কলকাতা, 1 নভেম্বর: কালীপুজোর (Kali Puja 2021) আগের রাতে চলছিল নাকা চেকিং । আর তাতেই মিলল সাফল্য । মধ্য কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার (Man Arrested) হল এক ব্যক্তি । ধৃতের নাম মহম্মদ মুর্শিদ । তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ।
এই ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার জানান, রাতের শহরে নাকা চেকিং করছিল বউবাজার থানার পুলিশ । সেই সময় এক ব্যক্তিকে দেখে তাদের সন্দেহ হয় । জিজ্ঞাসাবাদ করতেই পালাতে চেষ্টা করেছিল সে ৷ তখনই তাকে ধরে গ্রেফতার করা হয় ।
আরও পড়ুন: Green Firecracker : বাজি নিয়ে সুপ্রিম-রায়ে খুশি ব্যবসায়ীরা, উদ্বিগ্ন পরিবেশবিদরা
এই ঘটনায় প্রশ্ন উঠেছে, কী কারণে ওই ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র নিয়ে মধ্য কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় ঘোরাঘুরি করছিল ? তাহলে কি সে এই আগ্নেয়াস্ত্র কাউকে হস্থান্তর করতে এসেছিল ? তাছাড়াও জানার চেষ্টা করা হচ্ছে যে, সে এই আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে ? ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চাইবে পুলিশ ৷
আরও পড়ুন : Supreme Court : হাইকোর্টের রায় খারিজ, পরিবেশ বান্ধব বাজিতে ছাড় সুপ্রিম কোর্টের
তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখা হবে আর কে কে এই ঘটনায় যুক্ত রয়েছে । বা সে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রটি পেল ।
আরও পড়ুন: Corona in Bengal : টেস্ট কমতেই রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ, আক্রান্ত 725