ETV Bharat / city

ইশু CAA-NRC, 50 শিল্পীসহ রং-তুলিতে প্রতিবাদের সিদ্ধান্ত মমতার - Mamata against CAA

50 জন চিত্রশিল্পীকে সঙ্গে নিয়ে NRC বিরোধী আন্দোলনে পথে নামতে চলেছেন তৃণমূল নেত্রী ৷ 28 জানুয়ারি গান্ধি মূর্তির পাদদেশে অভিনব এই প্রতিবাদে সামিল হবেন তিনি ৷

Mamata
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 19, 2020, 8:14 AM IST

Updated : Jan 19, 2020, 8:22 AM IST

কলকাতা, 19 জানুয়ারি : NRC-র প্রতিবাদে প্রথম থেকেই মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মিছিল থেকে শুরু করে জনসভা ৷ সব কিছুতেই কেন্দ্রের এই সংশোধনী আইনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি ৷ তবে এবার এক অন্য প্রতিবাদের সুর তৃণমূল নেত্রীর গলায় ৷ 50 জন শিল্পীকে সঙ্গে নিয়ে শহরের রাজপথে রং-তুলি নিয়ে অভিনব প্রতিবাদে শামিল হবেন তিনি ৷ 28 জানুয়ারি কলকাতার মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে রং-তুলি হাতে প্রতিবাদে সরব হবেন তারা ।

জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আন্দোলনকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে বিভিন্ন কৌশল নিচ্ছেন তিনি । ইতিমধ্যেই বেশ কয়েকটি কবিতা লিখে প্রতিবাদে সরব হয়েছেন তিনি । তাঁর লেখা 'অধিকার' নামের NRC বিরোধী গানে সুর দিয়েছেন ইন্দ্রনীল সেন । এছাড়াও পার্ক সার্কাস এবং দলের ছাত্র সংগঠনের মঞ্চে ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো । তাঁর সঙ্গে এই আন্দোলনে শামিল হয়েছেন বুদ্ধিজীবীদের একাংশও ।

আরও পড়ুন : এবার "গর্জে ওঠো", কবিতায় বার্তা মমতার

মিছিল, সমাবেশ, কবিতা, গানের পর এবারে চিত্রশিল্পীদের সঙ্গে নিয়ে অভিনব এই প্রতিবাদে নজির স্থাপন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । 28 জানুয়ারি গান্ধি মূর্তির পাদদেশে 50 জন শিল্পী তাদের রং-তুলি দিয়ে প্রতিবাদের ছবি তুলে ধরবেন । জানা গেছে, তাঁদের সঙ্গে ছবি আঁকবেন তৃণমূল নেত্রীও । ভবিষ্যতে এইসব ছবির প্রদর্শনীরও চিন্তাভাবনা রয়েছে বলে তৃণমূল সূত্রের খবর ।

কলকাতা, 19 জানুয়ারি : NRC-র প্রতিবাদে প্রথম থেকেই মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মিছিল থেকে শুরু করে জনসভা ৷ সব কিছুতেই কেন্দ্রের এই সংশোধনী আইনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি ৷ তবে এবার এক অন্য প্রতিবাদের সুর তৃণমূল নেত্রীর গলায় ৷ 50 জন শিল্পীকে সঙ্গে নিয়ে শহরের রাজপথে রং-তুলি নিয়ে অভিনব প্রতিবাদে শামিল হবেন তিনি ৷ 28 জানুয়ারি কলকাতার মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে রং-তুলি হাতে প্রতিবাদে সরব হবেন তারা ।

জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আন্দোলনকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যেতে বিভিন্ন কৌশল নিচ্ছেন তিনি । ইতিমধ্যেই বেশ কয়েকটি কবিতা লিখে প্রতিবাদে সরব হয়েছেন তিনি । তাঁর লেখা 'অধিকার' নামের NRC বিরোধী গানে সুর দিয়েছেন ইন্দ্রনীল সেন । এছাড়াও পার্ক সার্কাস এবং দলের ছাত্র সংগঠনের মঞ্চে ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো । তাঁর সঙ্গে এই আন্দোলনে শামিল হয়েছেন বুদ্ধিজীবীদের একাংশও ।

আরও পড়ুন : এবার "গর্জে ওঠো", কবিতায় বার্তা মমতার

মিছিল, সমাবেশ, কবিতা, গানের পর এবারে চিত্রশিল্পীদের সঙ্গে নিয়ে অভিনব এই প্রতিবাদে নজির স্থাপন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । 28 জানুয়ারি গান্ধি মূর্তির পাদদেশে 50 জন শিল্পী তাদের রং-তুলি দিয়ে প্রতিবাদের ছবি তুলে ধরবেন । জানা গেছে, তাঁদের সঙ্গে ছবি আঁকবেন তৃণমূল নেত্রীও । ভবিষ্যতে এইসব ছবির প্রদর্শনীরও চিন্তাভাবনা রয়েছে বলে তৃণমূল সূত্রের খবর ।

Intro:কলকাতা, ১৮ জনুয়ারি : ৫০ জন শিল্পীকে সঙ্গে নিয়ে শহরের পথে রং তুলি হাতে এবারে NRC বিরোধী অন্য প্রতিবাদ গড়ে তুলবে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ জানুয়ারি কলকাতার মেও রোডে গান্ধী মূর্তির পাদদেশে রং তুলি হাতে প্রতিবাদে সরব হবেন তারা। নিজেদের আঁকা ছবির মধ্য দিয়ে এই প্রতিবাদের ভাষা গোটা দেশে ছড়িয়ে দিতে চায় তারা।


Body:NRC -র বিরুদ্ধে একের পর এক প্রতিবাদের সুর চড়িয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকে উচ্চতায় নিয়ে যেতে বিভিন্ন কৌশল নিচ্ছেন তিনি। নানাভাবে ছড়িয়ে দিতে চাইছেন প্রতিবাদের ভাষা। ইতিমধ্যেই বেশ কয়েকটি কবিতা লিখে প্রতিবাদে সরব হয়েছেন তিনি। বিদেশের গানও। কার লেখা NRC বিরোধী গানে সুর দিয়ে গেয়েছেন ইন্দ্রনীল সেন। এছাড়াও পাক সার্কাস এবং দলের ছাত্র সংগঠনের মঞ্চে ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তার সঙ্গে এই আন্দোলনে সামিল হয়েছেন বুদ্ধিজীবীরাও। তারাও নেত্রীর পাশে দাঁড়িয়ে সুর চড়িয়েছেন। এবারে ঠিক অন্যরকম প্রতিবাদ গড়ে তুলে নজির স্থাপন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ২৮ জানুয়ারি গান্ধী মূর্তির পাদদেশে ৫০ জন শিল্পী তাদের রং তুলি দিয়ে প্রতিবাদের ছবি তুলে ধরবেন জন মানসে । তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে ছবি আঁকবেন মমতাও‌। পৃথক পৃথক ছবির মধ্য দিয়ে গড়ে উঠবে প্রতিবাদের ভাষা। ভবিষ্যতে এইসব প্রতিবাদী ছবিগুলির প্রদর্শনীরও চিন্তাভাবনা রয়েছে বলে জানা গেছে।


Conclusion:
Last Updated : Jan 19, 2020, 8:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.