা ।


শতাব্দী পার্ক এলাকার একটি আবাসনের ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন মৃত্যুঞ্জয় কর্মকার ৷ পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে তিনটে নাগাদ পিঙ্কি কর্মকার নামে এক মহিলা ওই ফ্ল্যাট থেকে গোঙানির আওয়াজ শুনতে পান । ভালো করে কান পেতে বুঝতে পারেন কেউ দরজা খোলার জন্য কাতর অনুরোধ করছে । কথা জড়ানো । কণ্ঠ কোনও মহিলার । তিনি দ্রুত তাঁর স্বামীকে ফোন করেন । মুহূর্তে প্রতিবেশীদের অনেকেই জড়ো হয়ে যায় । তাদের চেষ্টায় ভেঙে ফেলা হয় ফ্ল্যাটের দরজা । ভেতরে দেখা যায় খাটের মধ্যে গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছেন মৃত্যুঞ্জয়ের স্ত্রী রুমা কর্মকার (36) । পাশেই সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছেন মৃত্যুঞ্জয় ৷ খবর দেওয়া হয় পঞ্চসায়র থানায় । রুমাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে । সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

ওই দম্পতির 15 বছরের এক মেয়ে রয়েছে । সরস্বতী পুজো উপলক্ষ্যে সে স্কুলে গেছিল । এরই মাঝে ঘটে যায় ওই ঘটনা । পুলিশ মৃত্যুঞ্জয়ের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । কীভাবে এই ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত চলছে । প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, স্ত্রীকে খুনের চেষ্টা করে আত্মঘাতী হয়েছেন মৃত্যুঞ্জয়বাবু । তিনি হয়ত ভেবেছিলেন, স্ত্রীর মৃত্যু হয়েছে । তারপরই তিনি আত্মহত্যা করেন বলে পুলিশের অনুমান ।

কলকাতা, 30 জানুয়ারি : ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মহিলা ৷ পাশেই ঝুলছে স্বামীর দেহ ৷ ঘটনাটি পঞ্চসায়র থানার মুকুন্দপুরের শতাব্দী পার্ক এলাকার । মৃতের নাম মৃত্যঞ্জয় কর্মকার (43) ৷ ঘটনার তদন্তে নেমেছে পঞ্চসায়র থানা ।


শতাব্দী পার্ক এলাকার একটি আবাসনের ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন মৃত্যুঞ্জয় কর্মকার ৷ পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে তিনটে নাগাদ পিঙ্কি কর্মকার নামে এক মহিলা ওই ফ্ল্যাট থেকে গোঙানির আওয়াজ শুনতে পান । ভালো করে কান পেতে বুঝতে পারেন কেউ দরজা খোলার জন্য কাতর অনুরোধ করছে । কথা জড়ানো । কণ্ঠ কোনও মহিলার । তিনি দ্রুত তাঁর স্বামীকে ফোন করেন । মুহূর্তে প্রতিবেশীদের অনেকেই জড়ো হয়ে যায় । তাদের চেষ্টায় ভেঙে ফেলা হয় ফ্ল্যাটের দরজা । ভেতরে দেখা যায় খাটের মধ্যে গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছেন মৃত্যুঞ্জয়ের স্ত্রী রুমা কর্মকার (36) । পাশেই সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছেন মৃত্যুঞ্জয় ৷ খবর দেওয়া হয় পঞ্চসায়র থানায় । রুমাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে । সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

ওই দম্পতির 15 বছরের এক মেয়ে রয়েছে । সরস্বতী পুজো উপলক্ষ্যে সে স্কুলে গেছিল । এরই মাঝে ঘটে যায় ওই ঘটনা । পুলিশ মৃত্যুঞ্জয়ের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । কীভাবে এই ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত চলছে । প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, স্ত্রীকে খুনের চেষ্টা করে আত্মঘাতী হয়েছেন মৃত্যুঞ্জয়বাবু । তিনি হয়ত ভেবেছিলেন, স্ত্রীর মৃত্যু হয়েছে । তারপরই তিনি আত্মহত্যা করেন বলে পুলিশের অনুমান ।

Intro:কলকাতা, 29 জানুয়ারি: ভারী কোনো জিনিস দিয়ে স্ত্রীকে ব্যাপক মারধর। মুখ এবং মাথায় গভীর ক্ষত। রক্তে ভেসে গেছে চারপাশ। তার পাশেই ঝুলছে স্বামীর দেহ। এমনই বীভৎস দৃশ্য দেখলো পঞ্চসায়র থানা এলাকার মুকুন্দপুরের শতাব্দি পার্ক। স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে আর এন টেগোর হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। স্বামীর নিথর শরীর নিয়ে যাওয়া হয় এবার বাঘের হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পঞ্চসার থানা।


Body:
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ পিংকি কর্মকার C1 ফ্ল্যাট থেকে গোঙানির আওয়াজ শুনতে পান। ভালো করে কান পেতে বুঝতে পারেন কেউ দরজা খোলার জন্য কাতর অনুরোধ করছে। কথা জড়ানো। কন্ঠ কোনও মহিলার। তিনি দ্রুত তার স্বামীকে ফোন করেন। মুহূর্তে প্রতিবেশীদের অনেকেই জড়ো হয়ে যায়। তাদের চেষ্টায় ভেঙে ফেলা হয় ফ্ল্যাটের দরজা। ভেতরে দেখা যায় খাটের মধ্যে গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে রুমা কর্মকার। তার বয়স 36 বছর। পাশেই সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছেন তার স্বামী মৃত্যুঞ্জয় কর্মকার। বয়স 43 বছর। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় পঞ্চসার থানায়। রুমা দেবীকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে।


Conclusion:জানা গেছে, এই সম্পত্তির 15 বছরের এক মেয়ে রয়েছে। সরস্বতী পূজা উপলক্ষে সে স্কুলে গিয়েছিল। এরই মাঝে ঘটে যায় ওই ঘটনা। পুলিশ মৃত্যুঞ্জয় বাবুর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কেন এই ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, স্ত্রীকে খুনের চেষ্টা করে আত্মঘাতী' হয়েছেন মৃত্যুঞ্জয় বাবু। তিনি হয়তো ভেবেছিলেন, স্ত্রীর মৃত্যু হয়েছে। হয়তো বা সেই কারণেই আত্মহত্যা করেন তিনি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.