কলকাতা, 26 জুন : এবার কয়লাখনির বেসরকারিকরণ এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে তীব্র আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । চিঠিতে তিনি লিখেছেন, "কয়লা খনির মতো দেশের প্রাথমিক সম্পদকে বেসরকারিকরণ করে আত্মনির্ভর ভারত তৈরি করা যায় না । কয়লা খনি দেশের প্রাকৃতিক সম্পদ । বেসরকারিকরণ হলে আত্মনির্ভর ভারতের যে ভাবনার প্রচার চলছে তার পরস্পর বিরোধিতা হবে ।" অবিলম্বে কেন্দ্র যেন এই ভাবনা পুনর্বিবেচনা করে, সেই অনুরোধও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
লকডাউনের জেরে দেশের আর্থিক ঘাটতি প্রচুর । সেই ঘাটতি মেটাতে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ করা হয়েছে । অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তারই অঙ্গ হিসেবে কয়লা খনির বেসরকারিকরণ এবং তাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের একটা ঘোষণা করেছিলেন । সপ্তাহ খানেক আগে প্রধানমন্ত্রী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কয়লাখনির নিলাম প্রক্রিয়ার উদ্বোধন করেন । সেদিন প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে । সেদিন তাঁর মুখে আত্মনির্ভরতার কথা শোনা গেছিল । সেটিকেই পরস্পর বিরোধিতা বলে মনে করছেন মমতা ।
চিঠিতে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, 1973 সালে কয়লাখনিতে জাতীয়করণের পেক্ষাপট কী ছিল । কোল ইন্ডিয়ার মতো বিশ্বের সর্বোচ্চ কয়লা উৎপাদনকারী সংস্থার বেসরকারিকরণ হওয়া মানে তা দেশের আত্মনির্ভরতার পথে সরাসরি বাধা । কোল ইন্ডিয়ার সদর দপ্তর কলকাতা থেকে অন্যত্র স্থানান্তরিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আরজি জানিয়েছেন তিনি ।