কলকাতা, 12 মে : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ তুলে সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Bengal CM Mamata Banerjee) ৷ এবার তিনি এই বঞ্চনার বিষয়ে সরাসরি চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) ৷ চিঠির বিষয়, বাংলার 100 দিনের কাজে (MNREGS) শ্রমিকদের বকেয়া মজুরি কবে দেওয়া হবে ? বাংলার প্রাপ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAYJ) অর্থই বা কেন কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিচ্ছে না ?
চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, গত চার মাস ধরে একশো দিনের কাজের প্রকল্পে অর্থ আটকে রাখা হয়েছে । কেন্দ্রীয় সরকার এই অর্থ না দেওয়া গ্রামের গরিব মানুষগুলো অসুবিধায় পড়েছেন ৷ মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, এই 100 দিনের প্রকল্পের অর্থ থেকেই গ্রামের বহু গরিব শ্রমজীবী মানুষ মজুরি পান । এই প্রকল্পে রাজ্যের বকেয়া অর্থের পরিমাণও চিঠিতে স্পষ্টভাবেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর হিসেবে, এই বকেয়া অর্থের পরিমাণ প্রায় সাড়ে 6 হাজার কোটি টাকা ।
একইসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রাখা নিয়েও নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন । এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের টাকাও রাজ্যকে দিচ্ছে না । তিনি মনে করিয়ে দেন, এই মুহূর্তে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এলাকায় বাড়ি তৈরির ক্ষেত্রে গোটা দেশে সবার আগে রয়েছে বাংলা ।
2016-17 অর্থবর্ষে থেকে রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 32 লক্ষ বাড়ি তৈরি হয়েছে । রাজ্যের তরফে এই পারফরম্যান্সের পরেও কেন্দ্র রাজ্যকে এই নির্দিষ্ট প্রকল্পের অর্থ দিচ্ছে না ৷ আর সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন । এক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন করে অর্থ বরাদ্দ না করলে সাধারণ মানুষ মাথার উপর ছাদ গড়তে খুবই অসুবিধায় পড়ছেন ৷ প্রধানমন্ত্রী তাই যেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ডাবলুবিসিএস অফিসারদের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । অভিযোগ করেছিলেন বাংলার বকেয়া টাকা দীর্ঘসময় ধরে আটকে রেখেছে কেন্দ্র । অথচ কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে কর আদায় করছে । তিনি সেই সময় একশো দিনের প্রকল্পে কেন্দ্রীয় সরকার ঠিকমতো টাকা দিচ্ছে না বলেও অভিযোগ তুলেছিলেন । অবশেষে বিকেলে তা নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মমতা ।
আরও পড়ুন : Mamata on IAS-WBCS : আমলাদের মধ্যে বৈষম্য দূর করতে একগুচ্ছ ঘোষণা মমতার