ETV Bharat / city

বিহারের JD(U) নেতা খুনে মূল অভিযুক্ত গ্রেপ্তার বালি থেকে

author img

By

Published : Oct 30, 2020, 7:47 PM IST

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রাহুল যাদবের নাম পাওয়া যায় । রাহুল বিহারের কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত । তার খোঁজ শুরু করে বিহার STF । আর বালি জুট মিলের কাছে এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

Murderer arrested from Bali
প্রতীকী ছবি

কলকাতা, 30 অক্টোবর : নির্বাচনকে কেন্দ্র করে খুন । 27 সেপ্টেম্বর বিহারের আরায় খুন হন JD(U) নেতা প্রিন্স সিং বজরঙ্গি । সেই খুনের ঘটনায় মূল অভিযুক্তের খোঁজ চলছিল । ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল বিহারের স্পেশাল টাস্কফোর্সের হাতে । অবশেষে মূল অভিযুক্তের খোঁজ পেল তারা । কলকাতা লাগোয়া বালি থেকে গ্রেপ্তার করা হল তাকে।

27 সেপ্টেম্বর । বিহারের আরায় প্রিন্স এবং তার সহযোগী মিঠুন সিংকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় । ঘটনাস্থানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মিঠুনের । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় প্রিন্স সিংকে । সেই ঘটনার জেরে 1 অক্টোবর ভোজপুর থেকে গ্রেপ্তার করা হয় তিন জনকে । ধৃতদের নাম শুভম কুমার, নীতীশ কুমার এবং বিপুল । তাদের থেকে উদ্ধার হয় দু'টি দেশি পিস্তল এবং পাঁচটি কার্তুজ ।

Murderer arrested from Bali
27 সেপ্টেম্বর বিহারের আরায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছিলেন প্রিন্স সিং বজরঙ্গি

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রাহুল যাদবের নাম পাওয়া যায় । রাহুল বিহারের কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত । তার খোঁজ শুরু করে বিহার STF । তার মোবাইল টাওয়ার লোকেশনের দিকে নজর রাখা হয় । রাহুলের বেশ কয়েকজন আত্মীয়ের মোবাইলের টাওয়ার লোকেশনের দিকেও নজর রাখা হয় ।

সেই সূত্র ধরেই ভোররাতে বালি জুট মিলের কাছে রাহুলের এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় । বিহার পুলিশকে সবরকমভাবে সাহায্য করে হাওড়া পুলিশ কমিশনারেট । রাহুলকে ট্রান্সজ়িট রিমান্ডে বিহার নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ।

কলকাতা, 30 অক্টোবর : নির্বাচনকে কেন্দ্র করে খুন । 27 সেপ্টেম্বর বিহারের আরায় খুন হন JD(U) নেতা প্রিন্স সিং বজরঙ্গি । সেই খুনের ঘটনায় মূল অভিযুক্তের খোঁজ চলছিল । ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল বিহারের স্পেশাল টাস্কফোর্সের হাতে । অবশেষে মূল অভিযুক্তের খোঁজ পেল তারা । কলকাতা লাগোয়া বালি থেকে গ্রেপ্তার করা হল তাকে।

27 সেপ্টেম্বর । বিহারের আরায় প্রিন্স এবং তার সহযোগী মিঠুন সিংকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় । ঘটনাস্থানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মিঠুনের । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় প্রিন্স সিংকে । সেই ঘটনার জেরে 1 অক্টোবর ভোজপুর থেকে গ্রেপ্তার করা হয় তিন জনকে । ধৃতদের নাম শুভম কুমার, নীতীশ কুমার এবং বিপুল । তাদের থেকে উদ্ধার হয় দু'টি দেশি পিস্তল এবং পাঁচটি কার্তুজ ।

Murderer arrested from Bali
27 সেপ্টেম্বর বিহারের আরায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছিলেন প্রিন্স সিং বজরঙ্গি

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রাহুল যাদবের নাম পাওয়া যায় । রাহুল বিহারের কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত । তার খোঁজ শুরু করে বিহার STF । তার মোবাইল টাওয়ার লোকেশনের দিকে নজর রাখা হয় । রাহুলের বেশ কয়েকজন আত্মীয়ের মোবাইলের টাওয়ার লোকেশনের দিকেও নজর রাখা হয় ।

সেই সূত্র ধরেই ভোররাতে বালি জুট মিলের কাছে রাহুলের এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় । বিহার পুলিশকে সবরকমভাবে সাহায্য করে হাওড়া পুলিশ কমিশনারেট । রাহুলকে ট্রান্সজ়িট রিমান্ডে বিহার নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.